সূচিপত্র
জানুয়ারি ১৫, ২০১৪
© ২০১৪ Watch Tower Bible and Tract Society of Pennsylvania.
অধ্যয়ন সংস্করণ
মার্চ ৩-৯, ২০১৪
অনন্তকালীন রাজা যিহোবার উপাসনা করুন
পৃষ্ঠা ৭ • গান সংখ্যা: ২৭, ৪৬
মার্চ ১০-১৬, ২০১৪
রাজ্য শাসনের ১০০ বছর—এটা আপনার ওপর কেমন প্রভাব ফেলে?
পৃষ্ঠা ১২ • গান সংখ্যা: ১৭, ১০
মার্চ ১৭-২৩, ২০১৪
পৃষ্ঠা ১৭ • গান সংখ্যা: ৪১, ১১
মার্চ ২৪-৩০, ২০১৪
দুঃসময় আসার আগে যিহোবাকে সেবা করা
পৃষ্ঠা ২২ • গান সংখ্যা: ৫৪, ১৭
মার্চ ৩১, ২০১৪–এপ্রিল ৬, ২০১৪
“তোমার রাজ্য আইসুক”—কিন্তু কখন?
পৃষ্ঠা ২৭ • গান সংখ্যা: ১৪, ৩০
অধ্যয়ন প্রবন্ধগুলো
▪ অনন্তকালীন রাজা যিহোবার উপাসনা করুন
এই প্রবন্ধ নিশ্চিত করবে যে, যিহোবা সবসময়ই রাজা হিসেবে আছেন ও সেইসঙ্গে প্রকাশ করবে যে, কীভাবে তিনি স্বর্গীয় এবং পার্থিব প্রাণীদের ওপর শাসন করে আসছেন। এ ছাড়া, এটা আমাদেরকে অতীতের সেই ব্যক্তিদের উদাহরণ অনুসরণ করতে উৎসাহিত করবে, যারা অনন্তকালীন রাজা যিহোবার উপাসনা করা বেছে নিয়েছিল।
▪ রাজ্য শাসনের ১০০ বছর —এটা আপনার ওপর কেমন প্রভাব ফেলে?
এই প্রবন্ধ মশীহ রাজ্য প্রথম ১০০ বছরে যা-কিছু সম্পাদন করেছে, সেগুলোর প্রতি আমাদের উপলব্ধি গভীর করবে। এ ছাড়া, এটা আমাদের প্রত্যেককে রাজ্যের একজন অনুগত প্রজা হওয়ার জন্য উৎসাহিত করবে এবং ২০১৪ সালের বার্ষিক শাস্ত্রপদের পূর্ণ অর্থ নিয়ে ধ্যান করার জন্য উদ্দীপিত করবে।
▪ যৌবনকালে বিজ্ঞ বাছাই করা
▪ দুঃসময় আসার আগে যিহোবাকে সেবা করা
এখন আমি কী করব? যারা যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করেছে, তাদের প্রত্যেকের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রবন্ধে, আমরা এমন কিছু নীতি নিয়ে আলোচনা করব, যেগুলো অল্পবয়সি খ্রিস্টানদের ঈশ্বরকে পূর্ণরূপে সেবা করার জন্য পরিচালনা দিতে পারে। এ ছাড়া, এখানে বয়স্ক খ্রিস্টানদের তাদের পরিচর্যাকে বৃদ্ধি করার যে-সুযোগগুলো রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করা হবে।
▪ “তোমার রাজ্য আইসুক”—কিন্তু কখন?
বর্তমানে, অনেক লোক জগৎ পরিস্থিতির অথবা তাদের নিজেদের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকার মাধ্যমে বিক্ষিপ্ত হচ্ছে। এই প্রবন্ধ এমন তিনটে প্রমাণ বিবেচনা করে, যেগুলো খ্রিস্টানদের এই বিষয়ে নিশ্চিত থাকতে সাহায্য করে যে, ঈশ্বরের রাজ্য খুব শীঘ্র এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ নিয়ে আসবে।
এই সংখ্যায় আরও রয়েছে
৩ তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিল—পশ্চিম আফ্রিকায়
প্রচ্ছদ: লেভিফ শহরে বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে সাক্ষ্য দেওয়া হচ্ছে
ইউক্রেন
জনসংখ্যা
৪,৫৫,৬১,০০০
প্রকাশক
১,৫০,৮৮৭
হাঙ্গারীয়, রোমানীয়, রাশিয়া, রাশিয়ার সাংকেতিক ভাষা এবং ইউক্রেনীয়-সহ ১৫টা ভাষায় ১,৭৩৭টা মণ্ডলী এবং ৩৭৩টা দল রয়েছে