সূচিপত্র
নভেম্বর ১৫, ২০১০
অধ্যয়ন সংস্করণ
নীচে উল্লেখিত সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ:
ডিসেম্বর ২৭, ২০১০–জানুয়ারি ২, ২০১১
অল্পবয়সিরা—ঈশ্বরের বাক্যের দ্বারা পরিচালিত হও
পৃষ্ঠা ৩
জানুয়ারি ৩-৯, ২০১১
অল্পবয়সিরা—সঙ্গীসাথিদের চাপকে প্রতিরোধ করো
পৃষ্ঠা ৭
জানুয়ারি ১০-১৬, ২০১১
অল্পবয়সিরা—তোমরা তোমাদের জীবনকে কীভাবে কাজে লাগাবে?
পৃষ্ঠা ১২
জানুয়ারি ১৭-২৩, ২০১১
পৃষ্ঠা ২৪
জানুয়ারি ২৪-৩০, ২০১১
পৃষ্ঠা ২৮
অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য
অধ্যয়ন প্রবন্ধ ১-৩ পৃষ্ঠা ৩-১৬
এই প্রবন্ধগুলো বিশেষভাবে অল্পবয়সিদের জন্য তৈরি করা হয়েছে। প্রথম প্রবন্ধটি দেখায় যে, কীভাবে অল্পবয়সিরা ঈশ্বরের বাক্য বাইবেলে প্রাপ্ত উপদেশের মাধ্যমে পরিচালিত হতে পারে। দ্বিতীয় প্রবন্ধটি আলোচনা করে যে, কীভাবে তারা সঙ্গীসাথিদের চাপ প্রতিরোধ করতে পারে। আর শেষের প্রবন্ধটি আলোচনা করে যে, অল্পবয়সিরা নিজেদের জন্য কোন বাস্তবসম্মত লক্ষ্যগুলো স্থাপন করতে পারে।
অধ্যয়ন প্রবন্ধ ৪, ৫ পৃষ্ঠা ২৪-৩২
জানুন যে, কীভাবে আপনি যিহোবা ঈশ্বরের সার্বভৌমত্বকে সমর্থন করতে পারেন। বিবেচনা করুন যে, একজন নীতিনিষ্ঠ ব্যক্তি হওয়ার মানে কী। ন্যায়নিষ্ঠ ব্যক্তি ইয়োবের জীবনের বিভিন্ন দিক পুনরালোচনা করুন। এই প্রবন্ধগুলো দেখায় যে, কীভাবে আপনি ইয়োব ও অতীতের অন্যান্য ব্যক্তির মতো আপনার নীতিনিষ্ঠার পথে চলতে এবং আপনার সার্বভৌম প্রভু হিসেবে যিহোবার প্রতি আসক্ত থাকতে পারেন।
এই সংখ্যায় আরও রয়েছে:
যিহোবা দুঃখী ব্যক্তিদের কান্না শোনেন ১৭
‘আসুন আমরা যিহোবার উদ্দেশে উপহার দিই’ ২০
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল ২২
‘তাহার কার্য্য সকল তাহার সঙ্গে চলিয়া গিয়াছে’ ২৩