ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • brwp110501
  • ৩. রোগব্যাধি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ৩. রোগব্যাধি
  • প্রহরীদুর্গ: বাইবেলের ৬ ভবিষ্যদ্‌বাণী, যেগুলো আপনি পরিপূর্ণ হতে দেখছেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রোগব্যাধি এবং মৃত্যুর বিরুদ্ধে সংগ্রাম তাতে কি জয়লাভ করা যাচ্ছে?
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • রোগব্যাধির সঙ্গে লড়াইয়ে সাফল্য এবং ব্যর্থতাগুলো
    ২০০৪ সচেতন থাক!
  • পোকামাকড় বাহিত রোগব্যাধি বৃদ্ধিরত এক সমস্যা
    ২০০৩ সচেতন থাক!
  • বিজ্ঞান কি সমস্ত অসুস্থতাকে দূর করতে পারবে?
    ২০০৭ সচেতন থাক!
আরও দেখুন
প্রহরীদুর্গ: বাইবেলের ৬ ভবিষ্যদ্‌বাণী, যেগুলো আপনি পরিপূর্ণ হতে দেখছেন
brwp110501

৩. রোগব্যাধি

”মহামারি দেখা দেবে।”—লূক ২১:১১.

● বোনজালে একজন স্বাস্থ্য আধিকারিক ছিলেন। তিনি আফ্রিকার এমন একটা দেশে বসবাস করতেন যেখানে গৃহযুদ্ধ চলছিল এবং সেইসঙ্গে সেই এলাকায় মারবুর্গ নামে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেখানে খনিতে যারা কাজ করত, তারা সেই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়। তাই বোনজালে তাদের চিকিৎসা করছিলেন। তিনি শহরের বড়ো বড়ো কতৃপক্ষের কাছ থেকে সাহায্য চান। কিন্তু, কেউই তাকে সেইসময় সাহায্য করেনি। চার মাস পর শহরের সেই কতৃপক্ষরা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। বোনজালে নিজেও সেই ভাইরাসের দ্বারা আক্রান্ত হন এবং মারা যান।

পরিসংখ্যান যা দেখায়: প্রতি বছর নিউমোনিয়া, ডাইরিয়া, এইড্‌স, টিবি এবং ম্যালেরিয়ার কারণে লক্ষ লক্ষ লোক তাদের প্রাণ হারায়। আমরা যদি ২০০৪ সালের পরিসংখ্যান দেখি, তা হলে দেখতে পাব যে, এই পাঁচটা রোগের কারণে প্রায় এক কোটি সাত লক্ষ লোক তাদের প্রাণ হারিয়েছে। যার অর্থ হল, প্রতি তিন সেকেন্ডে একজন ব্যক্তি মারা গিয়েছে।

লোকেরা সাধারণত যা বলে: ‘দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই এটা তো স্বাভাবিক, অনেক বেশি মানুষ অসুস্থ হবে।’

এই কথাটা কি সত্য? এটা ঠিক যে, জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে, কিন্তু চিকিৎসার নতুন নতুন পদ্ধতিও আসছে। তাই, স্বাভাবিকভাবে লোকেরা কম অসুস্থ হওয়ার কথা। কিন্তু, আমরা দেখতে পাচ্ছি, অসুস্থতা দিনের পর দিন বেড়েই চলেছে।

আপনার কী মনে হয়? বাইবেলে যেমন ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল যে, বড়ো বড়ো রোগ দেখা দেবে। আমরা কি তা পরিপূর্ণ হতে দেখছি?

ভূমিকম্প, খাদ্যের অভাব এবং বড়ো বড়ো রোগের কারণে লক্ষ লক্ষ লোকের জীবন বরবাদ হয়ে গিয়েছে। কিন্তু, আরও একটা বড়ো সমস্যা রয়েছে, যেটার কারণে লোকেরা এখনও কষ্ট পাচ্ছে। আর সেটা হল, পরিবারের মধ্যে প্রেমের অভাব। আসলে, যে-ব্যক্তিদের মাঝখানে একজন ব্যক্তি সুরক্ষিত অনুভব করে, সেই ব্যক্তিরাই তার সঙ্গে খারাপ আচরণ করে থাকে। পরবর্তী প্রবন্ধে আমরা দেখব, বাইবেল এই বিষয়ে আমাদের কী জানায়।

[ব্লার্ব]

ডক্টর মাইকেল অস্টারহোম বলেন, ”আপনি যখন কোনো বড়ো রোগের দ্বারা আক্রান্ত হন, তখন সেটা অনেকটা এইরকম যেন কোনো হিংস্র জন্তু আপনাকে আক্রমণ করেছে। কিন্তু এটা দেখাও অনেক কঠিন যে, আপনার চারপাশের লোকেরা বড়ো বড়ো রোগের দ্বারা কষ্ট পাচ্ছে।”

[সৌজন্যে]

© William Daniels/Panos Pictures

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার