ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৭/১৫ পৃষ্ঠা ৪-৬
  • আপনার সন্তানদের জন্য আপনি কিধরনের ভবিষ্যৎ চান?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার সন্তানদের জন্য আপনি কিধরনের ভবিষ্যৎ চান?
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পিতামাতারা যখন প্রকৃতই যত্ন নেন
  • উপযুক্ত কাজ নির্বাচন করার জন্য তাদের সাহায্য করুন
  • কিভাবে আপনি তাদের আবেগগত চাহিদাকে পরিতৃপ্ত করতে পারেন?
  • তাদের আধ্যাত্মিক চাহিদা পূরণ করার পদ্ধতিগুলি
  • সমস্ত সন্তানেরা যখন নিরাপদ হবে
  • বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • আপনার সন্তানকে শিশুকাল থেকেই প্রশিক্ষণ দিন
    পারিবারিক সুখের রহস্য
  • বাবামারা—আপনাদের সন্তানদের প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দিন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবামারা, আপনাদের পরিবারের চাহিদাগুলোর যত্ন নিন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৭/১৫ পৃষ্ঠা ৪-৬

আপনার সন্তানদের জন্য আপনি কিধরনের ভবিষ্যৎ চান?

আপনি কি আপনার সন্তানদের অতি মূল্যবান এক উত্তরাধিকার হিসাবে দেখেন? (গীতসংহিতা ১২৭:৩) অথবা আপনি তাদের প্রতিপালন করাকে এক অর্থনৈতিক বোঝা হিসাবে মনে করেন যেখানে সাফল্যের কোনরকম নিশ্চয়তা নেই? সন্তানেরা নিজেদের ভরণপোষণ করতে সক্ষম না হওয়া পর্যন্ত, আর্থিক মুনাফা আনার পরিবর্তে, তাদের প্রতিপালন করতে কেবল অর্থ ব্যয়ই হয়। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ধনকে বুদ্ধিপূর্বক ব্যবহার করার জন্য যেমন উত্তম পরিকল্পনার প্রয়োজন, সফলতার সঙ্গে পিতামাতার দায়িত্ব পালন করাও তদ্রূপ।

যত্নশীল পিতামাতা তাদের সন্তানদের জীবনে এক উত্তম সূচনা দিতে চান। যদিও এই জগতে অনেক মন্দ ও দুঃখজনক ঘটনাগুলি ঘটে থাকে, তথাপি পিতামাতারা তাদের সন্তানদের সুরক্ষিত করার জন্য অনেক কিছু করতে পারেন। পূর্ববর্তী প্রবন্ধে উল্লেখিত, ওয়ারনার ও ইভার বিষয়টি বিবেচনা করুন।a

পিতামাতারা যখন প্রকৃতই যত্ন নেন

ওয়ারনার জানায় যে উদাসীন হওয়ার পরিবর্তে, তার পিতামাতা বিদ্যালয়ে যা ঘটেছিল সেই বিষয়ে অকৃত্রিম আগ্রহ দেখিয়েছিলেন। “আমাকে যে ব্যবহারিক পরামর্শ তারা দিয়েছিলেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আর আমি অনুভব করেছিলাম যে তারা আমার জন্য যত্ন নিয়েছিলেন ও আমাকে সহায়তা করেছিলেন। পিতামাতা হিসাবে তারা হয়ত একটু বেশি কড়া ছিলেন কিন্তু আমি জানি যে তারাই আমার প্রকৃত বন্ধু।” আর ইভা যখন তার বিদ্যালয়ের কাজের জন্য এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে সে একেবারে হতাশ হয়ে গিয়েছিল আর ঘুমাতে পারত না, তখন তার পিতামাতা ফ্রান্সিসকো ও ইনেজ অনেক সময় নিয়ে তার সাথে কথা বলেছিলেন আর মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য ফিরে পাওয়ার জন্য তাকে সাহায্য করেছিলেন।

ফ্রান্সিসকো ও ইনেজ কিভাবে তাদের সন্তানদের সুরক্ষিত ও প্রাপ্তবয়স্ক জীবনের জন্য প্রস্তুত করেছিলেন? হ্যাঁ, সন্তানেরা যখন শিশু ছিল, তখন থেকে এই প্রেমময় পিতামাতা তাদের প্রতিদিনের কার্যকলাপে সর্বদা সন্তানদের জড়িত করতেন। শুধু তাদের প্রাপ্তবয়স্ক বন্ধুদের সঙ্গে মেলামেশা করার পরিবর্তে, ইনেজ ও ফ্রান্সিসকো যেখানেই যেতেন, সন্তানদের তাদের সঙ্গে নিতেন। প্রেমময় পিতামাতা হিসাবে তারা তাদের ছেলে ও মেয়েকে উপযুক্ত পরিচালনা দিয়েছিলেন। ইনেজ বলেন: “আমরা তাদের ঘরের দেখাশোনা করতে, মিতব্যয়ী হতে ও তাদের নিজেদের পোশাক-পরিচ্ছদের যত্ন নিতে শিখিয়েছিলাম। আর আমরা তাদের প্রত্যেককে একটি বৃত্তি নির্বাচন করতে ও আধ্যাত্মিক আগ্রহের সঙ্গে তাদের দায়িত্বাদির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করেছিলাম।”

আপনার সন্তানদের জানা ও তাদের পিতামাতাসুলভ নির্দেশনা দান করা কতই না গুরুত্বপূর্ণ! আসুন আমরা তিনটি ক্ষেত্র পরীক্ষা করি যেখানে আপনি এটি করতে পারেন: (১) এক উপযুক্ত জাগতিক কাজ নির্বাচন করার জন্য আপনার সন্তানদের সাহায্য করুন; (২) বিদ্যালয় ও কর্মস্থলের আবেগগত চাপের সঙ্গে মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুত করুন; (৩) তাদের আধ্যাত্মিক চাহিদাকে কিভাবে পরিতৃপ্ত করা যায় তা দেখান।

উপযুক্ত কাজ নির্বাচন করার জন্য তাদের সাহায্য করুন

একজন ব্যক্তির জাগতিক কাজ যেহেতু কেবল তার অর্থনৈতিক পরিস্থিতিকেই প্রভাবিত করে না কিন্তু তার অনেকখানি সময়ও নিয়ে থাকে, তাই পিতামাতার দায়িত্ব ভালভাবে পালন করা প্রত্যেক সন্তানের আগ্রহ ও সক্ষমতার মূল্যায়নকে অন্তর্ভুক্ত করে। যেহেতু কোন বিবেকবুদ্ধিসম্পন্ন ব্যক্তি অন্যের বোঝা হতে চাইবেন না, তাই পিতামাতাদের গুরুত্বের সঙ্গে চিন্তা করা উচিত যে কিভাবে তাদের সন্তানকে তার নিজের ও একটি পরিবারের ভরণপোষণ করার জন্য প্রস্তুত করা যায়। এক পরিমিত জীবনযাপনের জন্য কি আপনার ছেলে বা মেয়ের একটি নির্দিষ্ট বৃত্তি শেখা প্রয়োজন? প্রকৃত যত্নশীল এক পিতা বা মাতা হিসাবে, আপনার সন্তানের মধ্যে পরিশ্রমী হয়ে কাজ করার ইচ্ছা, শেখার আগ্রহ ও অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রভৃতি গুণাবলির বিকাশ ঘটাতে সাহায্য করার জন্য সংগতিপূর্ণভাবে চেষ্টা করে চলুন।

নিকোলের কথা বিবেচনা করুন। সে বলে: “পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আমার পিতামাতা আমাকে তাদের সঙ্গে কাজ করতে বলতেন। তারা আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আমি যেন আমার আয়ের কিছু শতাংশ পারিবারিক খরচের জন্য ব্যয় করি আর বাকি অংশ আমার নিজস্ব খরচ ও সঞ্চয়ের জন্য রাখি। এটি আমাকে দায়িত্ব সম্পর্কে এক উচ্চতর বোধ দান করেছিল যা আমার পরবর্তী জীবনে অত্যন্ত ব্যবহারিক প্রমাণিত হয়েছিল।”

ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের নির্দিষ্টভাবে জানায় না যে কিধরনের জাগতিক কাজ একজন ব্যক্তির নির্বাচন করা উচিত। কিন্তু এটি উপকারী নির্দেশনা প্রদান করে। উদাহরণস্বরূপ, প্রেরিত পৌল বলেছিলেন: “যদি কেহ কার্য্য করিতে না চায়, তবে সে আহারও না করুক।” থিষলনীকীয়ের খ্রীষ্টানদের কাছে লেখার সময় তিনি আরও বলেছিলেন: “আমরা শুনিতে পাইতেছি, তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিতরূপে চলিতেছে, কোন কার্য্য না করিয়া অনধিকারচর্চ্চা করিয়া থাকে। এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্ত ভাবে কার্য্য করিয়া আপনাদেরই অন্ন ভোজন করুক।”—২ থিষলনীকীয় ৩:১০-১২.

তবুও একটি চাকরি পাওয়া ও অর্থ উপার্জন করা জীবনের সবকিছু নয়। কারণ যারা খুবই উচ্চাকাঙ্ক্ষী সম্ভবত পরিশেষে তারা অপরিতৃপ্তি বোধ করেন আর একসময় আবিষ্কার করেন যে সমস্ত কিছুই “বায়ুভক্ষণ মাত্র।” (উপদেশক ১:১৪) স্বীকৃতি ও সমৃদ্ধির পিছনে ছোটার জন্য তাদের সন্তানদের উৎসাহিত করার পরিবর্তে, প্রেরিত যোহনের এই অনুপ্রাণিত বাক্যগুলি যে প্রজ্ঞার বিষয়ে বলে তা অনুসন্ধান করতে সাহায্য করলে পিতামাতারা ভাল করবেন: “তোমরা জগৎকে প্রেম করিও না, জগতীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।”—১ যোহন ২:১৫-১৭.

কিভাবে আপনি তাদের আবেগগত চাহিদাকে পরিতৃপ্ত করতে পারেন?

পিতা বা মাতা হিসাবে একজন ক্রীড়াবিদ প্রশিক্ষকের মত হোন না কেন? তিনি তার তত্ত্বাবধানের অধীনস্থ ক্রীড়াবিদদের কেবল দৈহিক সামর্থ্য বৃদ্ধি, যেমন আরও দ্রুত দৌড়ানো বা আরও বেশি উচ্চতা পর্যন্ত লাফ দেওয়ার প্রতিই মনোযোগ কেন্দ্রীভূত করেন না। সম্ভবত তিনি তাদের যে কোন নেতিবাচক মনোভাবকে অতিক্রম করার জন্য সাহায্য করতে প্রচেষ্টা করে থাকেন আর এইভাবে তাদের আবেগগত শক্তিকে পুনরুজ্জীবিত করেন। আপনার ক্ষেত্রে কিভাবে আপনি আপনার সন্তানদের উৎসাহিত করতে, গড়ে তুলতে ও অনুপ্রাণিত করতে পারেন?

১৩ বছর বয়স্ক কিশোর রোজারিওর কথা ভাবুন। দৈহিক পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অস্বস্তি ছাড়াও সে পিতামাতার মধ্যে অনৈক্য ও মনোযোগের অভাবের কারণে আবেগগত চাপ ভোগ করেছিল। তার মত কিশোরদের জন্য কী করা যেতে পারে? আপনার সন্তানদের সমস্ত রকম উদ্বেগ ও মন্দ প্রভাব থেকে রক্ষা করা যদিও অসম্ভব, তবুও পিতা বা মাতা হিসাবে আপনার ভূমিকা পরিপূর্ণ করার ক্ষেত্রে কখনও হাল ছেড়ে দেবেন না। অত্যধিক হস্তক্ষেপকারী হওয়ার পরিবর্তে বোধগম্যতার সঙ্গে আপনার সন্তানদের শাসন করুন, সর্বদা এই বিষয়টি স্মরণে রেখে যে সব সন্তানেরা একরকম নয়। দয়া ও ভালবাসা দেখিয়ে একজন যুবক ব্যক্তিকে নিরাপদ বোধ করানোর জন্য আপনি অনেক কিছু করতে পারেন। এটি তাকে আত্মপ্রত্যয় ও আত্মসম্মানের অভাব নিয়ে বেড়ে ওঠা থেকে সুরক্ষা যোগাবে।

আপনার পিতামাতা আপনার আবেগগত চাহিদা পূরণে কতখানি সফল ছিলেন তা নির্বিশেষে, এক প্রকৃত সাহায্যকারী পিতা বা মাতা হওয়ার জন্য তিনটি বিষয় আপনাকে সহায়তা করতে পারে: (১) আপনার ব্যক্তিগত অসুবিধাগুলির প্রতি খুব বেশি নিবিষ্ট হয়ে পড়াকে এড়িয়ে চলুন যাতে আপনার সন্তানের আপাত ছোট সমস্যাগুলি উপেক্ষিত না হয়; (২) তাদের সঙ্গে প্রতিদিন হাসিখুশি ও অর্থপূর্ণ ভাববিনিময় বজায় রাখতে প্রচেষ্টা করুন; (৩) কিভাবে সমস্যার সমাধান করা যায় ও লোকেদের সঙ্গে ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে এক ইতিবাচক মনোভাব গড়ে তুলুন।

বারগিট তার কিশোরী অবস্থার দিনগুলির দিকে ফিরে তাকিয়ে বলেন: “আমাকে শিখতে হয়েছিল যে লোকেরা যেমন হোক বলে আপনি চান, সেইরকম হওয়ার জন্য আপনি তাদের পরিবর্তন করতে পারবেন না। আমার মা আমাকে যুক্তি দেখাতেন যে আমি যা পছন্দ করি না এমন কিছু যদি অন্যের মধ্যে দেখতে পাই তবে আমি যা করতে পারি তা হল তাদের মত হওয়াকে এড়িয়ে চলা। তিনি আরও বলেন যে নিজেকে পরিবর্তন করার জন্য সর্বোত্তম সময় হল শৈশবাবস্থা।”

তবুও একটি চাকরি ও আবেগগত স্থিরতা ছাড়াও আপনার সন্তানদের আরও বেশি কিছুর প্রয়োজন রয়েছে। নিজেকে জিজ্ঞাসা করুন, ‘পিতামাতার দায়িত্ব পালনকে কি আমি ঈশ্বরদত্ত দায়িত্ব বলে দেখি?’ আপনি যদি তা করেন, তাহলে আপনি আপনার সন্তানের আধ্যাত্মিক চাহিদার প্রতিও মনোনিবেশ করতে চাইবেন।

তাদের আধ্যাত্মিক চাহিদা পূরণ করার পদ্ধতিগুলি

তাঁর পর্বতে দত্ত উপদেশে যীশু খ্রীষ্ট বলেছিলেন: “ধন্য যাহারা আত্মাতে দীনহীন [“আধ্যাত্মিক চাহিদার প্রতি সচেতন,” “NW”], কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।” (মথি ৫:৩) আধ্যাত্মিক চাহিদাকে পরিতৃপ্ত করার সঙ্গে কী জড়িত? যিহোবা ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রদর্শনের ক্ষেত্রে যখন পিতামাতা উত্তম উদাহরণ স্থাপন করেন তখন সন্তানেরা তা থেকে প্রচুরভাবে উপকৃত হয়ে থাকে। প্রেরিত পৌল লিখেছিলেন: “বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়; কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাঁহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা।” (ইব্রীয় ১১:৬) কিন্তু প্রকৃত অর্থপূর্ণ বিশ্বাসের জন্য প্রার্থনা প্রয়োজনীয়। (রোমীয় ১২:১২) যদি আপনি আপনার নিজের আধ্যাত্মিক চাহিদাকে উপলব্ধি করেন, তাহলে আপনি ঐশিক নির্দেশনার জন্য অনুসন্ধান করবেন ঠিক যেমন শিম্‌শোনের পিতা করেছিলেন, যে সন্তানটি ইস্রায়েলের উল্লেখযোগ্য বিচারক হয়েছিলেন। (বিচারকর্ত্তৃগণ ১৩:৮) আপনি কেবল প্রার্থনাই করবেন না কিন্তু সাহায্যের জন্য ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য, বাইবেলের কাছেও যাবেন।—২ তীমথিয় ৩:১৬, ১৭.b

উপকারী নির্দেশনা, আবেগগত সমর্থন এবং আধ্যাত্মিক সাহায্য যোগানোয় অনেক কঠিন পরিশ্রম যুক্ত হলেও, পিতামাতার দায়িত্ব পালন করা পুরস্কারজনক হতে পারে। ব্রাজিলে দুই সন্তানের এক পিতা মন্তব্য করেন: “আমি আমার সন্তানদের অনুপস্থিতির কথা একেবারেই কল্পনা করতে পারি না। আমাদের কাছে উত্তম বিষয়গুলি রয়েছে যেগুলি আমরা তাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। সন্তানেরা কেন এত ভাল করছে তা ব্যাখ্যা করে মা বলেন: “আমরা সবসময় একসঙ্গে থাকি আর আমরা বিষয়গুলিকে প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে চেষ্টা করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমরা সর্বদা সন্তানদের জন্য প্রার্থনা করি।”

যখনই কোন সমস্যা এসেছে তার পিতামাতা তার প্রতি যে প্রেম ও ধৈর্য দেখিয়েছেন সে সম্বন্ধে প্রিসিল্লা স্মরণ করে। “তারা আমার প্রকৃত বন্ধু ছিলেন আর প্রত্যেকটি বিষয়ে তারা আমাকে সাহায্য করেছিলেন,” সে বলে। “সন্তান হিসাবে আমি প্রকৃতই অনুভব করেছিলাম যে আমি ‘সদাপ্রভুদত্ত অধিকার’ রূপে প্রতিপালিতা হয়েছি।” (গীতসংহিতা ১২৭:৩) অন্যান্য অনেক পিতামাতাদের মত, আপনার সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য সুযোগ করে নিন না কেন, যাতে করে আপনি বাইবেল ও খ্রীষ্টীয় প্রকাশনাগুলি একসঙ্গে পড়তে পারেন? এক ইতিবাচক পরিবেশে বাইবেলের বিবরণ ও নীতিগুলিকে বিবেচনা করা আপনার সন্তানদের দৃঢ়প্রত্যয়ী হতে ও ভবিষ্যতের জন্য এক প্রকৃত আশা ধরে রাখতে সাহায্য করবে।

সমস্ত সন্তানেরা যখন নিরাপদ হবে

আজকে যদিও বহু সন্তানদের জন্য ভবিষ্যৎ অনুজ্জ্বল বলে মনে হয়, তথাপি ঈশ্বরের বাক্য নিশ্চয়তা দেয় যে খুব শীঘ্রই পৃথিবী মানবজাতির জন্য এক নিরাপদ গৃহে পরিণত হবে। ঈশ্বরের প্রতিজ্ঞাত নতুন জগতের সেই সময়ের কথা কল্পনা করুন যখন পিতামাতাদের তাদের সন্তানদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই! (২ পিতর ৩:১৩) এই ভবিষ্যদ্বাণীটির মহান পরিপূর্ণতাকে মনশ্চক্ষে দেখার চেষ্টা করুন: “কেন্দুয়াব্যাঘ্র মেষশাবকের সহিত একত্র বাস করিবে; চিতাব্যাঘ্র ছাগবৎসের সহিত শয়ন করিবে; গোবৎস, যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে; এবং ক্ষুদ্র বালক তাহাদিগকে চালাইবে।” (যিশাইয় ১১:৬) এই বাক্যগুলিতে বর্ণিত আধ্যাত্মিক নিরাপত্তা এমনকি আজকেও যারা যিহোবার সেবা করেন তাদের মধ্যে রূপক পরিপূর্ণতা লাভ করছে। তাদের মাঝে আপনি ঈশ্বরের প্রেমময় যত্নের স্পর্শ পাবেন। আপনি যদি ঈশ্বরের প্রতি আপনার প্রেম প্রকাশ করেন আপনি নিশ্চিত হতে পারেন যে একজন পিতা হিসাবে তিনি আপনার অনুভূতিগুলি বুঝবেন এবং সম্ভাব্য উদ্বেগ ও পরীক্ষাগুলি মোকাবিলা করতে আপনাকে সাহায্য করবেন। তাঁর বাক্য অধ্যয়ন করুন ও তাঁর রাজ্যের প্রতি আশা রাখুন।

এক উত্তম উদাহরণ স্থাপন করার দ্বারা অনন্ত জীবনের পথে চলতে আপনার সন্তানদের সাহায্য করুন। যদি আপনি যিহোবা ঈশ্বরের কাছে আশ্রয় নেন, তাহলে আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে যেতে পারে। আপনারও গীতরচকের মত একই প্রত্যয় থাকবে যিনি গেয়েছিলেন: “সদাপ্রভুতে আমোদ কর, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন।”—গীতসংহিতা ৩৭:৪.

[পাদটীকাগুলো]

a এই প্রবন্ধে বিকল্প নামগুলি ব্যবহার করা হয়েছে।

b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত পারিবারিক সুখের রহস্য (ইংরাজি) নামক বইয়ের ৫ থেকে ৭ অধ্যায় দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার