ভূমিকা
জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় আপনি কি চিন্তিত? আপনাকে কি পরিবারের ভরণ-পোষণ জোগানোর জন্য ঘণ্টার-পর-ঘণ্টা কাজ করতে হয়? এর জন্য আপনি কি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান না? যদি তা-ই হয়, তা হলে সজাগ হোন! পত্রিকার এই সংখ্যা আপনাকে সাহায্য করতে পারে। এখানে যে ব্যাবহারিক পরামর্শগুলো দেওয়া হয়েছে, সেগুলো মেনে চললে আপনি আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন আর কিছুটা হলেও নিজের দুশ্চিন্তা কমাতে পারবেন। এই পত্রিকার শেষের প্রবন্ধে আলোচনা করা হয়েছে, খুব তাড়াতাড়ি একটা ভালো পরিস্থিতি আসতে চলেছে আর সেই সম্বন্ধে জানা এখনই আপনাকে সান্ত্বনা জোগাতে পারে।