(১) প্রশ্ন, (২) শাস্ত্রপদ এবং (৩) অধ্যায়
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটি উপস্থাপন করার একটা সহজ উপায় হল (১) দৃষ্টিভঙ্গিমূলক একটা প্রশ্ন জিজ্ঞেস করা, (২) একটা উপযুক্ত শাস্ত্রপদ পড়া এবং (৩) বই থেকে এমন একটা অধ্যায় তুলে ধরা, যেটা সেই বিষয় নিয়ে আলোচনা করে আর তা শিরোনামের নীচে দেওয়া ভূমিকামূলক প্রশ্নগুলো পড়ার দ্বারা করা যায়। গৃহকর্তা যদি আগ্রহ দেখান, তা হলে আপনি হয়তো সেই অধ্যায়ের প্রারম্ভিক অনুচ্ছেদগুলো ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়নের নমুনা দেখাতে পারেন। এই পদ্ধতিটা প্রথম সাক্ষাতেই অথবা পুনর্সাক্ষাৎ করার সময় অধ্যয়ন শুরু করার জন্য ব্যবহার করা যেতে পারে।
▪ “বাইবেলের এখানে যেমন বর্ণনা করা হয়েছে, আপনি কি মনে করেন, সামান্য মানুষের পক্ষে আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে জানা সম্ভব?” প্রেরিত ১৭:২৬, ২৭ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “আজকে আমরা যে-সমস্যাগুলোর মুখোমুখি হই, সেগুলোর পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে, এখানে বর্ণিত সান্ত্বনা ও আশা খুঁজে পাওয়া সম্ভব?” রোমীয় ১৫:৪ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ২ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “আপনার যদি এই পরিবর্তনগুলো করার ক্ষমতা থাকত, তা হলে আপনি কি তা করতেন?” প্রকাশিত বাক্য ২১:৪ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ৩ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “আপনার কি মনে হয় যে, আমাদের সন্তানরা কখনো এই প্রাচীন গীতে বর্ণিত পরিস্থিতি উপভোগ করতে পারবে?” গীতসংহিতা ৩৭:১০, ১১ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ৩ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “আপনার কি মনে হয় যে, এমন সময় কখনো আসবে, যখন এই কথাগুলো পরিপূর্ণ হবে?” যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ৩ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “জীবিতরা কী করছে তা মৃতেরা জানে কি না, সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর উপদেশক ৯:৫ পদ পড়ুন এবং ৬ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “আপনার কি মনে হয় যে, কোনো একদিন আবার আমাদের মৃত প্রিয়জনদের দেখা সম্ভব, যেমনটা এই পদগুলোতে যিশু বর্ণনা করেছেন?” যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ৭ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “ঈশ্বরের ইচ্ছা যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে কীভাবে পূর্ণ হবে বলে আপনার মনে হয়, যেমন এই বিখ্যাত প্রার্থনায় উল্লেখ করা হয়েছে?” মথি ৬:৯, ১০ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ৮ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “আপনার কি মনে হয়, এই ভবিষ্যদ্বাণীতে বর্ণিত সময়ে আমরা বাস করছি?” ২ তীমথিয় ৩:১-৪ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ৯ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “অনেকেই ভেবে থাকে যে, কেন মানবজাতির সমস্যাগুলো যেন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। আপনি কি এই বিষয়টাকে কখনো একটা সম্ভাবনা হিসেবে বিবেচনা করেছেন?” প্রকাশিত বাক্য ১২:৯ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১০ অধ্যায়টি তুলে ধরুন।
▪ আপনি কি কখনো এইরকম একটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন?” ইয়োব ২১:৭ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১১ অধ্যায়টি তুলে ধরুন।
▪ “আপনি কি মনে করেন যে, বাইবেলের এই পরামর্শকে কাজে লাগানো লোকেদেরকে এক সুখী পারিবারিক জীবন উপভোগ করতে সাহায্য করবে?” ইফিষীয় ৫:৩৩ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১৪ অধ্যায়টি তুলে ধরুন।
[৬ পৃষ্ঠার ক্যাপশন]
কীভাবে অধ্যয়ন করা হয়, সেটা দেখানোর পর যদি দুবার অধ্যয়ন পরিচালনা করা হয় এবং যদি এটা বিশ্বাস করার কারণ থাকে যে অধ্যয়ন চলতে থাকবে, তা হলে একটা বাইবেল অধ্যয়নের রিপোর্ট করা যেতে পারে।