ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp16 নং ৩ পৃষ্ঠা ৮
  • মৃত ব্যক্তিরা আবার জীবিত হবে!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মৃত ব্যক্তিরা আবার জীবিত হবে!
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “তোমরা সদাপ্রভুর উপর আশা রাখ”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • যখন বৃদ্ধরা যৌবন ফিরে পাবে
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইয়োব বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইয়োবের পুরস্কার—আশার এক উৎস
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
wp16 নং ৩ পৃষ্ঠা ৮

প্রচ্ছদ বিষয় | প্রিয়জনের মৃত্যু

মৃত ব্যক্তিরা আবার জীবিত হবে!

আপনাদের হয়তো গীতার কথা মনে আছে, যার ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি। তিনি ভেবেছিলেন, তিনি কখনো তার স্বামী রবির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারবেন না। তবে, তিনি তার স্বামীকে পরমদেশে আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। গীতা বলেন, “আমার প্রিয় শাস্ত্রপদ হল, প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ।” এই পদ জানায়, “ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, . . . আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”

গীতা আরও বলেন: “এই প্রতিজ্ঞা আমার সব প্রশ্নের উত্তর দেয়। আমার সেই লোকেদের জন্য খুবই মায়া হয়, যারা মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়েছে কিন্তু এই প্রতিজ্ঞা সম্বন্ধে জানে না যে, তাদের সেই প্রিয়জন আবার জীবিত হবে।” গীতার বিশ্বাস তার কাজের মাধ্যমে প্রকাশ পায়। তিনি পূর্ণসময় প্রচার কাজ করেন এবং তার প্রতিবেশীদের কাছে এমন এক অপূর্ব ভবিষ্যতের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে জানান, যখন “মৃত্যু আর হইবে না।”

ইয়োবের সারা শরীর ফোঁড়ায় ভরতি

ইয়োব এই বিষয়ে নিশ্চিত ছিলেন, তিনি আবার জীবিত হবেন

আপনি হয়তো বলবেন, ‘এটা অসম্ভব!’ কিন্তু ইয়োবের কথা বিবেচনা করে দেখুন। তিনি খুবই অসুস্থ ছিলেন। (ইয়োব ২:৭) যদিও ইয়োব নিজের মৃত্যুকামনা করেছিলেন, কিন্তু তখনও ঈশ্বরের শক্তির উপর তার বিশ্বাস ছিল। তিনি জানতেন ঈশ্বর মৃত ব্যক্তিদের আবার এই পৃথিবীতে জীবিত করবেন। তাই, তিনি আস্থার সঙ্গে বলেছিলেন: “হায়, তুমি আমাকে পাতালে লুকাইয়া রাখিও . . . পরে তুমি আহ্বান করিবে, ও আমি উত্তর দিব। তুমি আপন হস্তকৃতের প্রতি মমতা করিবে।” (ইয়োব ১৪:১৩, ১৫) ইয়োব এই বিষয়ে নিশ্চিত ছিলেন, ঈশ্বর তাকে পুনরায় জীবিত অবস্থায় দেখতে চাইবেন আর তাই তাকে জীবনে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করে থাকবেন।

শীঘ্র ঈশ্বর ঠিক তা-ই করবেন অর্থাৎ ইয়োব ও অগণিত ব্যক্তিকে জীবনে ফিরিয়ে আনবেন। এটা সেইসময় ঘটবে, যখন এই পৃথিবী পরমদেশে পরিণত হবে। (লূক ২৩:৪২, ৪৩) প্রেরিত ২৪:১৫ পদে বাইবেল আমাদের জানায়, “পুনরুত্থান হইবে।” যিশু আমাদেরকে এই আশ্বাস দিয়েছিলেন, “ইহাতে আশ্চর্য্য মনে করিও না; কেননা এমন সময় আসিতেছে, যখন কবরস্থ সকলে তাঁহার রব শুনিবে এবং . . . বাহির হইয়া আসিবে।” (যোহন ৫:২৮, ২৯) ইয়োব এই প্রতিজ্ঞার পরিপূর্ণতা দেখবেন। ভবিষ্যতে তার “যৌবনকাল” ফিরে পাওয়ার আশা রয়েছে এবং তার দেহ চিরকালের জন্য “বালকের অপেক্ষাও সতেজ” থাকবে। (ইয়োব ৩৩:২৪, ২৫) এই সমস্ত কিছু সেই ব্যক্তিদের প্রতিও ঘটবে, যারা পার্থিব পুনরুত্থানের বিষয়ে করা ঈশ্বরের সদয় ব্যবস্থার প্রতি উপলব্ধি সহকারে সাড়া দেবে।

আপনি যদি মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়ে থাকেন, তা হলে এই প্রবন্ধে যে-বিষয়বস্তু আলোচনা করা হল, তা হয়তো আপনার শোকের বোঝা পুরোপুরি হালকা করতে পারবে না। কিন্তু, বাইবেলে প্রাপ্ত ঈশ্বরের প্রতিজ্ঞা নিয়ে গভীরভাবে চিন্তা করলে আপনি জীবনের পথে এগিয়ে চলার জন্য প্রকৃত আশা খুঁজে পেতে পারেন এবং প্রয়োজনীয় শক্তি লাভ করতে পারেন।—১ থিষলনীকীয় ৪:১৩.

কীভাবে শোক কাটিয়ে ওঠা যায়, এই বিষয়ে আপনি কি আরও জানতে চান? কিংবা আপনার মনে কি এই ধরনের প্রশ্ন ওঠে, যেমন “কেন ঈশ্বর মন্দতা ও দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?” বাইবেল কীভাবে এই প্রশ্নগুলোর সান্ত্বনাদায়ক ও ব্যাবহারিক উত্তর দেয়, তা জানার জন্য দয়া করে আমাদের ওয়েবসাইট jw.org দেখুন। ▪ (w16-E No. 3)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার