অশান্ত এবং কষ্টে ভরা এই জগৎ
৪ | আপনার ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখুন
কেন এটা গুরুত্বপূর্ণ?
অশান্ত এবং কষ্টে ভরা এই জগতে দুশ্চিন্তার কারণে লোকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। অনেকে মনে করে, তাদের পরিস্থিতি ভালো হওয়ার আর কোনো আশা নেই। এমন অবস্থায় তারা কী করে?
অনেকে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই চায় না।
অন্যেরা মদ খেয়ে অথবা ড্রাগস নিয়ে তাদের দুশ্চিন্তার কথা ভুলে থাকতে চায়।
কেউ কেউ মনে করে, ‘বেঁচে থেকে আর কোনো লাভ নেই!’ তাই, তারা এমনকী নিজেদের জীবন শেষ করে দিতে চায়।
আপনি কি জানেন?
কোনো সমস্যাই চিরদিন থাকে না। আর একদিন না একদিন পরিস্থিতি ভালো হতে পারে।
পরিস্থিতি যদি ভালো না-ও হয়, তখনও সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য আপনি কিছু-না-কিছু করতে পারেন।
মানবজাতির সমস্ত সমস্যার একটা স্থায়ী সমাধান রয়েছে বলে বাইবেল প্রতিজ্ঞা করে।
আপনি এখনই কী করতে পারেন?
বাইবেল বলে: “তাই, কখনো আগামীকালের বিষয়ে উদ্বিগ্ন হোয়ো না, কারণ আগামীকালের জন্য আগামীকালের উদ্বিগ্নতা রয়েছে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।”—মথি ৬:৩৪.
আগামীকাল কী হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। তা করলে আপনার আজকের স্বাভাবিক কাজকর্মের উপর প্রভাব পড়তে পারে।
আপনি যদি খারাপ কিছু হতে পারে বলে ভাবতেই থাকেন, তা হলে সেটা শুধু আপনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে। আর ভবিষ্যতে যে ভালো কিছুও হতে পারে, তা আপনি আর ভাবতে পারবেন না।
বাইবেলে অপূর্ব ভবিষ্যতের এক প্রত্যাশা রয়েছে
একজন গীতরচক ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় বলেছিলেন, “তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক।” (গীতসংহিতা ১১৯:১০৫) লক্ষ করুন, এখানে ঈশ্বরের বাক্য বাইবেলকে কীভাবে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে:
অন্ধকার রাতে ঠিক যেমন একটা প্রদীপ আপনাকে পথ দেখতে সাহায্য করে, তেমনই কঠিন পরিস্থিতিতে বাইবেল আপনাকে ভালো পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।
আবার এমন একটা আলোর কথা চিন্তা করুন, যেটা আপনাকে দূর পর্যন্ত দেখতে সাহায্য করে। একইভাবে, ভবিষ্যতের জন্য যে একটা আশা রয়েছে, বাইবেল তা আপনাকে জানতে সাহায্য করে।