অনন্তকাল বইটিরসাহায্যে বাইবেল অধ্যয়ন শুরু করা
১ যারা সত্য সম্বন্ধে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত তাদের প্রতি প্রেম আমাদের প্রেরণা দেয় লোকেদের কাছে শীঘ্রই ফিরে যাওয়ার জন্য। (মথি ৫:৬) আমরা সবসময় সচেতন থাকব আর যে কোন আগ্রহ আমরা দেখতে পাই, তা যদি দমিয়ে দিতে না চাই তাহলে আমরা তা যেন বাড়িয়ে তুলি। প্রস্তুতিকরণ হল সফলতার চাবিকাঠি।
২ আমাদের লক্ষ্য হওয়া উচিত বাইবেল অধ্যয়ন শুরু করা। (মথি ২৮:২০) অনন্তকাল বইয়ের প্রথম সংস্করণে এই মন্তব্য ছিল: “যুবক, বয়স্ক, তাদের শিক্ষার মাত্রা যাই হোক না কেন, এই একটি বই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য উপযুক্ত।” এটি এমনভাবে লেখা হয়েছে যার মাধ্যমে অধ্যয়ন পরিচালনা করা খুব সহজ, এমনকি নতুন প্রকাশকেরা এর দ্বারা সফল হতে পেরেছে। নতুন বাইবেল অধ্যয়ন শুরু করার সফলতা নির্ভর করছে আমাদের পুনর্সাক্ষাতের কার্যকারিতার উপরে।
৩ কী করে আমরা অধ্যয়ন শুরু করতে পারি?: যখন আমরা ফিরে যাই সাধারণত এটি উত্তম হবে যদি আমরা প্রথম সাক্ষাতে যে বিষয় আলোচনা বা প্রশ্ন করেছিলাম তার সঙ্গে আমাদের আলোচনার যোগ সৃষ্টি করি। আপনি হয়ত মৃতদের অবস্থা কী সেই বিষয়ে আলোচনা করেছিলেন, তারপর হয়ত প্রশ্ন করেছিলেন “আমাদের মৃত প্রিয়জনদের আশা কী?” ব্যাখ্যা করুন যে পুনরুত্থান ভিত্তিহীন আশা নয়; পুনরুত্থান যে হয়েছিল তার বহু উদাহরণ বাইবেলে লিপিবদ্ধ করা রয়েছে। পৃষ্ঠা ১৬৭-৯-তে দেওয়া ছবিগুলি পুনরালোচনা করুন। তারপর পৃষ্ঠা ১৬৬-টির অনুচ্ছেদ ১ এবং ২ আলোচনা করুন। যদি আগ্রহ দেখা যায় তাহলে আরও আলোচনার জন্য ফিরে যাওয়ার প্রস্তাব দিন।
৪ আপনি হয়ত এমন পিতামাতার সঙ্গে কথা বলেছেন যিনি হয়ত বাচ্চাদের বড় করার সমস্যা বৃদ্ধির বিষয়ে চিন্তিত। আপনি হয়ত আপনার নিজের ভাষায় এইরকম বলতে পারেন:
▪“সব পিতামাতারা চায় যেন তাদের ছেলেমেয়েদের ভাল হয়। বাইবেলে এমন নিদের্শ আছে যা পিতামাতাদের সাহায্য করবে তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে যাতে করে তারা অর্থপূর্ণ ও উদ্দেশ্যপূর্ণ সন্তোষজনক জীবন খুঁজে পেতে পারে। সেই কারণে সপরিবারে বাইবেল পড়া আমরা সুপারিশ করছি। [পৃষ্ঠা ২৪৬-তে অনুচ্ছেদ ২৩ দেখান।] এই জ্ঞান আমাদের পরিবারের উপরে চিরকালের জন্য আশীর্বাদ নিয়ে আসতে পারে।” যোহন ১৭:৩ পদ পড়ুন। আপনার ফিরে আশার ইচ্ছা প্রকাশ করুন যাতে করে পরিবারটিকে দেখাতে পারেন কী করে অধ্যয়ন শুরু করা যায়।
৫ আপনি যদি অল্পবয়স্ক কিংবা নতুন প্রকাশক হন এবং যদি পরমদেশ আশা সম্বন্ধে গতবারে কিছু বলেছেন, তাহলে বইয়ের পৃষ্ঠা ৩ খুলে সংক্ষেপে এইরকম কিছু বলুন:
▪“বাইবেল প্রতিজ্ঞা করে যে, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারা এমন জগতে বাস করার আশা রাখতে পারে যেখানে শুধু সুখ আর শান্তি আছে। এই বইটি দেখায় কী করে আমরা এই আশীর্বাদগুলি উপভোগ করতে পারি। আমি আপনাকে সাহায্য করতে চাই যাতে করে আপনিও তা উপভোগ করতে পারেন।” সংক্ষেপে আমাদের অধ্যয়ন প্রণালী ব্যাখ্যা করুন এবং তা শুরু করার প্রস্তাব দিন।
৬ যীশুর শিষ্য হিসাবে লোকেদের সাহায্য করা আমাদের কর্তব্য। (রোমীয় ১০:১৪) যদি আমরা সাহিত্যাদি দিয়ে থাকি বা ভাল আলোচনা হয়ে থাকে তাহলে আমাদের দায়িত্ব রয়েছে আগ্রহ বাড়িয়ে তোলার। (মথি ৯:৩৭, ৩৮) যদি আমরা আমাদের এই দায়িত্ব পরিপূর্ণ করি, তাহলে সকলে এর পরিণামস্বরূপ আশীর্বাদগুলি লাভ করতে পারি।—১ তীম. ৪:১৬.