সুসমাচার উপস্থাপন করা —বিচক্ষণতার সঙ্গে
১ প্রেরিত পৌল বিভিন্ন বিশ্বাসের ও পটভূমির লোকেদের কাছে সুসমাচার উপস্থাপন করার সময় বিচক্ষণতা ব্যবহার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। আমাদের দিনে, কেউ কেউ নিজেদের ধর্মপ্রাণ বলে দাবি করে, আবার অন্যদের আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ নেই আর তারা আধ্যাত্মিক মূল্যবোধকে উপলব্ধি করে না। সুসমাচারের প্রকাশক হিসেবে আমাদেরকে পরিচর্যার সময় বিচক্ষণতা ব্যবহার করে রাজ্যের বার্তাকে “সর্ব্বজনের কাছে” আবেদনময় করে তুলতে হবে।—১ করি. ৯:১৯-২৩.
২ গৃহকর্তার মনোভাব বুঝতে পারা: ক্ষেত্রের পরিচর্যায় বিচক্ষণতা ব্যবহার করার সঙ্গে গৃহকর্তার আগ্রহ অনুযায়ী আমাদের উপস্থাপনাকে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা জড়িত। এর জন্য উত্তম প্রস্তুতি প্রয়োজন। আমাদের কাছে রয়েছে এমন বই ও পত্রিকার মধ্যে আলোচিত বিভিন্ন ধরনের বিষয়ের সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার মাধ্যমে প্রকাশকরা সুসমাচার উপস্থাপন করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য প্রস্তুত থাকতে পারে। বয়স্ক ব্যক্তি, তরুণ-তরুণী, পরিবারের মস্তক, গৃহিণী, চাকরিজীবী মহিলা ও অন্যদের সঙ্গে কথা বলার সময়, আমাদের সেই ব্যক্তির ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করতে হবে এবং উপস্থাপনার বিষয়বস্তু বাছাই করার ক্ষেত্রে বিচক্ষণতা ব্যবহার করতে হবে।
৩ আপনি যখন গৃহকর্তার মুখোমুখি হন, তখন আশেপাশের পরিবেশ সম্বন্ধে সতর্ক থাকুন। আপনি হয়তো বুঝতে পারবেন যে, সেই গৃহকর্তার সন্তান রয়েছে, তিনি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী, নিজের ঘর গুছিয়ে রাখার ব্যাপারে বেশ আগ্রহী অথবা এইরকম অন্য কিছু। এই তথ্য মনে রেখে, গৃহকর্তার পরিস্থিতি ও আগ্রহের বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনি আপনার উপস্থাপনাকে রদবদল করতে পারেন। কৌশলে ও বিচক্ষণতার সঙ্গে প্রশ্ন করে এবং সেই ব্যক্তির মন্তব্য মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে আপনি হয়তো তার বিশ্বাস ও অনুভূতি সম্বন্ধে বুঝতে পারবেন আর তারপর আপনার উপস্থাপনা চালিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় নির্ধারণ করতে পারবেন।
৪ আপনার উপস্থাপনাকে খাপ খাইয়ে নেওয়া: কোনো ঘরে গিয়ে আপনি যদি খেলনা অথবা সন্তান দেখতে পান, তাহলে আপনি হয়তো এভাবে কথা শুরু করতে পারেন: “আমরা এই এলাকার বাবা-মায়েদের সঙ্গে তারা তাদের সন্তানদের যে-নির্দেশনা দিয়ে থাকে, সেই বিষয়ে কথা বলছিলাম। অনেক বাবা-মা সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব থাকার কারণে চিন্তিত। আপনিও কি এই ধরনের কোনো সমস্যা লক্ষ করেছেন?” গৃহকর্তার উত্তর শুনুন। গৃহকর্তার উত্তর শুনে যদি মনে হয় যে তিনি আগ্রহী, তাহলে আপনি হয়তো এভাবে কথা চালিয়ে যেতে পারেন: “আগ্রহজনক একটা বিষয় হল, বাইবেল জানায়, আমাদের এবং আমাদের সন্তানদের বিজ্ঞ নির্দেশনা লাভ করা প্রয়োজন। এখানে হিতোপদেশ ১৪:১২ পদে কী বলা আছে লক্ষ করুন।” শাস্ত্রপদ পড়ার পর আপনি হয়তো বলতে পারেন: “সম্প্রতি আমি এমন একটা বিষয় পড়েছি, যেটা এই বিষয়ের ওপর জোর দেয় যে, বাইবেলের পরামর্শ আমাদের জন্য কতটা ব্যবহারিক।” বাইবেল শিক্ষা দেয় বইয়ের ১৩৪ পৃষ্ঠা খুলুন এবং উপযুক্ত কোনো অনুচ্ছেদ থেকে আলোচনা করুন।
৫ যিহোবার সেবার ক্ষেত্রে আমরা যখন ভালোভাবে প্রস্তুতি নিই এবং বিচক্ষণতা দেখাই, তখন আমরা প্রেরিত পৌলের মতো এই কথা বলতে পারব, “সর্ব্বদা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ হইলাম।”—১ করি. ৯:২২; হিতো. ১৯:৮.