ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g ৭/১৪ পৃষ্ঠা ৭
  • কারণ পরিস্থিতির পরিবর্তন হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কারণ পরিস্থিতির পরিবর্তন হয়
  • ২০১৪ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ৪ | আপনার ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখুন
    ২০২২ সজাগ হোন!
  • আমি আর বাঁচতে চাই না—আমার যখন আত্মহত্যা করতে ইচ্ছা করে, সেইসময়ে বাইবেল কি আমাকে সাহায্য করতে পারে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • যেভাবে পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করা যায়
    ২০১৬ সজাগ হোন!
  • উদ্‌বিগ্নতা—“সর্ব্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি”
    যিহোবার কাছে ফিরে আসুন
আরও দেখুন
২০১৪ সচেতন থাক!
g ৭/১৪ পৃষ্ঠা ৭

প্রচ্ছদ বিষয় | আপনি কেন বেঁচে থাকবেন?

১ কারণ পরিস্থিতির পরিবর্তন হয়

“আমরা সর্ব্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সঙ্কটাপন্ন হই না; হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না।”—২ করিন্থীয় ৪:৮, ৯.

এমনটা বলা হয় যে, আত্মহত্যা হল “ক্ষণস্থায়ী সমস্যার এক চিরস্থায়ী সমাধান।” কিন্তু আপনার পক্ষে আজকের যে-যন্ত্রণাদায়ক পরিস্থিতিটা মেনে নেওয়া কঠিন, যেটাকে হয়তো আপনার নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হচ্ছে, কাল তা পালটে যেতে পারে। আসলে, অপ্রত্যাশিতভাবে আপনার পরিস্থিতির উন্নতি হতে পারে।—“তাদের পরিস্থিতি পরিবর্তিত হয়েছিল” শিরোনামের বাক্সটা দেখুন।

যদি তা না-ও হয়, তবুও দিনের সমস্যা দিনেই মিটিয়ে ফেলার চেষ্টা করা ভালো। যিশু বলেছিলেন, “কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।”—মথি ৬:৩৪.

কিন্তু কী হবে, যদি আপনার পরিস্থিতির পরিবর্তন না হয়? উদাহরণ স্বরূপ, ধরুন আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন অথবা বিবাহবিচ্ছেদের কারণে কিংবা কোনো প্রিয়জনের মৃত্যুতে আপনি খুবই হতাশ হয়ে পড়েছেন।

এমনকী এই ধরনের পরিস্থিতিগুলোতেও আপনি কিছু পরিবর্তন করতে পারেন, আর সেটা হল: সেই পরিস্থিতি সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি। আপনি যে-বিষয়গুলো পরিবর্তন করতে পারছেন না, সেগুলো মেনে নিতে শেখা আপনাকে সেই বিষয়গুলোকে আরও ইতিবাচকভাবে দেখতে সাহায্য করবে। (হিতোপদেশ ১৫:১৫) নিজেকে শেষ করলেই সমাধান আসবে, এইরকমটা চিন্তা না করে বরং সেই পরিস্থিতিতে কীভাবে ধৈর্য ধরতে হয়, তার উপায়ও হয়তো আপনি বের করতে পারবেন। এর ফলাফল কী হতে পারে? যে-পরিস্থিতিটা হয়তো আপনার নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হয়েছিল, তা কিছুটা হলেও আপনার নিয়ন্ত্রণে আসতে পারে।—ইয়োব ২:১০.

মনে রাখুন: আপনি এক লাফে একটা উঁচু পর্বত পার হতে পারবেন না; কিন্তু তা করার জন্য আপনাকে হয়তো এক এক করে পা বাড়াতে হবে। একইরকমভাবে আপনি যখন কোনো পর্বততুল্য সমস্যার মুখোমুখি হন, তখনও এই একই নীতি প্রয়োগ করতে পারেন।

এখন আপনি যা করতে পারেন: আপনার পরিস্থিতি সম্বন্ধে কোনো বন্ধু অথবা কোনো আত্মীয়ের সঙ্গে কথা বলুন। সেই ব্যক্তি হয়তো আপনাকে আরও ভালোভাবে আপনার পরিস্থিতি বিবেচনা করার জন্য সাহায্য করতে পারেন।—হিতোপদেশ ১১:১৪.

তাদের পরিস্থিতি পরিবর্তিত হয়েছিল

বাইবেলে এমন চার জন বিশ্বস্ত ব্যক্তি সম্বন্ধে উল্লেখ রয়েছে, যারা এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে, তারা আর বেঁচে থাকতে চাননি।

  • রিবিকা: “যদি এরূপ হয়, তবে আমি কেন বাঁচিয়া আছি?”—আদিপুস্তক ২৫:২২.

  • মোশি: “বিনয় করি . . . আমাকে একবারে বধ কর; আমি যেন আমার দুর্গতি না দেখি।”—গণনাপুস্তক ১১:১৫.

  • এলিয়: “আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি।”—১ রাজাবলি ১৯:৪.

  • ইয়োব: “উদর হইতে পড়িবামাত্র কেন প্রাণত্যাগ করি নাই?”—ইয়োব ৩:১১.

আপনি যদি বাইবেল থেকে এই ব্যক্তিদের বিবরণ পড়েন, তাহলে দেখতে পাবেন যে তাদের পরিস্থিতি পরিবর্তিত হয়েছিল, আর তা এমন উপায়গুলোতে যা তারা আগে থেকে বুঝতেও পারেনি। আপনার ক্ষেত্রেও তা সত্যি হতে পারে। (উপদেশক ১১:৬) আর তাই হাল ছেড়ে দেবেন না!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার