ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৬ পৃষ্ঠা ৪-৫
  • বাইবেল শিক্ষা দেয় বইটি যেভাবে অর্পণ করা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাইবেল শিক্ষা দেয় বইটি যেভাবে অর্পণ করা যায়
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অনন্তজীবন
  • দুঃখজনক ঘটনা/কষ্টভোগ
  • ধর্ম
  • পরিবার
  • প্রার্থনা
  • বাইবেল
  • বাসস্থান
  • মৃত্যু/পুনরুত্থান
  • যিশু খ্রিস্ট
  • যিহোবা ঈশ্বর
  • যুদ্ধ/শান্তি
  • শেষকাল
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • (১) প্রশ্ন, (২) শাস্ত্রপদ এবং (৩) অধ্যায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেখানে আপনি আগ্রহ দেখতে পেয়েছেন সেখানে ফিরে যান
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৬ পৃষ্ঠা ৪-৫

বাইবেল শিক্ষা দেয় বইটি যেভাবে অর্পণ করা যায়

বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করার জন্য এই ইনসার্টে বিভিন্ন প্রস্তাবনা রয়েছে। সবচেয়ে কার্যকারী হওয়ার জন্য সেগুলোকে আপনার নিজের ভাষায় প্রকাশ করুন, আপনার এলাকার লোক বুঝে উপস্থাপনাকে খাপ খাইয়ে নিন এবং বইয়ের সেই বিষয়গুলোর সঙ্গে পরিচিত হোন, যেগুলো নিয়ে আলোচনা করা যায়। এ ছাড়া, আপনার এলাকার জন্য ব্যবহারিক হবে এমন অন্যান্য উপস্থাপনাও ব্যবহার করা যেতে পারে।​—⁠২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।

অনন্তজীবন

▪ “অধিকাংশ লোকই উত্তম স্বাস্থ্য এবং দীর্ঘজীবনের আকাঙ্ক্ষা করে। কিন্তু তা যদি সম্ভব হতো, তা হলে কি আপনি চিরকাল বেঁচে থাকতে চাইতেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর প্রকাশিত বাক্য ২১:​৩, ৪ পদ এবং ৫৪ পৃষ্ঠার ১৭ অনুচ্ছেদ পড়ুন।] কীভাবে আমরা অনন্তজীবন পেতে পারি এবং সেই প্রতিজ্ঞা যখন বাস্তবায়িত হবে, তখন জীবন কেমন হবে সেই বিষয় নিয়ে এই বইটি আলোচনা করে।”

দুঃখজনক ঘটনা/কষ্টভোগ

▪ “যখন কোনো দুঃখজনক ঘটনা ঘটে, তখন অনেকেই এই বিষয়ে সন্দেহ করে যে, ঈশ্বর প্রকৃতই লোকেদের জন্য চিন্তা করেন কি না এবং তাদের কষ্টভোগ লক্ষ করেন কি না। আপনি কি এই বিষয়ে কখনো ভেবে দেখেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১ পিতর ৫:৭ পদ এবং ১১ পৃষ্ঠার ১১ অনুচ্ছেদ পড়ুন।] এই প্রকাশনাটি ব্যাখ্যা করে যে, ঈশ্বর কীভাবে মানুষের দুঃখকষ্ট একেবারে দূর করে দেবেন।” ১০৬ পৃষ্ঠার ভূমিকামূলক প্রশ্নগুলো দেখান।

ধর্ম

▪ “অনেকেই জগতের ধর্মগুলোকে সমাধানের চাইতে বরং মানুষের সমস্যাগুলোর কারণ হিসাবে দেখতে শুরু করেছে। আপনার কি মনে হয় যে, ধর্ম লোকেদের সঠিক পথে পরিচালিত করছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর মথি ৭:​১৩, ১৪ পদ এবং ১৪৫-৬ পৃষ্ঠার ৫ অনুচ্ছেদ পড়ুন।] এই অধ্যায়ে ছয়টা বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়েছে, যেগুলো আমাদের শনাক্ত করতে সাহায্য করে যে, কোন উপাসনাকে ঈশ্বর অনুমোদন করেন।” ১৪৭ পৃষ্ঠার তালিকাটা দেখান।

পরিবার

▪ “আমরা সকলেই এক সুখী পারিবারিক জীবনের বিষয়ে আগ্রহী। আপনি কি এই বিষয়ে একমত নন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল এমন একটা বিষয় সম্বন্ধে বলে, যা পরিবারের প্রত্যেকেই পরিবারের সুখ আনার জন্য করতে পারে আর তা হল প্রেম দেখানোর ক্ষেত্রে ঈশ্বরকে অনুকরণ করা।” ইফিষীয় ৫:​১, ২ পদ এবং ১৩৫ পৃষ্ঠার ৪ অনুচ্ছেদ পড়ুন।

প্রার্থনা

▪ “আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, ঈশ্বর কীভাবে প্রার্থনার উত্তর দেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১ যোহন ৫:​১৪, ১৫ পদ এবং ১৭০-২ পৃষ্ঠার ১৬-১৮ অনুচ্ছেদ পড়ুন।] এ ছাড়া, এই অধ্যায়টি এও ব্যাখ্যা করে যে, কেন আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এবং তিনি যাতে আমাদের প্রার্থনা শোনেন, তার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে।”

বাইবেল

▪ “লোকেরা প্রায়ই বাইবেলকে ঈশ্বরের বাক্য বলে উল্লেখ করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, কীভাবে মানুষের দ্বারা লিখিত একটি বইকে উপযুক্তভাবেই ঈশ্বরের বাক্য বলা যেতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ২ পিতর ১:২১ পদ এবং ১৯-২০ পৃষ্ঠার ৫ অনুচ্ছেদ পড়ুন।] এই প্রকাশনাটি বাইবেল থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেয়।” ৬ পৃষ্ঠার প্রশ্নগুলো দেখান।

▪ “বর্তমানে, লোকেদের আগের চেয়ে আরও বেশি তথ্য জানার উপায় রয়েছে। কিন্তু, কোথায় আপনি উপযুক্ত পরামর্শ খুঁজে পেতে পারেন বলে আপনার মনে হয়, যা আমাদেরকে সুখী ও সফল জীবনযাপন করতে সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ২ তীমথিয় ৩:​১৬, ১৭ পদ এবং ২৩ পৃষ্ঠার ১২ অনুচ্ছেদ পড়ুন।] এই প্রকাশনাটি ব্যাখ্যা করে যে, কীভাবে আমরা এমন জীবনযাপন করতে পারি, যা ঈশ্বরকে খুশি করে এবং আমাদের উপকৃত করে।” ১২২-৩ পৃষ্ঠার চার্ট ও ছবিটি দেখান।

বাসস্থান

▪ “অনেক জায়গায়, বসবাস করার জন্য সামর্থমতো যথোপযুক্ত স্থান খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে। আপনি কি মনে করেন যে, এমন একদিন আসবে যখন প্রত্যেকের জন্য পর্যাপ্ত বাসস্থান থাকবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যিশাইয় ৬৫:​২১, ২২ পদ এবং ৩৪ পৃষ্ঠার ২০ অনুচ্ছেদ পড়ুন।] এই প্রকাশনা ব্যাখ্যা করে যে, কীভাবে ঈশ্বরের এই প্রতিজ্ঞা পরিপূর্ণ হবে।”

মৃত্যু/পুনরুত্থান

▪ “মৃত্যুতে প্রকৃতপক্ষে কী হয়, সেই বিষয়ে অনেকেই ভেবে থাকে। আপনার কি মনে হয় যে, আমাদের পক্ষে তা জানা সম্ভব? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর উপদেশক ৯:৫ পদ এবং ৫৮-৯ পৃষ্ঠার ৫-৬ অনুচ্ছেদ পড়ুন।] এই বইটি এও ব্যাখ্যা করে যে, পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞা তাদের জন্য কী অর্থ রাখবে, যারা মারা গিয়েছে।” ৭৫ পৃষ্ঠার ছবিটি দেখান।

▪ “যখন আমাদের কোনো প্রিয়জন মারা যায়, তখন তাকে আবার দেখতে চাওয়াটা হল স্বাভাবিক। আপনি কি এই বিষয়ে একমত নন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞায় অনেকে সান্ত্বনা খুঁজে পেয়েছে। [যোহন ৫:২৮, ২৯ পদ এবং ৭১-২ পৃষ্ঠার ১৬-১৭ অনুচ্ছেদ পড়ুন।] এই অধ্যায়টি এই প্রশ্নগুলোরও উত্তর দেয়।” ৬৬ পৃষ্ঠার ভূমিকামূলক প্রশ্নগুলো দেখান।

যিশু খ্রিস্ট

▪ “সারা পৃথিবীর অনেক লোকই যিশু খ্রিস্ট সম্বন্ধে জানে। কেউ কেউ বলে, তিনি নিছক একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। অন্যেরা তাঁকে সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে উপাসনা করে। যিশু খ্রিস্ট সম্বন্ধে আমরা যা বিশ্বাস করি, তাতে কি কিছু যায় আসে বলে আপনি মনে করেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যোহন ১৭:৩ পদ এবং ৩৭-৮ পৃষ্ঠার ৩ অনুচ্ছেদ পড়ুন। অধ্যায় শিরোনামের নীচে দেওয়া ভূমিকামূলক প্রশ্নগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করান।

যিহোবা ঈশ্বর

▪ “ঈশ্বরে বিশ্বাস করে এমন অনেক লোক তাঁর আরও নিকটবর্তী হতে চায়। আপনি কি জানেন যে, বাইবেল আমাদেরকে তাঁর নিকটবর্তী হতে আমন্ত্রণ জানায়? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যাকোব ৪:৮ক পদ এবং ১৬ পৃষ্ঠার ২০ অনুচ্ছেদ পড়ুন।] এই প্রকাশনাটি লোকেদেরকে তাদের নিজেদের বাইবেল ব্যবহার করে ঈশ্বর সম্বন্ধে আরও বেশি করে জানতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে।” ৮ পৃষ্ঠার ভূমিকামূলক প্রশ্নগুলো দেখান।

▪ “অনেকেই ঈশ্বরের নাম পবিত্রীকৃত করার জন্য প্রার্থনা করে থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, সেই নামটি কী? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যাত্রাপুস্তক ৬:৩ পদ এবং ১৯৫ পৃষ্ঠার ২-৩ অনুচ্ছেদ পড়ুন।] যিহোবা ঈশ্বর এবং মানবজাতির জন্য তাঁর উদ্দেশ্য সম্বন্ধে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়, এই বইটি তা ব্যাখ্যা করে।”

যুদ্ধ/শান্তি

▪ “সবজায়গার লোকেরা শান্তির জন্য আকুল আকাঙ্ক্ষা করে থাকে। আপনার কি মনে হয় যে, পৃথিবীতে শান্তির আশা শুধুমাত্র একটা স্বপ্ন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গীতসংহিতা ৪৬:​৮, ৯ পদ পড়ুন।] ঈশ্বর কীভাবে তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবেন এবং পৃথিবীব্যাপী শান্তি আনবেন, সেই বিষয়ে এই প্রকাশনাটি আলোচনা করে।” ৩৫ পৃষ্ঠার ছবিটি দেখান এবং ৩৩-৪ পৃষ্ঠার ১৭-২১ অনুচ্ছেদ বিবেচনা করুন।

শেষকাল

▪ “অনেকেই মনে করে যে, আমরা জগতের ‘শেষ কালে’ বাস করছি। ভবিষ্যতে ভাল পরিস্থিতি আশা করার কোনো যুক্তিযুক্ত কারণ কি রয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। ২ পিতর ৩:১৩ পদ পড়ুন।] শেষ কালের পর জীবন কেমন হবে সেই বিষয়ে এই মন্তব্যটি লক্ষ করুন।” ৯৪ পৃষ্ঠার ১৫ অনুচ্ছেদটি পড়ুন।

[৫ পৃষ্ঠার বাক্স]

দান ব্যবস্থ সম্বন্ধে উল্লেখ করার উপায়গুলো

“আমাদের শিক্ষামূলক কাজের জন্য আজকে আপনি যদি কিছু দান দিতে চান, তা হলে আমি খুশি মনে তা গ্রহণ করব।”

“যদিও বিনামূল্যে আমাদের সাহিত্যাদি অর্পণ করা হয়ে থাকে, তবে আমাদের শিক্ষামূলক কাজের জন্য কেউ যদি অল্প কিছুও দান দিতে চান, তা হলে আমরা তা গ্রহণ করে থাকি।”

“আপনি হয়তো ভাবতে পারেন যে, কীভাবে আমরা এই কাজ চালিয়ে যেতে পারছি। এর কারণ হল, আমাদের শিক্ষামূলক কাজ স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে। আজকে আপনি যদি কিছু দান দিতে চান, তা হলে আমরা খুশি মনে তা গ্রহণ করব।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার