“আমি এমন কখনও দেখিনি!”
১৯৯৩ সালে ওয়াচ টাওয়ার সোসাইটির আর্জেন্টিনা শাখাকে স্যান্টিয়াগো, চিলিতে চারদিন ব্যাপী “ঐশিক শিক্ষা” জেলা সম্মেলনের জন্য এক হাজার জন প্রতিনিধি পাঠাতে আমন্ত্রণ করা হয়। এই প্রথম আর্জেন্টিনার সাক্ষীদের বিদেশের সম্মেলনে দলগতভাবে আমন্ত্রণ জানানো হয়।aএই ডাকে কেমন সাড়া পাওয়া গিয়েছিল? বিপুল সংখ্যায় প্রায় ৮,৫০০টিরও বেশি আবেদনপত্র জমা পড়ে, যা থেকে ১,০৩৯ জনকে বেছে নেওয়া হয়।
সবশুদ্ধ ১৪টি বাসকে ভাড়া করা হয় বুয়েনস্ দ্বীপ থেকে ১,৪০০ কিলোমিটার দূরবর্তী স্যান্টিয়াগোতে দীর্ঘ যাত্রাপথের জন্য। ২৬ ঘন্টার এই যাত্রাপথকে সুবিন্যস্ত দৃশ্যাবলীর দ্বারা উন্নতমানের করা হয়েছিল। এন্ডিস পর্বত পার হওয়ার পর প্রতিনিধিরা একন্কাগুয়ার কাছাকাছি জায়গা দিয়ে যায়, যা হল পশ্চিম গোলার্ধে ৬,৯৬০ মিটার উচ্চ সর্বোচ্চ শৃঙ্গ। বিশেষ স্মরণীয় ছিল চিলিতে অবতরণ করার সময়ে পাহাড়ের আঁকাবাঁকা দূরারোহ ঢালু সড়ক। বাসচালকেরা সকলের থেকে বেশ কিছুক্ষণের জন্য উদার প্রশংসা পেয়েছিল এই দূরারোহ পথে দক্ষতার সাথে বাসগুলিকে চালনা করার জন্য।
যাইহোক, সবচেয়ে মনোরম দৃশ্য দেখা গিয়েছিল স্বয়ং সম্মেলনে। জাতিগত উত্তেজনা ও সংগ্রামে লিপ্ত এক জগতে ২৪ঢি দেশ হতে আগত ৮০,০০০ জনের একতাবদ্ধ দলকে দেখা সত্যই নতুন প্রেরণা দেয়—সত্য সত্যই আন্তর্জাতিক ভ্রাতৃত্বের এক নিদর্শন! সম্মেলনে যোগদানকারীদের মধ্যে এই একতা বাসচালকেরা জীবনে প্রথম দেখে, আর সেইজন্য তারা যিহোবার সাক্ষীদের সম্পর্কে জানতে আগ্রহী হয়। “আমি এমন কখনও দেখিনি!” তাদের একজন আশ্চর্য হয়ে বলে ওঠে।
[পাদটীকাগুলো]
a ১৯৪৯ থেকে ১৯৮২ পর্যন্ত আর্জেন্টিনার সরকারী নিষেধাজ্ঞা এই রকম পরিকল্পনার রূপায়ণকে অসম্ভব করে তুলেছিল।