ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০২ পৃষ্ঠা ৩-৬
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কথাবার্তা শুরু করার জন্য
  • চান ব্রোশার অর্পণ করার জন্য বিভিন্ন পরামর্শ
  • জ্ঞান বই অর্পণ করার জন্য বিভিন্ন পরামর্শ
  • অন্যান্য প্রকাশনাগুলো
  • সরাসরি আমন্ত্রণ
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বিষয়গুলির বৃদ্ধির জন্য যিহোবার উপর নির্ভর করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অকৃত্রিমভাবে অন্যদের প্রতি চিন্তা করার দ্বারা যিহোবাকে অনুকরণ করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০২ পৃষ্ঠা ৩-৬

যত্ন করে রাখুন

ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো

এই ইনসার্টটা যেভাবে ব্যবহার করতে হবে

নিচে দেওয়া বেশির ভাগ উপস্থাপনাই আমাদের রাজ্যের পরিচর্যা-র পুরনো সংখ্যাগুলোতে প্রকাশ করা হয়েছে। সাক্ষ্য দেওয়ার সময় আপনি যতগুলো চান ব্যবহার করার চেষ্টা করুন আর দেখুন যে কেমন ফল পান। এই ইনসার্টটা যত্ন করে রাখুন এবং পরিচর্যার জন্য তৈরি হওয়ার সময় এটা কাজে লাগান।

আপনি যদি অল্প কথায় আসল বিষয়টা বলতে পারেন, তাহলে হয়তো ঈশ্বরের বাক্যের প্রতি একজন ব্যক্তির আগ্রহ জাগিয়ে তুলতে পারেন। একটা প্রশ্ন করুন, তারপর সংক্ষেপে শাস্ত্র থেকে উত্তরটা পড়ুন। আপনি এই প্রস্তাবগুলোকে কাজে লাগাতে পারেন:

“ভবিষ্যতের বিষয় চিন্তা করে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে ভাল কিছু আছে বা তা আরও খারাপের দিকে যাবে? [উত্তরের জন্য সুযোগ দিন।] বর্তমানে আমরা যে অস্থির ঘটনাগুলো ঘটতে দেখছি ও এগুলোর পরিণতি কী হবে, সেই সম্বন্ধে বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল।​—⁠২ তীম. ৩:​১, ২, ৫; হিতো. ২:​২১, ২২.

“আজকে স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত। আপনি কি জানেন যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তিনি সমস্ত রোগব্যাধি চিরকালের জন্য দূর করে দেবেন?”​—⁠যিশা. ৩৩:২৪; প্রকা. ২১:​৩, ৪.

“আপনি কি জানেন, বাইবেলে অনেক আগেই বলা আছে যে এক সময়ে সারা পৃথিবী জুড়ে কেবল একটা মাত্র সরকার শাসন করবে?”​—⁠দানি. ২:৪৪; মথি ৬:​৯, ১০.

“যীশু খ্রীষ্ট যদি পৃথিবীতে শাসন করেন, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে বলে আপনি মনে করেন?”​—⁠গীত. ৭২:​৭, ৮.

একজন হিন্দু ব্যক্তির কাছে: “আপনার ধর্ম আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু, আমার মনে হয় আপনি আমার সঙ্গে একমত হবেন যে আমরা উভয়ই শান্তিতে থাকতে চাই। পৃথিবীতে আপনি কি শান্তিপূর্ণ পরিস্থিতি দেখতে পান? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] দুষ্টতাকে যদি দূর করে দেওয়া হয়, তাহলে অবশ্যই শান্তি থাকবে। দয়া করে এই পবিত্র বইয়ে দেওয়া প্রতিজ্ঞাটা দেখুন।​—⁠গীত. ৪৬:৯; ৭২:​৭, ৮.

“আজ লোকেরা সমস্যার কথা শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছেন। তারা সমাধান চান। কিন্তু, আমাদের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান আমরা কোথায় পেতে পারি?”​—⁠২ তীম. ৩:​১৬, ১৭.

একজন মুসলমান ব্যক্তির কাছে: “আপনি হয়তো একমত হবেন যে, আমাদের ধর্মীয় পটভূমি যাই হোক না কেন, বর্তমান এই জগতে আমরা সবাই একই সমস্যার মুখোমুখি হচ্ছি। বর্তমানে লোকেরা যে বিরাট সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, তার কোন স্থায়ী সমাধান আসলেই আসবে বলে কী আপনি বিশ্বাস করেন? এই সমস্যাগুলোর সমাধান অব্রাহামের বংশের মাধ্যমে আসবে।​—⁠আদি. ২২:⁠১৮.

“আজকে স্ত্রী, পুরুষ নিয়ে ও জাতি, ধর্ম অথবা বর্ণের নামে ভেদাভেদ করা হয়। ঈশ্বর এরকম কুসংস্কারকে কী চোখে দেখেন বলে আপনি মনে করেন?”​—⁠প্রেরিত ১০:​৩৪, ৩৫.

কথাবার্তা শুরু করার জন্য

যুক্তি (ইংরেজি) বই থেকে বিষয়বস্তু নিয়ে নিচে যে প্রশ্নের তালিকা দেওয়া হয়েছে, সেখানে বইয়ের কোথায় প্রত্যেকটা উত্তর পাওয়া যাবে সেই পৃষ্ঠার নম্বর দেওয়া হয়েছে:

কেন আমরা বৃদ্ধ হই ও মারা যাই? (৯৮)

মৃতদের অবস্থা কী? (১০০)

ঈশ্বরে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ কি আছে? (১৪৫)

মানুষের প্রতি যা ঘটে, সেই বিষয়ে ঈশ্বর কি আসলেই চিন্তা করেন? (১৪৭)

ঈশ্বর কি একজন বাস্তব ব্যক্তি? (১৪৭)

সব ভাল লোকেরাই কি স্বর্গে যায়? (১৬২)

সত্যিকারের সুখী ভবিষ্যতের জন্য একজন ব্যক্তিকে কি স্বর্গে যেতে হবে? (১৬৩)

ঈশ্বরের ব্যক্তিগত নাম জানা ও ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ? (১৯৬)

যীশু খ্রীষ্ট কি আসলে ঈশ্বর? (২১২)

ঈশ্বরের রাজ্য কী করবে? (২২৭)

মানুষের জীবনের উদ্দেশ্য কী? (২৪৩)

বিবাহিত জীবনে সুখ বাড়াতে কী সাহায্য করতে পারে? (২৫৩)

সব ধর্মকে কি ঈশ্বর মেনে নেন? (৩২২)

কোন্‌ ধর্ম সঠিক, তা একজন ব্যক্তি কীভাবে জানতে পারে? (৩২৮)

আজকের জগতে শয়তানের প্রভাব কতখানি জোরালো? (৩৬৪)

কেন ঈশ্বর কষ্টভোগের অনুমতি দিয়েছেন? (৩৯৩)

চারিদিকে কেন এত দুষ্টতা? (৪২৭)

কে জগৎকে শাসন করে​—⁠ঈশ্বর নাকি শয়তান? (৪৩৬)

চান ব্রোশার অর্পণ করার জন্য বিভিন্ন পরামর্শ

“আজকের দিনে পারিবারিক জীবনে এত বেশি সমস্যা থাকায় আপনি কি কখনও ভেবে দেখেছেন যে পারিবারিক সুখ অর্জনের জন্য রহস্যটা কী?” উত্তর পাওয়ার পর, ব্যাখ্যা করুন যে বাইবেলে, ঈশ্বর পারিবারিক সুখের প্রকৃত রহস্যটা প্রকাশ করেছেন। যিশাইয় ৪৮:১৭ পদ পড়ুন। তারপর চান ব্রোশারের ৮ম পাঠটা খুলুন এবং উল্লেখিত কিছু বাইবেলের পদ নির্দেশ করুন, যা পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নির্ভরযোগ্য পরিচালনা প্রদান করে। পাঠের শুরুতে প্রশ্নগুলোর তালিকা পড়ুন। জিজ্ঞেস করুন যে, ব্যক্তি উত্তরগুলো পড়তে চান কি না।”

