এখন বিষম সময়
বাইবেলী ভবিষ্যদ্বাণী করেছিল যে, মানবজাতি ‘বিষম সময়ের’ অভিজ্ঞতা লাভ করবে। এটি এই সময়কালকে ‘শেষ কাল’ হিসেবে বর্ণনা করে। (২ তীমথিয় ৩:১-৫; ২ পিতর ৩:৩-৭) যিশু খ্রিস্ট এই একই সময়কাল সম্বন্ধে বলেছিলেন, যখন তিনি ‘যুগান্ত’ সম্বন্ধে তাঁর শিষ্যদের উত্থাপিত একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। (মথি ২৪:৩) আমরা কি এখন শেষকালে বাস করছি? বাইবেল যা ভবিষ্যদ্বাণী করেছিল, সেটার সঙ্গে নীচে উদ্ধৃত সাম্প্রতিক রিপোর্টগুলোর তুলনা করুন ও এরপর নিজেই উপসংহারে আসুন।
বাইবেল যা ভবিষ্যদ্বাণী করেছিল: পৃথিবীব্যাপী সংঘর্ষ—লূক ২১:১০; প্রকাশিত বাক্য ৬:৪.
সাম্প্রতিক রিপোর্টগুলো যা বলে: “বিংশ শতাব্দীতে, যুদ্ধের কারণে মৃত্যুর সংখ্যা, খ্রিস্টের জন্মের সময় থেকে বিংশ শতাব্দীর পূর্ববর্তী সময় পর্যন্ত সব শতাব্দী মিলিয়ে সমস্ত মৃত্যুর চেয়ে তিন গুণ বেশি।”—ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট।
বাইবেল যা ভবিষ্যদ্বাণী করেছিল: খাদ্যের অভাব এবং রোগব্যাধি—লূক ২১:১১; প্রকাশিত বাক্য ৬:৫-৮.
সাম্প্রতিক রিপোর্টগুলো যা বলে: ২০০৪ সালে, সারা পৃথিবীতে প্রায় ৮৬ কোটি ৩০ লক্ষ লোক অপুষ্টিতে ভুগেছিল, যা ২০০৩ সালের চেয়ে ৭০ লক্ষ বেশি।—রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
প্রায় একশো কোটি লোক বস্তিতে বাস করে; ২৬০ কোটি লোকের মৌলিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই; ১১০ কোটি লোক বিশুদ্ধ জল পায় না।—ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট।
ম্যালেরিয়ার কারণে ৫০ কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়; ৪ কোটি লোক এইচআইভি-এইডস রোগ নিয়ে বেঁচে আছে; ২০০৫ সালে, যক্ষ্মা ১৬ লক্ষ লোকের জীবন কেড়ে নিয়েছে।—বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাইবেল যা ভবিষ্যদ্বাণী করেছিল: পৃথিবীকে নাশ করা—প্রকাশিত বাক্য ১১:১৮.
সাম্প্রতিক রিপোর্টগুলো যা বলে: “মানুষের কর্মকাণ্ড গ্রহকে বিরাট সংখ্যক প্রজাতির বিলুপ্তিসাধনের একেবারে প্রান্তে নিয়ে গিয়েছে।” “মানবজাতির প্রতি প্রকৃতি প্রদত্ত সেবাগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ সেবা বিশ্বব্যাপী হ্রাস পাচ্ছে।”—মিলেনিয়াম ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট।
“মানুষের সৃষ্ট গ্রিনহাউস গ্যাস পৃথিবীর জলবায়ুকে সংকটাপন্ন পর্যায়ে নিয়ে এসেছে, যার ফলে গ্রহে বিপদজনক পরিণতি ঘটার সম্ভাবনা রয়েছে।”—নাসা, গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ।
বাইবেল যা ভবিষ্যদ্বাণী করেছিল: পৃথিবীব্যাপী ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত—মথি ২৪:১৪; প্রকাশিত বাক্য ১৪:৬, ৭.
সাম্প্রতিক রিপোর্টগুলো যা বলে: ২০০৭ সালে, সর্বোচ্চ ৬৯,৫৭,৮৫৪ জন যিহোবার সাক্ষি দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩৬টা জায়গায় ১৪০ কোটিরও বেশি ঘন্টা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সুসমাচার প্রচার করেছে।—যিহোবার সাক্ষিদের বর্ষপুস্তক ২০০৮ (ইংরেজি)।
ওপরে যেমন উল্লেখ করা হয়েছে, বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল যে, সমস্ত খারাপ সংবাদের মধ্যেও আশাবাদের কারণ থাকবে। যিশু ঈশ্বরের রাজ্যের “সুসমাচার” সম্বন্ধে বলেছিলেন। ঈশ্বরের রাজ্য কী? কীভাবে তা মানবজাতির আরও ভাল এক ভবিষ্যতের আশার সঙ্গে সম্পর্কযুক্ত? আর কীভাবে ঈশ্বরের রাজ্য আপনাকে প্রভাবিত করবে? (w০৮ ৮/১)
[৫ পৃষ্ঠার ব্লার্ব]
আজকে আমরা জগতে যে-অবস্থা দেখতে পাচ্ছি, সেই সম্বন্ধে বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল