ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g22 নং ১ পৃষ্ঠা ১৩-১৫
  • ৪ | আপনার ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ৪ | আপনার ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখুন
  • ২০২২ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন এটা গুরুত্বপূর্ণ?
  • আপনি কি জানেন?
  • আপনি এখনই কী করতে পারেন?
  • বাইবেলে অপূর্ব ভবিষ্যতের এক প্রত্যাশা রয়েছে
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখতে শুরু করুন
  • ২০২৪ সালে নতুন এক আশার খোঁজ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
    অন্যান্য বিষয়
  • কারণ পরিস্থিতির পরিবর্তন হয়
    ২০১৪ সচেতন থাক!
আরও দেখুন
২০২২ সজাগ হোন!
g22 নং ১ পৃষ্ঠা ১৩-১৫
ফুলদানির পাশে একটি বাইবেল খোলা অবস্থায় রয়েছে।

অশান্ত এবং কষ্টে ভরা এই জগৎ

৪ | আপনার ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখুন

কেন এটা গুরুত্বপূর্ণ?

অশান্ত এবং কষ্টে ভরা এই জগতে দুশ্চিন্তার কারণে লোকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। অনেকে মনে করে, তাদের পরিস্থিতি ভালো হওয়ার আর কোনো আশা নেই। এমন অবস্থায় তারা কী করে?

  • অনেকে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই চায় না।

  • অন্যেরা মদ খেয়ে অথবা ড্রাগস নিয়ে তাদের দুশ্চিন্তার কথা ভুলে থাকতে চায়।

  • কেউ কেউ মনে করে, ‘বেঁচে থেকে আর কোনো লাভ নেই!’ তাই, তারা এমনকী নিজেদের জীবন শেষ করে দিতে চায়।

আপনি কি জানেন?

  • কোনো সমস্যাই চিরদিন থাকে না। আর একদিন না একদিন পরিস্থিতি ভালো হতে পারে।

  • পরিস্থিতি যদি ভালো না-ও হয়, তখনও সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য আপনি কিছু-না-কিছু করতে পারেন।

  • মানবজাতির সমস্ত সমস্যার একটা স্থায়ী সমাধান রয়েছে বলে বাইবেল প্রতিজ্ঞা করে।

আপনি এখনই কী করতে পারেন?

বাইবেল বলে: “তাই, কখনো আগামীকালের বিষয়ে উদ্‌বিগ্ন হোয়ো না, কারণ আগামীকালের জন্য আগামীকালের উদ্‌বিগ্নতা রয়েছে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।”—মথি ৬:৩৪.

আগামীকাল কী হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। তা করলে আপনার আজকের স্বাভাবিক কাজকর্মের উপর প্রভাব পড়তে পারে।

আপনি যদি খারাপ কিছু হতে পারে বলে ভাবতেই থাকেন, তা হলে সেটা শুধু আপনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে। আর ভবিষ্যতে যে ভালো কিছুও হতে পারে, তা আপনি আর ভাবতে পারবেন না।

সুরক্ষিত থাকুন—কাজে লাগানোর মতো কিছু টিপস

ভালো বিষয়গুলোর উপর মনোযোগ দিন

এক মহিলা জানালার বাইরে তাকিয়ে রয়েছেন আর তার চোখে-মুখে সন্তুষ্টির ভাব রয়েছে।

বাইবেল বলে: “দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা, কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন ভোজের দিন।” (হিতোপদেশ ১৫:১৫, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) আমরা যদি শুধুমাত্র সমস্যা নিয়ে চিন্তা করতে থাকি, তা হলে আমাদের চোখের সামনে যে-সমাধানগুলো রয়েছে, সেগুলো হয়তো আমরা খেয়াল না-ও করতে পারি। কিন্তু এর পরিবর্তে, আমরা যদি ভালো বিষয়গুলোর উপর মনোযোগ দিই, তা হলে একাধিক উপায়ে সেই সমস্যাটার সমাধান করতে পারব।

  • চেষ্টা করুন যেন খবরের পিছনে অতিরিক্ত সময় ও মনোযোগ না দিয়ে ফেলেন।

  • প্রতিটা দিনের শেষে দু-তিনটে বিষয় নিয়ে চিন্তা করুন, যেগুলোর কারণে আপনি খুশি হয়েছেন।

  • আপনি এক দিনে যা যা করতে চান, সেগুলোর একটা লিস্ট তৈরি করুন। জটিল কাজগুলো এক বারে করার পরিবর্তে একটু একটু করে করার চেষ্টা করুন। তা হলে, আপনি সেই দিনেই কাজগুলো ভালোভাবে শেষ করতে পারবেন।

সাহায্য নিন

এক বয়স্ক লোক এক কমবয়সি লোককে আশ্বাস দিয়ে তার সঙ্গে কথা বলছেন।

বাইবেল বলে: “যে পৃথক্‌ হয় সে . . . সমস্ত বুদ্ধিকৌশলের বিরুদ্ধে উচ্চণ্ড হয় [“উঠে দাড়ায়,” NW]।” (হিতোপদেশ ১৮:১) ধরুন, কেউ একটা গভীর গর্তে পড়ে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য তার নিশ্চয়ই কারো সাহায্যের প্রয়োজন হবে। একইভাবে, আপনি যে-সমস্যার মধ্যে রয়েছেন, সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকেও কারো কাছ থেকে সাহায্য নিতে হতে পারে।

  • পরিবার কিংবা বন্ধুবান্ধবের কাছ থেকে সাহায্য নিন।

  • আপনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন, সেটা নিয়েও ভাবুন। এরপর, আপনি যখন তাদের সাহায্য করবেন, তখন আপনার সমস্যাটা অতটা বড়ো বলে মনে হবে না।

  • আপনার যদি মনে হয়, পরিস্থিতি ভালো হওয়ার আর কোনো আশা নেই এবং বেঁচে থেকেও আর কোনো লাভ নেই, তা হলে? এই ধরনের চিন্তা গুরুতর অসুস্থতার কারণে আসতে পারে, যেমন ডিপ্রেশন। তখন আপনি ভালো কোনো জায়গা থেকে চিকিৎসা নেওয়ার কথা ভাবতে পারেন। অনেকে দেখেছে যে, এমন অবস্থায় চিকিৎসা নেওয়া তাদের জন্য ভালো হয়েছে।a

a সজাগ হোন! পত্রিকা কোনো নির্দিষ্ট ধরনের চিকিৎসার বিষয়ে সুপারিশ করে না।

বাইবেলে অপূর্ব ভবিষ্যতের এক প্রত্যাশা রয়েছে

একজন গীতরচক ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় বলেছিলেন, “তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক।” (গীতসংহিতা ১১৯:১০৫) লক্ষ করুন, এখানে ঈশ্বরের বাক্য বাইবেলকে কীভাবে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে:

অন্ধকার রাতে ঠিক যেমন একটা প্রদীপ আপনাকে পথ দেখতে সাহায্য করে, তেমনই কঠিন পরিস্থিতিতে বাইবেল আপনাকে ভালো পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।

আবার এমন একটা আলোর কথা চিন্তা করুন, যেটা আপনাকে দূর পর্যন্ত দেখতে সাহায্য করে। একইভাবে, ভবিষ্যতের জন্য যে একটা আশা রয়েছে, বাইবেল তা আপনাকে জানতে সাহায্য করে।

বাইবেল হল এক পবিত্র বই। এটি শুধুমাত্র মানবজাতির ইতিহাস সম্বন্ধেই জানায় না বরং এটি ভবিষ্যতের জন্য এক অপূর্ব প্রত্যাশাও জোগায়। আর এটি এই প্রশ্নগুলোর উত্তর দেয়:

কীভাবে?

কীভাবে দুঃখকষ্ট শুরু হয়েছিল? বাইবেল বলে, “যেমন এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, কারণ তারা সকলেই পাপ করেছে।”—রোমীয় ৫:১২.

কেন?

কেন মানুষ সমস্ত সমস্যা সমাধান করতে পারে না? বাইবেল বলে, “মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না।” (যিরমিয় ১০:২৩) জগতে যা-কিছু ঘটছে, সেগুলো প্রমাণ দেয় যে, বাইবেলের এই কথাগুলো সত্য।

কী?

খুব শীঘ্রই ঈশ্বর কী করবেন? বাইবেল বলে, “তিনি তাদের চোখের সমস্ত জল মুছে দেবেন এবং মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না। আগের বিষয়গুলো শেষ হয়ে গিয়েছে।”—প্রকাশিত বাক্য ২১:৪.

“কেন বাইবেল অধ্যয়ন করবেন?—পূর্ণদৈর্ঘ্য” শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। এক মহিলা বাইবেলে যা পড়েছেন, তা তার স্বামীকে দেখাচ্ছেন।

আরও জানুন। কেন বাইবেল অধ্যয়ন করবেন?—পূর্ণদৈর্ঘ্য শিরোনামের ভিডিওটা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার