ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp18 নং ৩ পৃষ্ঠা ১৩
  • ঈশ্বর শীঘ্রই সমস্ত দুঃখকষ্ট দূর করবেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর শীঘ্রই সমস্ত দুঃখকষ্ট দূর করবেন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বর কখন পদক্ষেপ নেবেন?
  • যিহোবার উপর আস্থা রাখুন এবং বেঁচে থাকুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • দুষ্টেরা আর কতদিন থাকবে?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের ত্রাণেশ্বরে উল্লাসিত
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল কী বলে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
wp18 নং ৩ পৃষ্ঠা ১৩
সূর্যাস্ত

ঈশ্বর শীঘ্রই সমস্ত দুঃখকষ্ট দূর করবেন

“হে সদাপ্রভু, কত কাল আমি আর্ত্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্ম্যের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না।” (হবক্‌কূক ১:২, ৩) হবক্‌কূক এই কথাগুলো বলেছিলেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন। তার এই অভিযোগ কি দেখায়, তার মধ্যে বিশ্বাসের অভাব ছিল? কখনোই না। ঈশ্বর হবক্‌কূককে এই বিষয়ে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি নিরূপিত সময়ে দুঃখকষ্ট দূর করবেন।—হবক্‌কূক ২:২, ৩.

যখন আপনি কিংবা আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি কষ্ট ভোগ করেন, তখন আপনি হয়তো খুব সহজেই এই সিদ্ধান্তে আসেন যে, ঈশ্বর পদক্ষেপ নিতে দেরি করছেন আর এখনই তাঁর কিছু করা উচিত। তা সত্ত্বেও, বাইবেল আমাদের আশ্বাস দেয়: “প্রভু [যিহোবা] নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন—যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে—কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।”—২ পিতর ৩:৯.

ঈশ্বর কখন পদক্ষেপ নেবেন?

ঈশ্বর শীঘ্রই পদক্ষেপ নেবেন! যিশু বলেছিলেন, এক নির্দিষ্ট বংশ বা প্রজন্ম এমন ঘটনাগুলো নিজেদের চোখে দেখবে, যেগুলো আগে কখনো ঘটেনি আর যেটা “এযুগের” শেষকালকে চিহ্নিত করবে। (মথি ২৪:৩-৪২, ইজি-টু-রিড ভারশন) যিশুর এই ভবিষ্যদ্‌বাণী আমাদের দিনে পরিপূর্ণ হচ্ছে আর তা দেখায়, মানুষের কাজকর্মের উপর ঈশ্বরের হস্তক্ষেপ করার সময় একেবারে সন্নিকট।a

কিন্তু, কীভাবে ঈশ্বর সমস্ত দুঃখকষ্ট দূর করবেন? যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি মানবজাতির দুঃখকষ্ট দূর করার জন্য ঈশ্বরের ক্ষমতা প্রদর্শন করেছিলেন। কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।

প্রাকৃতিক বিপর্যয়: যিশু ও তাঁর প্রেরিতরা যখন গালীল সমুদ্র দিয়ে নৌকা করে যাচ্ছিলেন, তখন এক ভয়াবহ ঝড় তাদের নৌকাকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল। তা সত্ত্বেও যিশু দেখিয়েছিলেন, তিনি ও তাঁর পিতা প্রাকৃতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন। (কলসীয় ১:১৫, ১৬) যিশু শুধু বলেছিলেন: “নীরব হও, স্থির হও।” এর ফল কী হয়? “তাহাতে বাতাস থামিল, এবং মহাশান্তি হইল।”—মার্ক ৪:৩৫-৩৯.

অসুস্থতা: যিশু অন্ধ ও খোঁড়া ব্যক্তিদের সুস্থ করার ক্ষেত্রে সুপরিচিত ছিলেন। এ ছাড়া, তিনি মৃগীরোগী, কুষ্ঠ কিংবা যেকোনো ধরনের রোগীদের সুস্থ করেছিলেন। বাইবেল বলে, ‘তিনি সকল পীড়িত লোককে সুস্থ করিলেন।’—মথি ৪:২৩, ২৪; ৮:১৬; ১১:২-৫.

দুর্ভিক্ষ: যিশুকে তাঁর পিতা যে-ক্ষমতা দিয়েছিলেন, তা প্রয়োগ করে তিনি অল্প পরিমাণ খাদ্যকে বৃদ্ধি করেছিলেন। বাইবেল জানায়, পরিচর্যায় রত থাকার সময় তিনি দু-বার হাজার হাজার লোককে খাইয়েছিলেন।—মথি ১৪:১৪-২১; ১৫:৩২-৩৮.

মৃত্যু: বাইবেলের বিবরণ জানায়, যিশু তিন জন ব্যক্তিকে পুনরুত্থিত করেছিলেন আর এই ঘটনাগুলো স্পষ্টভাবে দেখায়, যিহোবা মৃত্যুর কবল থেকে পুনরায় জীবন ফিরিয়ে দিতে পারেন। যাদেরকে তিনি জীবন ফিরিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে এক জন চার দিন ধরে মৃত অবস্থায় ছিলেন।—মার্ক ৫:৩৫-৪২; লূক ৭:১১-১৬; যোহন ১১:৩-৪৪.

a শেষকাল সম্বন্ধে আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের ৩২ পাঠ দেখুন। এই বইটা www.pr418.com থেকে বিনা মূল্যে ডাউনলোড করতে পারেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার