প্রচ্ছদবিষয় | বাইবেল যেভাবে টিকে রয়েছে
বাইবেল যে-কারণে আজ পর্যন্ত টিকে রয়েছে
বাইবেল রক্ষা পেয়েছে বলেই আমরা আজ এটি পড়তে পারছি। আর আপনি যদি বাইবেলের একটা ভালো অনুবাদ পড়েন, তাহলে এই বিষয়ে নিশ্চিত থাকতে পারবেন যে, আপনি মূল বাইবেলের কথাগুলোই পড়ছেন।a যদিও বাইবেলের ক্ষয় হওয়ার ঝুঁকি ছিল, এটির উপর বিভিন্ন বিরোধিতা এসেছিল, এমনকী ইচ্ছাকৃতভাবে এটির বার্তা পরিবর্তন করার প্রচেষ্টা করা হয়েছিল, তা সত্বেও কেন বাইবেল আজ পর্যন্ত টিকে রয়েছে? আপনার কী মনে হয়? এই বইয়ে অসাধারণ এমন কী রয়েছে?
“এখন আমি নিশ্চিত যে, বাইবেল হল ঈশ্বরের কাছ থেকে এক উপহার”
যারা বাইবেল নিয়ে অধ্যয়ন করেন, তাদের মধ্যে অনেকেই প্রেরিত পৌলের এই কথার সঙ্গে একমত: “শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত।” (২ তীমথিয় ৩:১৬) তারা বিশ্বাস করেন, বাইবেলের টিকে থাকার পিছনে কারণ হল, এটি ঈশ্বরের বাক্য আর তিনিই এটি আজ পর্যন্ত রক্ষা করেছেন। ফাইজাল, যার সম্বন্ধে এই পত্রিকার শুরুর প্রবন্ধে বলা হয়েছিল, তিনি পরে নিজেই এই বিষয়টা খুঁজে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি বাইবেলে বিশ্বাস করবেন কি না। তিনি এটা জেনে অবাক হয়ে গিয়েছিলেন যে, চার্চে দেওয়া প্রচলিত অনেক শিক্ষাই বাইবেলের সাথে মিলে না। এ ছাড়া, পৃথিবীর জন্য ঈশ্বর কী করবেন, সেই সম্বন্ধে বাইবেল থেকে জানতে পেরে তিনি অনেক খুশি হন।
তিনি বলেন, “এখন আমি নিশ্চিত যে, বাইবেল হল ঈশ্বরের কাছ থেকে এক উপহার। ঈশ্বর যদি নিখিলবিশ্ব সৃষ্টি করতে পারেন, তাহলে আমাদের একটা বই দেওয়ার এবং তা রক্ষা করার ক্ষমতা কি তাঁর নেই? যদি কেউ বলে, ঈশ্বর বাইবেল রক্ষা করতে পারেননি, তাহলে এর অর্থ হবে যে, ঈশ্বরের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা সীমিত—তা বলার আমি কে?”—যিশাইয় ৪০:৮
a মে ১, ২০০৮ সংখ্যার প্রহরীদুর্গ থেকে “যেভাবে আপনি বাইবেলের একটা ভালো অনুবাদ বাছাই করতে পারেন” (ইংরেজি) নামের প্রবন্ধটি দেখুন।