ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৪ পৃষ্ঠা ৮
  • অনন্তকাল বইটির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অনন্তকাল বইটির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন
  • ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেখানে আপনি আগ্রহ দেখতে পেয়েছেন সেখানে ফিরে যান
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাইবেল শিক্ষা দেয় বইটি যেভাবে অর্পণ করা যায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৪ পৃষ্ঠা ৮

অনন্তকাল বইটির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন

১ যখন আমরা লোকেদের বাড়িতে যাই আমরা সাধারণত দেখতে পাই যে “সংসারের চিন্তা” তাদের জর্জরিত করছে। (মার্ক ৪:১৯) চিন্তাউদ্দীপক উপস্থাপনার সাহায্যে লোকেদের আগ্রহ বাড়িয়ে তুলবার চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হয়। প্রথম সাক্ষাতে যা আমরা বলতে চাই সেই বিষয়ে লোকেদের খুব কম আগ্রহ দেখা যায়। কিন্তু আমরা যদি এমন কিছু বলি যা তাদের জীবনকে প্রভাবিত করতে পারে, তাহলে আমরা হয়ত রাজ্যের বার্তার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে পারব। কথাবার্তা শুরু করার চাবিকাঠি হল অনন্তকাল বই থেকে আকর্ষণীয় কিছু বিষয় বেছে নেওয়া। আপনি কী বলতে পারেন?

২ আপনি হয়ত এইরকম কিছু বলতে পারেন:

▪“যদি আপনার শক্তি থাকত, তাহলে এখনকার কোন্‌ সমস্যা আপনি ঠিক করার চেষ্টা করতেন? [উত্তরের জন্য সময় দিন আর যদি উপযুক্ত মনে হয় তাহলে বলুন যে অনেক লোকেরা এইরকমই মনে করে থাকে।] এখন পর্যন্ত জগতের নেতারা জটিল সমস্যার সমাধান করতে খুব কম সফলতা লাভ করেছে। কিন্তু একজন আছেন যিনি মানবজাতির সব সমস্যার শেষ করতে পারেন এবং তিনি তা করবেন। দয়া করে গীত ১৪৫:১৬ পদ দেখুন। [শাস্ত্রপদটি পড়ুন, এবং পৃষ্ঠা ১১-১৩-র দিকে দৃষ্টি আকর্ষণ করুন।] পৃষ্ঠা ১৪, অনুচ্ছেদ ১৪-তে যে প্রশ্ন উত্থাপন করে তা আমরা আলোচনা করছিলাম এবং আরও জিজ্ঞাসা করে: ‘কিন্তু এটা কখন হবে?’” ব্যাখ্যা করুন যে এই বইটি তার উত্তর দেবে এবং ২০ টাকা মূল্যে এটি অর্পণ করুন।

৩ অথবা আপনি হয়ত এইরকম বলতে পারেন:

▪“কোন প্রিয়জন মারা যাওয়ার সাথে যে শূন্যতাবোধ আসে তা হয়ত আপনি জানেন। আপনি নিশ্চয় দুঃখিত ও অসহায়বোধ করেন। আপনি হয়ত এই প্রশ্নগুলি চিন্তা করেছেন: [পৃষ্ঠা ৭৬ অনুচ্ছেদ ১-এর প্রশ্নগুলি পড়ুন।] এই প্রশ্নগুলির উত্তর পেলে আপনি কি সান্ত্বনাবোধ করবেন না? আপনি জেনে উৎসাহিত হবেন যে বাইবেল মৃত ব্যক্তিদের জন্য নিশ্চিত আশা রেখেছে। [যোহন ৫:২৮, ২৯ পড়ুন।] এই বইটি সাহায্য করবে মৃতদের অবস্থা কী আর ভবিষ্যতের কী আশা আছে সেই বিষয়ে জানতে।” সংক্ষেপে ৮ এবং ২০ অধ্যায় দেখান। গৃহকর্তাকে সুযোগ দিন বইটি পরীক্ষা করার জন্যে আর তারপরে বইটি নিতে প্রস্তাব দিন।

৪ এটি নিশ্চিত আপনি এমন পরিস্থিতি পাবেন যা হয়ত আপনাকে সুযোগ করে দেবে রীতিবহির্ভূত সাক্ষ্যদান করতে। যদি তাই হয় তাহলে আপনি হয়ত নিজের ভাষায় এইরকম কিছু বলতে পারেন:

▪“এখনকার দিনে, জগৎ সমস্যায় জর্জরিত, আপনিও নিশ্চয় সমস্যামুক্ত নন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, যারা নির্দোষ তারাই বেশি দুঃখভোগ করে থাকে। আপনি কি মনে করেন ঈশ্বর কখনও এই দুঃখভোগ শেষ করবেন? [উত্তরের অপেক্ষা করুন।] আপনাকে দেখাই ঈশ্বর কী প্রতিজ্ঞা করেন যারা তাঁর সেবা করে তাদের জন্য। [গীত. ৩৭:৪০ পদ পড়ুন আর তারপরে অনন্তকাল বইয়ের পৃষ্ঠা ৯৯ খুলুন।] এই বইটি ব্যাখ্যা করে কেন ঈশ্বর দুষ্টতা থাকতে দিয়েছেন এবং কী করে তিনি তা শেষ করবেন।”

৫ তুমি যদি অল্পবয়স্ক প্রকাশক হও, তাহলে পৃষ্ঠা ১৫৬-৮ দেওয়া ছবির উপর ভিত্তি করে উপস্থাপনা করতে পারো। তুমি হয়ত এইরকম কিছু জিজ্ঞাসা করে শুরু করতে পারো:

▪“আপনি কি এইরকম জগতে বাস করতে চান? [উত্তরের জন্য অপেক্ষা কর।] এই সুন্দর ছবির প্রত্যেকটি ঈশ্বরের বাক্য, বাইবেলের প্রতিজ্ঞার উপর ভিত্তি করে। [উল্লিখিত শাস্ত্রের প্রতি ঈঙ্গিত কর।] এই বইটি ঈশ্বরের প্রতিজ্ঞা, সমগ্র পৃথিবীকে পরমদেশ করার বিষয়ে জানতে আপনাকে আরও সাহায্য করবে। এই বইটিতে জীবনদায়ক তথ্যাদি আছে এবং এটি পড়তে আপনার অযথা সময় নষ্ট হবে না।”—যোহন ১৭:৩.

৬ যখন বইটি অর্পণ করবেন আশাবাদী এবং উদ্যমী মনোভাব দেখান। বইটির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন এবং রাজ্যের অপূর্ব আশা লোকেদের জানান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার