মহান শিক্ষকের কাছ থেকে শেখো (ইংরেজি) বইটি অর্পণ করা
▪ “আপনি কি মনে করেন যে, লোকেরা যদি এই নীতিবাক্যটি মেনে চলে, তা হলে এই জগৎ আরও ভাল এক জায়গা হবে? [মথি ৭:১২ক পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বইটিতে সর্বকালের সর্বমহান শিক্ষকের অনেক শিক্ষা রয়েছে।” ১৭ পৃষ্ঠার চিত্র এবং চিত্রশিরোনামগুলো তুলে ধরুন।
▪ “অধিকাংশ বাবামা-ই আজকে তাদের সন্তানদের মধ্যে গঠনমূলক মূল্যবোধগুলো গেঁথে দেওয়ার চেষ্টা করে। আপনি কি মনে করেন যে, এটা গুরুত্বপূর্ণ? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর হিতোপদেশ ২২:৬ পদ পড়ুন।] লক্ষ করুন যে, বাবামাদেরকে একেবারে ছোটবেলা থেকে তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়া শুরু করার জন্য উৎসাহিত করা হয়েছে। এই বইটি তাদের তা করতে সাহায্য করার জন্য প্রস্তুত করা হয়েছে।” ১৫, ১৮ অথবা ৩২ পৃষ্ঠার চিত্র এবং চিত্রশিরোনামগুলো তুলে ধরুন।
▪ “প্রায়ই বাবামারা তাদের সন্তানরা যে-প্রশ্নগুলো করে থাকে, তাতে অবাক হয়। সেগুলোর কয়েকটার উত্তর দেওয়া কঠিন হতে পারে, তা-ই নয় কি? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ২ তীমথিয় ৩:১৪, ১৫ পদ পড়ুন।] তীমথিয়ের মা ও দিদিমা শাস্ত্র যা বলে, তা তাকে শিশুকাল থেকে শিক্ষা দিয়েছিল। এই বইটি বাবামাদেরকে আজকে তাদের সন্তানদের জন্য একই বিষয় করতে সাহায্য করতে পারে।” ১১ ও ১২ অথবা ৩৪ ও ৩৬ অধ্যায়ের কয়েকটা চিত্র ও চিত্রশিরোনাম তুলে ধরুন।