আমাদের কি সাহায্যের জন্য দূতেদের কাছে প্রার্থনা করা উচিত?
দুর্দশার সময়ে দূতেদের কাছে প্রার্থনা করা কি সঠিক? অনেকে সঠিক বলে মনে করে। বস্তুতপক্ষে, নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া বলে: “একজন ব্যক্তি . . . দূতেদের কাছে প্রার্থনা করেন . . . কিন্তু শুধু এই অর্থে যে, তারা হয়তো ঈশ্বরের কাছে আমাদের জন্য মধ্যস্থতা করবে।” আমাদের জন্য মধ্যস্থতা করতে কি দূতেদের কাছে আমাদের প্রার্থনা করা উচিত?
ঈশ্বরের বাক্য ঈশ্বরের বিশ্বস্ত দূতেদের মধ্যে কেবলমাত্র দুজনের নাম উল্লেখ করে, মীখায়েল ও গাব্রিয়েল। (দানিয়েল ৮:১৬; ১২:১; লূক ১:২৬; যিহূদা ৯) যেহেতু এই নামগুলোর উল্লেখ বাইবেলে পাওয়া যায়, তাই আমরা বুঝতে পারি যে, প্রত্যেক দূতই হল একজন অদ্বিতীয় আত্মিক ব্যক্তি যাদের প্রত্যেকের নাম রয়েছে, তারা কেবলমাত্র নৈর্ব্যক্তিক শক্তি নয়। কিন্তু, অন্যান্য দূতেরা তাদের নাম প্রকাশ করতে অস্বীকার করেছিল। উদাহরণস্বরূপ, যাকোব যখন তার কাছে আসা একজন দূতকে তার নাম জিজ্ঞেস করেছিলেন, তখন সেই দূত তা বলতে অস্বীকার করেছিলেন। (আদিপুস্তক ৩২:২৯; বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৩:১৭, ১৮) বাইবেলে দূতেদের নামের কোনো তালিকা দেওয়া হয়নি, ফলে তা মানুষকে তাদের প্রতি অত্যধিক মনোযোগ দেওয়া থেকে বিরত রাখে।
দূতেরা যেসমস্ত দায়িত্ব পালন করে থাকে সেগুলোর মধ্যে রয়েছে, ঈশ্বরের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। বস্তুত, যে-মূল ইব্রীয় ও গ্রিক শব্দগুলোকে “দূত” হিসেবে অনুবাদ করা হয়েছে তার আক্ষরিক অর্থ হচ্ছে, “যে সংবাদ বহন করে।” কিন্তু, দূতেরা মধ্যস্থ হিসেবে কাজ করে না, যারা মানুষের প্রার্থনাগুলো পরাৎপর ঈশ্বরের সম্মুখে পেশ করে। ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন যে, প্রার্থনাগুলো যাতে তাঁর কাছে তাঁর পুত্র যিশু খ্রিস্টের নামে করা হয়, যিনি বলেছিলেন: “তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন।”—যোহন ১৫:১৬; ১ তীমথিয় ২:৫, ৬.
যিহোবা ঈশ্বর কখনও এত ব্যস্ত নন যে, আমরা যদি সঠিকভাবে তাঁর নিকটবর্তী হই, তা হলে তিনি আমাদের কথা শুনবেন না। বাইবেল এই আশ্বাস দেয়: “সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্ত্তী, যাহারা তাঁহাকে ডাকে, যাহারা সত্যে তাঁহাকে ডাকে।”—গীতসংহিতা ১৪৫:১৮.