সূচিপত্র
সেপ্টেম্বর ১৫, ২০১০
অধ্যয়ন সংস্করণ
নীচে উল্লেখিত সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ:
অক্টোবর ২৫-৩১, ২০১০
আন্তরিকভাবে যিহোবার আশীর্বাদ অন্বেষণ করুন
পৃষ্ঠা ৭
নভেম্বর ১-৭, ২০১০
পৃষ্ঠা ১২
নভেম্বর ৮-১৪, ২০১০
খ্রিস্টীয় একতা ঈশ্বরকে গৌরবান্বিত করে
পৃষ্ঠা ১৬
নভেম্বর ১৫-২১, ২০১০
“তোমাদের আচার্য্য এক জন, তিনি খ্রীষ্ট”
পৃষ্ঠা ২১
নভেম্বর ২২-২৮, ২০১০
পৃষ্ঠা ২৫
অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য
অধ্যয়ন প্রবন্ধ ১ পৃষ্ঠা ৭-১১
ঈশ্বরের দাসেরা যদি তাঁর ধার্মিক চাহিদাগুলো মেনে চলতে চায়, তাহলে তাদের তাঁর আশীর্বাদ প্রয়োজন। কোন ধরনের প্রচেষ্টা প্রয়োজন? কীভাবে যিহোবার পবিত্র আত্মা আমাদের সামনে আসতে পারে এমন যেকোনো প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করে?
অধ্যয়ন প্রবন্ধ ২, ৩ পৃষ্ঠা ১২-২০
এই প্রবন্ধগুলো আমাদেরকে এটা উপলব্ধি করতে সাহায্য করবে যে, আমাদের ভাইবোনদের সঙ্গে একতাবদ্ধভাবে থাকা কতটা উত্তম ও মনোরম। আমরা দেখব যে, কেন একমাত্র যিহোবাই সমস্ত জাতি থেকে আসা লোকেদের একতাবদ্ধ করতে পারেন। এরপর আমরা দেখব যে, কীভাবে আমরা প্রত্যেকে মণ্ডলীর একতাকে বৃদ্ধি করতে আর এভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি।
অধ্যয়ন প্রবন্ধ ৪, ৫ পৃষ্ঠা ২১-২৯
এই দুটো প্রবন্ধ আমাদের স্বর্গীয় রাজা খ্রিস্ট কীভাবে আমাদেরকে সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা আরও পূর্ণরূপে বুঝতে সাহায্য করবে। বর্তমানে পৃথিবীতে তাঁর শিষ্যদের প্রত্যেকটা মণ্ডলীতে কী ঘটছে, তা তিনি লক্ষ করেন।
এই সংখ্যায় আরও রয়েছে:
“বিস্ময়কর প্রসারের এক সময়ে সেবা করা ৩
বুলগেরিয়াতে বিশেষ অভিযান সফল হয়েছে ৩০