ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৮৯ পৃষ্ঠা ২০৮-পৃষ্ঠা ২০৯ অনু. ১
  • পিতর যিশুকে অস্বীকার করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পিতর যিশুকে অস্বীকার করেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যে-মহাযাজক যিশুকে দোষারোপ করেছিলেন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যখন লাসারকে পুনরুত্থিত করা হয়
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • প্রথমে হানন, তারপর কায়াফার নিকট
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • প্রাঙ্গণে অস্বীকার করা
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৮৯ পৃষ্ঠা ২০৮-পৃষ্ঠা ২০৯ অনু. ১
কায়াফার বাড়ির প্রাঙ্গণে পিতর যিশুকে অস্বীকার করছেন

পাঠ ৮৯

পিতর যিশুকে অস্বীকার করেন

যিশু যখন তাঁর প্রেরিতদের সঙ্গে উপরের ঘরে ছিলেন, তখন তিনি তাদের বলেছিলেন: ‘আজ রাতে তোমরা সকলে আমাকে ছেড়ে পালিয়ে যাবে।’ পিতর বলেছিলেন: ‘আমি যাব না! অন্য সকলে আপনাকে ছেড়ে পালিয়ে গেলেও আমি কখনোই আপনাকে ছেড়ে পালিয়ে যাব না।’ কিন্তু, যিশু পিতরকে বলেছিলেন: “মোরগ ডাকার আগে তুমি আমাকে তিন বার অস্বীকার করবে।”

সৈন্যেরা যখন যিশুকে কায়াফার বাড়িতে নিয়ে যায়, তখন বেশিরভাগ প্রেরিত তাঁকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু, তাদের মধ্যে দু-জন প্রেরিত লোকদের পিছন পিছন যায়। তাদের মধ্যে একজন ছিলেন প্রেরিত পিতর। তিনি কায়াফার বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করেন আর সেখানে আগুন পোহাতে থাকেন। আগুনের আলোতে একজন দাসী পিতরের মুখ দেখে তাকে বলেন: ‘আমি তোমাকে চিনি! তুমিও যিশুর সঙ্গে ছিলে!’

পিতর বলেন: ‘না, আমি ছিলাম না! তুমি কী বলছ, তা আমি বুঝতে পারছি না!’ এরপর, তিনি প্রাঙ্গণের প্রবেশপথের কাছে যান। তখন আরেকজন দাসী তাকে দেখতে পান এবং লোকদের বলেন: ‘এই ব্যক্তিও যিশুর সঙ্গে ছিল!’ পিতর বলেন: ‘আমি যিশুকে চিনি না!’ পরে, আরেকজন ব্যক্তি বলেন: ‘তুমি ওদেরই একজন! কারণ তোমার ভাষা শুনেই বোঝা যাচ্ছে যে, যিশুর মতো তুমিও একজন গালীলীয়।’ কিন্তু, পিতর দিব্য দিয়ে বলেন: “আমি সেই ব্যক্তিকে চিনি না!”

ঠিক সেই মুহূর্তে একটা মোরগ ডেকে ওঠে। তখন পিতর দেখেন যে, যিশু মুখ ঘুরিয়ে তার দিকে তাকিয়েছেন। যিশুর বলা কথাগুলো তার মনে পড়ে যায় আর তিনি বাইরে চলে যান এবং কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, যিশুর বিচার করার জন্য পুরো মহাসভা কায়াফার বাড়িতে একত্রিত হয়। তারা ইতিমধ্যে যিশুকে হত্যা করার সিদ্ধান্ত নেয় আর তাই তারা তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য খুঁজতে থাকে। কিন্তু, তারা তাঁর বিরুদ্ধে কিছুই খুঁজে পায় না। অবশেষে কায়াফা যিশুকে সরাসরি জিজ্ঞেস করেন: ‘তুমি কি ঈশ্বরের পুত্র?’ যিশু বলেন: “আমিই সেই ব্যক্তি।” কায়াফা বলেন: ‘আমাদের আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। এ তো ঈশ্বরনিন্দা!’ তখন মহাসভার সবাই একমত হয়ে বলে: ‘এই ব্যক্তি মৃত্যুর যোগ্য।’ তারা যিশুকে চড় মারে, তাঁকে থুতু দেয় এবং তাঁর মুখ ঢেকে তাঁকে ঘুসি মারে আর বলে: “তুই যদি ভাববাদী হস, তা হলে বল দেখি, কে তোকে মারল?”

পরে যখন সকাল হয়, তখন তারা যিশুকে মহাসভায় নিয়ে যায় এবং আবার তাঁকে জিজ্ঞেস করে: ‘তুমি কি ঈশ্বরের পুত্র?’ যিশু তাদের বলেন: “তোমরা নিজেরাই তা বললে।” তখন তারা তাঁকে ঈশ্বরনিন্দার দোষে অভিযুক্ত করে আর তাঁকে রোমীয় রাজ্যপাল পন্তীয় পীলাতের প্রাসাদে নিয়ে যায়। এরপর কী হয়? এসো, আমরা তা দেখি।

“এমন সময় . . . উপস্থিত, যখন তোমরা প্রত্যেকে আমাকে একা রেখে নিজ নিজ বাড়িতে পালিয়ে যাবে। তবে, আমি একা নই, কারণ আমার পিতা আমার সঙ্গে আছেন।”—যোহন ১৬:৩২

প্রশ্ন: কায়াফার বাড়ির প্রাঙ্গণে কী হয়েছিল? কোন কারণে মহাসভা যিশুকে মৃত্যুর যোগ্য বলে মনে করেছিল?

মথি ২৬:৩১-৩৫, ৫৭–২৭:২; মার্ক ১৪:২৭-৩১, ৫৩–১৫:১; লূক ২২:৫৫-৭১; যোহন ১৩:৩৬-৩৮; ১৮:১৫-১৮, ২৫-২৮

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার