ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৫ পৃষ্ঠা ৩-৫
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার নিকটবর্তী হোন
  • জেগে থাকুন!
  • জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
  • ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?
  • জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন?
  • আমার বাইবেলের গল্পের বই
  • বাইবেল শিক্ষা দেয় বইটি যেভাবে অর্পণ করা যায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • (১) প্রশ্ন, (২) শাস্ত্রপদ এবং (৩) অধ্যায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মহান শিক্ষকের কাছ থেকে শেখো (ইংরেজি) বইটি অর্পণ করা
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৫ পৃষ্ঠা ৩-৫

যত্ন করে রাখুন

ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো

মাসিক অর্পণের সাহিত্যগুলোকে তুলে ধরে এমন উপস্থাপনাগুলো প্রস্তুত করতে আপনাকে সাহায্য করার জন্য নিচের প্রস্তাবগুলো ব্যবহার করুন।

যিহোবার নিকটবর্তী হোন

“ঈশ্বরে বিশ্বাস করে এমন অনেক লোক তাঁর আরও নিকটবর্তী হতে চায়। আপনি কি জানেন যে, ঈশ্বর আমাদেরকে তাঁর নিকটবর্তী হতে আমন্ত্রণ জানান? [যাকোব ৪:৮ পদ পড়ুন।] এই প্রকাশনাটি লোকেদের তাদের নিজেদের বাইবেল ব্যবহার করে ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে।” ১৬ পৃষ্ঠার ১ অনুচ্ছেদটি পড়ুন।

“আজকে চারদিকে অবিচার ছেয়ে গিয়েছে। ঠিক এখানে বর্ণিত বিষয়গুলোর মতোই। [উপদেশক ৮:৯খ পদ পড়ুন।] অনেকে ভেবে থাকে যে, ঈশ্বর আদৌ চিন্তা করেন কি না। [১১৯ পৃষ্ঠার ৪ অনুচ্ছেদের প্রথম দুটো বাক্য পড়ুন।] এই অধ্যায়টা ব্যাখ্যা করে যে, কেন ঈশ্বর কিছু সময়ের জন্য অবিচার থাকতে দিয়েছেন।”

জেগে থাকুন!

“আজকে অনেক লোক বর্তমানে বিদ্যমান গুরুতর সমস্যাগুলো ও বেদনাদায়ক ঘটনাগুলো নিয়ে চিন্তিত। [স্থানীয়ভাবে পরিচিত একটা উদাহরণ উল্লেখ করুন।] আপনি কি জানেন যে, এই ধরনের বিষয়গুলো বিশ্বব্যাপী এক চিহ্নের অংশ যা দেখায় যে, ঈশ্বরের সরকার শীঘ্রই পৃথিবীর বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর একটা উপযুক্ত শাস্ত্রপদ পড়ুন, যেমন মথি ২৪:​৩, ৭, ৮; লূক ২১:​৭, ১০, ১১; অথবা ২ তীমথিয় ৩:​১-৫.] এই ঘটনাগুলোর তাৎপর্য সম্বন্ধে এখনই সতর্ক থাকা যেকারণে বিশেষ করে জরুরি এই ব্রোশারটি তা নিয়ে আলোচনা করে।”

“আজকে অনেকে বিভিন্ন বেদনাদায়ক ঘটনা বা চরম ব্যক্তিগত ক্ষতির দ্বারা জর্জরিত। কেউ কেউ ভেবে থাকে যে, কেন ঈশ্বর এই ধরনের বিষয়গুলোকে দমন করার জন্য হস্তক্ষেপ করেন না। বাইবেল আমাদের আশ্বাস দেয় যে, ঈশ্বর শীঘ্রই মানবজাতির দুঃখকষ্ট মোচন করার জন্য পদক্ষেপ নেবেন। [প্রকাশিত বাক্য ১৪:​৬, ৭ পদ পড়ুন।] মানবজাতির জন্য ঈশ্বরের বিচার কী অর্থ রাখে, তা লক্ষ করুন। [২ পিতর ৩:​১০, ১৩ পদ পড়ুন।] এই ব্রোশারটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আরও তথ্য রয়েছে।”

জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে

“আপনাকে যদি এইরকম অপূর্ব পরিবেশে বাস করার জন্য আমন্ত্রণ জানানো হতো, তা হলে আপনি কি সেই আমন্ত্রণ গ্রহণ করতেন? [৪-৫ পৃষ্ঠার ছবিটা দেখান এবং উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই ধরনের জীবন চিরকাল উপভোগ করার চাবিকাঠিটা কী, সেই বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে তা লক্ষ করুন। [যোহন ১৭:৩ পদ পড়ুন।] এই বইটি আপনাকে সেই জ্ঞান অর্জন করতে সাহায্য করবে, যা অনন্তজীবনে পরিচালিত করে।” পরবর্তী সাক্ষাতে ১ অধ্যায়ের প্রথম পাঁচটা অনুচ্ছেদ আলোচনা করার ব্যবস্থা করে আসুন।

১৮৮-৯ পৃষ্ঠার ছবিটা খুলুন এবং চিত্র শিরোনামের কথাগুলো ব্যবহার করে গৃহকর্তাকে জিজ্ঞেস করুন: “ঈশ্বরবিষয়ক জ্ঞান যখন পৃথিবীকে পূর্ণ করবে, তখন কি আপনি পরমদেশে বাস করার আশা রাখেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যিশাইয় ১১:৯ পদ পড়ুন।] এই বইটি আপনাকে জানতে সাহায্য করবে যে, পরমদেশ সম্বন্ধে বাইবেল কী বলে এবং কীভাবে আমরা এর অংশ হতে পারি।” পরবর্তী সাক্ষাতে ১ অধ্যায়ের ১১-১৬ অনুচ্ছেদ আলোচনা করার ব্যবস্থা করে আসুন।

সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন

“এই মরশুমে অনেকে যিশুর সম্বন্ধে চিন্তা করছে। কিন্তু যেহেতু বিশ্বজুড়ে নানারকম মন্দ বিষয় ঘটে চলেছে, তাই কেউ কেউ ভেবে থাকে যে, যিশু আসলেই আমাদের জন্য চিন্তা করেন কি না। সেই সম্বন্ধে আপনি কেমন বোধ করেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। ২৪ অধ্যায়টি খুলুন এবং সংক্ষেপে ব্যাখ্যা করুন যে, কেন যিশু পৃথিবীতে এসেছিলেন। এরপর যোহন ১৫:১৩ পদ পড়ুন, অন্যদের প্রতি যিশুর হৃদয়গ্রাহী ভালবাসার ওপর জোর দিন।

“কেউ যখন যিশু খ্রিস্টের বিষয় উল্লেখ করে, তখন অনেকে তাঁকে হয় একজন শিশু অথবা মৃত্যুগামী একজন যন্ত্রণাভোগরত ব্যক্তি হিসেবে ভেবে থাকে। যিশু সম্বন্ধে তাদের ধারণার সঙ্গে কেবল তাঁর জন্ম ও মৃত্যু জড়িত। কিন্তু, তাঁর জীবনকালে তিনি যে-চমৎকার বিষয়গুলো বলেছিলেন ও করেছিলেন, তা প্রায়ই অলক্ষিত থেকে যায়। তিনি যা কিছু সম্পাদন করেছিলেন, তা এই পৃথিবীতে সর্বকালের প্রত্যেক ব্যক্তিকে প্রভাবিত করে থাকে। তাই তিনি আমাদের জন্য যে-অপূর্ব বিষয়গুলো করেছেন, সেই সম্বন্ধে আমাদের যতদূর সম্ভব জানা অতীব গুরুত্বপূর্ণ।” যোহন ১৭:৩ পদ পড়ুন। ভূমিকার প্রথম পৃষ্ঠাটা খুলুন ও চতুর্থ অনুচ্ছেদটি পড়ুন।

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?

“আপনি কি মনে করেন যে, আমরা বর্তমানে যে-সমস্যাগুলোর মুখোমুখি হই সেগুলো নিয়েই আমরা বেঁচে থাকি বলে ঈশ্বর চেয়েছিলেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর মথি ৬:১০ পদ পড়ুন।] আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, ঈশ্বরের রাজ্য আসলে কী?” পাঠ ৬ খুলুন এবং পাঠের শুরুতে যে-প্রশ্নগুলো রয়েছে, সেগুলো পড়ুন। পাঠের আলোচনা শুরু করুন বা পরবর্তী সাক্ষাতে তা করার ব্যবস্থা করে আসুন।

“আধুনিক সমাজের অগ্রগতি সত্ত্বেও, অসুস্থতা ও মৃত্যু মানবজাতির জন্য অনেক দুঃখকষ্টের কারণ হয়ে রয়েছে। আপনি কি জানেন যে যিশু অসুস্থ, বৃদ্ধ ও এমনকি মৃতদের জন্য কী করবেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। ব্যক্তি যদি উত্তরটি জানতে চান, তা হলে পাঠ ৫ খুলুন এবং অনুচ্ছেদ ৫-৬ এর জন্য দেওয়া প্রশ্নগুলো পড়ুন। অনুচ্ছেদগুলো আলোচনা করুন বা পরবর্তী সাক্ষাতে তা করার ব্যবস্থা করে আসুন।

একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন

“জীবনের চাপগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্যের জন্য আমরা কোথায় নির্ভর করতে পারি বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর রোমীয় ১৫:৪ পদ পড়ুন।] লক্ষ করুন যে, অনুপ্রাণিত শাস্ত্র আমাদের নির্দেশনা, সান্ত্বনা এবং আশা জোগায়, যা আমাদের বিভিন্ন কষ্ট সহ্য করতে শক্তিশালী করতে পারে। বাইবেল পড়ে আমরা কীভাবে সর্বাধিক উপকার লাভ করতে পারি, সেই বিষয়ে এই বই সাহায্যকারী পরামর্শ দেয়।” ৩০ পৃষ্ঠায় দেওয়া চারটে বিষয়ের ওপর জোর দিন।

“যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন থেকে শুরু করে অনেক লোক ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনা করে চলেছে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, সেই রাজ্য আসা মানবজাতির জন্য কী অর্থ রাখবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর দানিয়েল ২:৪৪ পদ পড়ুন।] এই বইটি ব্যাখ্যা করে যে, ঈশ্বরের রাজ্য কী, এটা কী সম্পাদন করবে এবং কীভাবে আমরা এর ধার্মিক শাসন থেকে উপকৃত হতে পারি।” ৯২-৩ পৃষ্ঠার চিত্রটা তুলে ধরুন।

ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?

“আপনি কি কখনও এমনটা ভেবেছেন যে ঈশ্বর যদি সত্যিই মানুষের সম্বন্ধে চিন্তা করে থাকেন, তা হলে কেন তিনি তাদের কষ্টভোগের অনুমতি দেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই ব্রোশারটি কেবলমাত্র এই প্রশ্নটির সন্তোষজনক উত্তরই প্রদান করে না কিন্তু সেইসঙ্গে এও দেখায় যে মানুষ তাঁর ওপর এবং তাঁর পার্থিব গৃহের ওপর যে-ক্ষতি এনেছে, সেগুলোর সমস্তই তিনি বিপরীতমুখী করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।” ২৭ পৃষ্ঠায় ২৩ অনুচ্ছেদটি পড়ুন। এর নিচে চিত্রটা দেখান এবং অনুচ্ছেদ ২২ থেকে গীতসংহিতা ১৪৫:১৬ পদটি পড়ুন।

“আমরা আপনার প্রতিবেশীদের অনেকের সঙ্গে কথা বলেছি এবং দেখেছি যে তারা অপরাধ, সন্ত্রাসবাদ এবং দৌরাত্ম্যের ব্যাপক বৃদ্ধি সম্বন্ধে চিন্তিত। আপনার মতে, কেন এই ধরনের সমস্যা হচ্ছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এটা আমাদের কাছে বিশেষ আগ্রহের বিষয় যে, এইরকম ঘটবে বলে বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল। [২ তীমথিয় ৩:​১-৩ পদ পড়ুন।] লক্ষ করুন যে, ‘শেষকালে’ তা ঘটবে। এটি ইঙ্গিত করে যে কিছু একটা প্রায় শেষ সময়ে পৌঁছাবে। এটা কী হতে পারে বলে আপনার মনে হয়?” উত্তরের জন্য অপেক্ষা করুন। ২২ পৃষ্ঠা খুলে চিত্রটা তুলে ধরুন এবং ওই পৃষ্ঠায় উদ্ধৃত শাস্ত্রপদগুলোর একটা বা দুটো আলোচনা করুন।

জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন?

“জীবনের উদ্দেশ্য কী সেই সম্বন্ধে অনেকেই চিন্তা করেছে। তারা নিজেদের জিজ্ঞাসা করেছে: ‘আমি কেন এখানে আছি? আমি কোথায় চলেছি? আমার জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে?’ কোথায় আমরা উত্তরগুলো খুঁজে পেতে পারি বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল কী বলে তা লক্ষ করুন। [গীতসংহিতা ৩৬:৯ পদ পড়ুন।] এই উপসংহারে আসা কি যুক্তিযুক্ত নয় যে আমরা কেন এখানে আছি, তা স্পষ্টভাবে জানানোর ক্ষেত্রে মানুষের সৃষ্টিকর্তাই সবচেয়ে ভাল অবস্থানে আছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমাদের জন্য ঈশ্বরের যে-মহান উদ্দেশ্য রয়েছে তা এই ব্রোশারটি দেখায়।” ২০-১ পৃষ্ঠা খুলে চিত্র শিরোনামটা পড়ুন আর চিত্রের উপর মন্তব্য করুন; এরপর ব্রোশারটি অর্পণ করুন।

“আজ হোক বা কাল হোক, প্রায় সকলেই জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করে। তা কি শুধুমাত্র ৭০ বা ৮০ বছর বেঁচে থেকে তারপর কবরে চলে যাওয়া? অথবা জীবনে আরও কিছু রয়েছে? আপনার কী মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] গীতসংহিতা ৩৭:২৯ পদে, মানুষ এবং পৃথিবীর জন্য ঈশ্বরের অপূর্ব উদ্দেশ্য সম্বন্ধে আমরা জানতে পারি।” শাস্ত্রপদটি পড়ার পর, ৩১ পৃষ্ঠার ছবিটা খুলুন এবং পরমদেশে বাস করা কেমন হবে, সেই বিষয়ে আরও কিছু বলুন।

আমার বাইবেলের গল্পের বই

“আপনার একজন প্রতিবেশী হিসেবে আমি আপনাকে একটা নির্ভরযোগ্য প্রতিজ্ঞা সম্বন্ধে কিছু সুখবর জানাতে চাই আর সেটা হচ্ছে শীঘ্রই পৃথিবীব্যাপী শান্তি আসবে। এইরকম কিছু কি আপনি দেখতে চান না? [উত্তরের জন্য থামুন।] এই লক্ষ্যটা পূর্ণ করার বিষয়ে মানুষের প্রচেষ্টাগুলো আমরা সকলেই পর্যবেক্ষণ করেছি। কিন্তু লক্ষ করুন যে, কে স্থায়ী শান্তি আনতে পারবে বলে বাইবেল জানায়। [গীতসংহিতা ৪৬:​৮, ৯ পদ পড়ুন।] যুদ্ধ ও যারা এগুলো ছড়াচ্ছে তাদের একবার দূর করার পর ঈশ্বর আর কখনও পৃথিবীতে শত্রুতা থাকতে দেবেন না। গীতসংহিতা ৭২:৭ পদের অনুপ্রাণিত লেখকের দ্বারা আমরা এই বিষয়ে আশ্বাস পেয়েছি। [পড়ুন।] যে-ব্যক্তিদের ঈশ্বর এক শান্তিপূর্ণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য রক্ষা করবেন তারা হল সেই ব্যক্তি, যারা তাঁর সম্বন্ধে শিখেছে ও তাঁকে সেবা করে। আমার বাইবেলের গল্পের বই অনেককে তা করতে সাহায্য করেছে। আমি নিশ্চিত যে, আপনি এটি পড়ে খুবই উৎসাহিত হবেন।”

“নমস্কার। আপনার একজন প্রতিবেশী হিসেবে আপনার জন্য একটা সুখবর নিয়ে আসা আমার জন্য আনন্দের বিষয়। আমাদের মধ্যে অধিকাংশ লোকই কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়কে মৃত্যুতে হারিয়েছে। আপনি হয়তো ভেবেছেন যে, এই ব্যক্তিদের কী হয়েছে এবং তাদের জন্য কোনো আশা রয়েছে কি না।” [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ৯২ নম্বর গল্পটি খুলুন, সেই চিত্রটা নির্দেশ করুন যা দেখায় যে, যিশু কী করছেন। এরপর এই গল্পের শেষ অনুচ্ছেদটি পড়ুন। এই কথা বলে শেষ করুন: “আমাদের জন্য ঈশ্বরের যে-ভালবাসা ও চিন্তা রয়েছে, সেই সম্বন্ধে আরও ভালভাবে বুঝতে সাহায্য করার জন্য এই প্রকাশনাটি যুবক-বৃদ্ধ সকলের জন্য তৈরি করা হয়েছে।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার