ভূমিকা
আপনি কী মনে করেন?
আমাদের আধুনিক যুগে, বাইবেল কি সেকেলে একটি বই? না কি এটির এখনও মূল্য রয়েছে? বাইবেল নিজেই এই প্রশ্নের উত্তর দেয়, “প্রত্যেক শাস্ত্র-লিপি ঈশ্বর-নিশ্বসিত,” এবং “উপকারী।” —২ তীমথিয় ৩:১৬, ১৭, পাদটীকা।
প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যায় বাইবেলের ব্যাবহারিক প্রজ্ঞার বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়েছে এবং কীভাবে বাইবেল পড়া থেকে উপকার লাভ করা যায়, সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।