“আপনি কি এটা প্রত্যাশা করাকে যুক্তিপূর্ণ বলে মনে করেন যে সৃষ্টিকর্তা আমাদের এমন জ্ঞান দেন যা আমাদের একটা সফল পারিবারিক জীবন গড়ে তোলার জন্য প্রয়োজনীয়?” উত্তর পাওয়ার পর, চান ব্রোশার দেখান। ৮ম পাঠটা খুলুন ও ব্যাখ্যা করুন যে এতে পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য বাইবেল থেকে অনেক নীতি রয়েছে। এর থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়ার জন্য বাইবেলের সঙ্গে ব্রোশারটাকে কীভাবে ব্যবহার করতে হয়, তা দেখানোর প্রস্তাব দিন।

“অধ্যয়নের জন্য এই ব্রোশারে বেশ কিছু বিষয় আছে, যেটার মধ্যে বাইবেলের মৌলিক শিক্ষাগুলো রয়েছে। প্রত্যেক পৃষ্ঠায় আপনি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন, যা শত শত বছর ধরে লোকেদের বিভ্রান্ত করেছে। উদাহরণস্বরূপ, পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?” ৫ম পাঠটা খুলুন এবং পাঠের শুরুতেই যে প্রশ্নগুলো আছে, তা পড়ুন। গৃহকর্তাকে জিজ্ঞেস করুন যে কোন্‌ বিষয়টা তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে আর তারপর উপযুক্ত শাস্ত্রপদগুলো দেখে সম্বন্ধযুক্ত অনুচ্ছেদ(গুলো) পড়ুন। ব্যাখ্যা করুন যে এর মতো অন্যান্য প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তরও সহজভাবে পাওয়া যেতে পারে। প্রস্তাব দিন যে আরেকটা প্রশ্ন আলোচনা করার জন্য আপনি আবার ফিরে আসবেন।

“আজকে স্কুল কলেজে যুবক-যুবতীরা যে এত উশৃঙ্খল হয়ে উঠেছে তার কারণ কী বলে আপনি মনে করেন? তাদের বাবামা কি ঠিক মতো শিক্ষা দেন না? নাকি অন্য কোন কারণ হবে, যেমন শয়তান দিয়াবলের প্রভাব?” উত্তরের জন্য সুযোগ দিন। যদি গৃহকর্তা বলেন যে এটা “দিয়াবলের,” তাহলে প্রকাশিত বাক্য ১২:​৯, ১২ পদ পড়ুন। জগতের এই অশান্ত অবস্থার জন্য যে শয়তান দায়ী, তা বলুন। এরপর চান ব্রোশারের ৪র্থ পাঠটা খুলুন এবং তাকে জিজ্ঞেস করুন যে দিয়াবল কোথা থেকে এসেছে, তা তিনি কখনও ভেবে দেখেছেন কিনা। এর থেকে প্রথম দুটো অনুচ্ছেদ পড়ুন ও আলোচনা করুন। কিন্তু, গৃহকর্তা যদি বলেন যে “বাবামায়েরা ঠিক মতো শিক্ষা দেন না,” তাহলে ২ তীমথিয় ৩:১-৩ পদ পড়ুন এবং বলুন যে এখানে বলা স্বভাবগুলোর কারণে আজকে এই সমস্যা হচ্ছে। এরপর চান ব্রোশারের ৮ম পাঠ খুলুন এবং ৫ অনুচ্ছেদ পড়ুন ও আলোচনা চালিয়ে যান।

“আপনি নিশ্চয়ই এ বিষয়ে একমত হবেন যে, অনেক লোকই ঈশ্বরে বিশ্বাস করে। যারা তাঁকে বিশ্বাস করে তারা সকলেই একমত যে ঈশ্বর আমাদের কাছ থেকে কিছু চান। কিন্তু যে ব্যাপারে লোকেরা একমত হতে পারে না তা হল, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?” তারপর চান ব্রোশার দেখান, এর থেকে ১ম পাঠটা খুলুন ও আলোচনা করুন।

“আধুনিক দিনে আমরা যে সমস্ত কঠিন সমস্যাগুলোর সম্মুখীন হই, আপনি কি মনে করেন যে প্রার্থনা আমাদের কাছে বাস্তব সাহায্য হতে পারে? [উত্তরের জন্য সুযোগ দিন।] অনেকে বলেন যে প্রার্থনা তাদেরকে মনের শক্তি দেয়। [ফিলিপীয় ৪:​৬, ৭ পদ পড়ুন।] তাসত্ত্বেও, একজন ব্যক্তি হয়তো মনে করতে পারে সে তার প্রার্থনার উত্তর পায় না। [চান ব্রোশারের ৭ম পাঠ খুলুন।] এই ব্রোশার জানায় যে কীভাবে প্রার্থনা আমাদের সবচেয়ে বেশি উপকার করে।”

“জগতে কেন এত ধর্ম রয়েছে সেই বিষয়ে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলছি। অথচ মাত্র একটা বাইবেল রয়েছে। ধর্মের মধ্যে কেন এত বিভ্রান্তি আছে বলে আপনি মনে করেন? [উত্তরের জন্য সুযোগ দিন। চান ব্রোশারের পাঠ ১৩ খুলুন এবং শুরুর প্রশ্নগুলো পড়ুন।] এই পাঠটা পড়লে আপনি ওই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর পাবেন।”

একজন ব্যক্তির কাছে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলো অর্পণ করার পর, আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি তাকে ছোট্ট একটা অনুচ্ছেদ পড়ে শোনাবেন কি না। ব্যক্তি যদি তা পড়ার সুযোগ দেন, তাহলে চান ব্রোশারের ৫ম পাঠটা খুলুন। পাঠের শুরুতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো পড়ুন আর আপনি যখন প্রথম অনুচ্ছেদটা পড়েন, তখন প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে তা শুনতে বলুন। অনুচ্ছেদটা পড়ার পর, প্রশ্নটা জিজ্ঞেস করুন ও তাকে এর উত্তর দিতে বলুন। ব্রোশারটা অর্পণ করুন আর যদি তিনি সেটা নেন, তাহলে তার কাছ থেকে তালিকার পরের প্রশ্ন দুটোর উত্তর জানার জন্য ফিরে আসার ব্যবস্থা করুন।

জ্ঞান বই অর্পণ করার জন্য বিভিন্ন পরামর্শ

বাইবেল হাতে নিয়ে এই বলে শুরু করুন: “আজকে আপনাদের এলাকায় আমরা প্রত্যেককে একটা শাস্ত্রপদ পড়ে শোনাচ্ছি। এটা বলে . . .।” যোহন ১৭:৩ পদ পড়ুন ও এরপর জিজ্ঞেস করুন: “আপনি কি লক্ষ্য করেছেন যে আমাদের যদি সঠিক জ্ঞান থাকে, তাহলে কী প্রতিজ্ঞা করা হয়েছে? [উত্তরের জন্য সুযোগ দিন।] একজন ব্যক্তি কোথায় এই জ্ঞান খুঁজে পাবেন?” উত্তর পাওয়ার পর, জ্ঞান বইটা দেখান আর বলুন: “এই বই সেই জ্ঞানের বিষয় জানায়, যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল সম্বন্ধে লোকেরা সচরাচর যে প্রশ্নগুলো করে থাকে, এখানে সেগুলোর উত্তর রয়েছে।” সূচিপত্রটা দেখান এবং ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে এই বিষয়গুলোর কোন একটা নিয়ে তিনি কখনও ভেবে দেখেছেন কি না।

“আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, আমাদের চারিদিকে আমরা যে অন্যায় ও দুঃখকষ্ট দেখতে পাচ্ছি, অথবা এমনকি নিজেরা ভোগ করি সে সম্বন্ধে ঈশ্বর সত্যিই চিন্তা করেন কি না? [উত্তরের জন্য সুযোগ দিন।] বাইবেল আমাদের এই আশ্বাস দেয় যে, ঈশ্বর আমাদের ভালবাসেন আর তাই কষ্টের সময়ে তিনি আমাদেরকে সাহায্য করবেন।” গীতসংহিতা ৭২:​১২-১৭ পদ পড়ুন। জ্ঞান বইয়ের ৮ অধ্যায় খুলুন আর বলুন যে, কেন ঈশ্বর কষ্টভোগের অনুমতি দিয়েছেন? লক্ষ লক্ষ লোকের এই প্রশ্নের এক সান্ত্বনাজনক উত্তর এই বইটা দেয়। যদি সম্ভব হয়, তাহলে ৩ থেকে ৫ অনুচ্ছেদে যে শাস্ত্রীয় যুক্তি রয়েছে সেটা আলোচনা করুন অথবা পুনর্সাক্ষাতে সেটা আলোচনা করুন।

“আমাদের অনেকেই প্রিয়জনকে মৃত্যুতে হারিয়েছি। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে তাদেরকে আবার দেখতে পাবেন কি না? [উত্তরের জন্য সুযোগ দিন।] যীশু প্রমাণ করেছিলেন যে আমাদের প্রিয়জনদের মৃত্যু থেকে উদ্ধার করা সম্ভব। [যোহন ১১:​১১, ২৫, ৪৪ পদ পড়ুন।] এমনকি যদিও বহু শতাব্দী আগে ঘটেছিল কিন্তু এটা দেখায় যে ঈশ্বর আমাদের জন্য কী করার প্রতিজ্ঞা করেছেন।” জ্ঞান বইয়ের ৮৫ পৃষ্ঠায় ছবিটা খুলুন ও ছবির নিচে শিরোনামটা পড়ুন। এরপর ৮৬ পৃষ্ঠার ছবিটা দেখান ও এর উপর মন্তব্য করুন। এই প্রশ্নটা করে পরের বার আসার ব্যবস্থা করে আসুন: “আপনি কি জানতে চান যে, কেন মানুষ বৃদ্ধ হয় ও মারা যায়?” ৬ অধ্যায় আলোচনা করার জন্য ফিরে যান।

“আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কেন মানুষ দীর্ঘ জীবনের জন্য আকুল আকাঙ্ক্ষী?” উত্তর পাওয়ার পর, জ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়টা খুলুন এবং অনুচ্ছেদ ৩ পড়ুন। উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর যুক্তি দেখান। অনুচ্ছেদের শেষে প্রশ্ন দুটো দেখিয়ে গৃহকর্তাকে জিজ্ঞেস করুন যে তিনি এগুলোর উত্তর জানতে চান কি না। যদি তিনি ইচ্ছুক হন, তাহলে পরের কয়েকটা অনুচ্ছেদ আলোচনা করুন।

“আমরা লোকেদেরকে জিজ্ঞেস করছি যে তারা এটা . . . বিশ্বাস করে কি না।” আদিপুস্তক ১:১ পদ পড়ুন এবং এরপর জিজ্ঞেস করুন: “আপনি কি এই কথাগুলোর সঙ্গে একমত?” যদি ব্যক্তি একমত হন, তাহলে বলুন: “আমিও একমত। কিন্তু, আপনি কি মনে করেন যে ঈশ্বর যদি সমস্ত কিছু সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি দুষ্টতার জন্যও দায়ী?” ব্যক্তির উত্তর জানার পর, উপদেশক ৭:২৯ পদ পড়ুন। জ্ঞান বইয়ের ৮ অধ্যায় খুলুন এবং ২ অনুচ্ছেদটা পড়ুন। যদি তিনি আদিপুস্তক ১:১ পদের সঙ্গে একমত না হন, তাহলে সৃষ্টিকর্তা যে আছেন, সেই বিষয়ে তাকে প্রমাণ পরীক্ষা করে দেখতে বলুন।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ৮৪-৬ পৃষ্ঠা দেখুন।

“আপনি কি একমত হবেন না যে, আজকে নৈতিক মান রাতারাতি পালটে যাচ্ছে আর তাই জীবনের জন্য আমাদের এক নির্ভরযোগ্য নির্দেশনার দরকার? [উত্তরের জন্য সুযোগ দিন।] বাইবেল সবচেয়ে পুরনো বই হলেও, আজকের আধুনিক জীবনযাপন ও সুখী পারিবারিক জীবন সম্বন্ধে বাস্তবধর্মী পরামর্শ দান করে।” তারপর জ্ঞান বইয়ের ২ অধ্যায় খুলুন আর অনুচ্ছেদ ১০ ও ১১ অনুচ্ছেদের প্রথম বাক্যটা এবং ২ তীমথিয় ৩:​১৬, ১৭ পদগুলো পড়ুন।

“আপনি কি জানতে চান যে আমাদের এবং এই পৃথিবীর ভবিষ্যৎ কী? [উত্তরের জন্য সুযোগ দিন।] পরমদেশ​—⁠এই একটা শব্দ দ্বারা বাইবেল ভবিষ্যৎকে সারসংক্ষেপ করে! সেখানে তিনি তাঁর সৃষ্ট প্রথম মানব দম্পতিকে রেখেছিলেন। এটা কেমন ছিল সেই সম্বন্ধে এই বর্ণনাটা লক্ষ্য করুন।” জ্ঞান বইয়ের ৮ পৃষ্ঠা খুলুন এবং “পরমদেশে জীবন” এই উপশিরোনামের নিচে ৯ অনুচ্ছেদ পড়ুন। তারপর ১০ অনুচ্ছেদের বিষয়গুলো আলোচনা করুন এবং উল্লেখিত শাস্ত্রপদ যিশাইয় ৫৫:​১০, ১১ পদ পড়ুন। পুঃস্থাপিত পরমদেশে জীবন কীরকম হবে সে সম্বন্ধে ১১-১৬ অনুচ্ছেদ ব্যবহার করে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিন।

যাদের কাছে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা অর্পণ করেছেন, তাদের কাছে ফিরে গিয়ে আপনি এরকম বলতে পারেন:

“গতবার এসে আমি আপনাকে একটা প্রহরীদুর্গ পত্রিকা দিতে পেরে খুশি হয়েছিলাম। সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে পত্রিকার সম্পূর্ণ শিরোনাম হল, প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে। আজকে আমি জানাতে চাই যে এই রাজ্য আসলে কী এবং আপনার ও আপনার পরিবারের জন্য এটা কী অর্থ রাখে।” এরপর চান ব্রোশারের ৬ষ্ঠ পাঠ খুলুন এবং গৃহকর্তা যতখানি সময় দেন, ঠিক ততখানি সময় পড়ুন ও আলোচনা করুন।

“আমি কয়েকদিন আগে আপনার সঙ্গে দেখা করে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা দিয়ে গিয়েছিলাম। এই পত্রিকাগুলো বাইবেল এবং এর নৈতিক নির্দেশনার প্রতি লোকেদের শ্রদ্ধা বাড়িয়ে তোলে। যেহেতু আমি মনে করি যে প্রত্যেকের জন্য বাইবেল বোঝা খুবই জরুরি, তাই আমি আপনাকে এমন কিছু বিষয় দেখাতে ফিরে এসেছি, যা আপনাকে তা করতে সাহায্য করবে।” চান ব্রোশার অথবা জ্ঞান বইটা দেখান এবং বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন।

১৯২ পৃষ্ঠার পুরনো যে কোন বই অর্পণ করার সময়, আপনি এই উপস্থাপনাটা ব্যবহার করতে পারেন:

“উন্নতমানের শিক্ষা যে খুবই দরকার সেই বিষয়ে অনেক জোর দেওয়া হয়। আপনার মতে, কেউ যদি জীবনে পরম সুখ ও সফলতা পেতে চায়, তাহলে তার জন্য কীধরনের শিক্ষা নেওয়া উচিত? [উত্তরের জন্য সুযোগ দিন। এরপর হিতোপদেশ ৯:​১০, ১১ পদ পড়ুন।] এই ছোট বইটা [যে বইটা অর্পণ করছেন তার শিরোনামটা বলুন] বাইবেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটা সেই জ্ঞানের একমাত্র উৎসের প্রতি নির্দেশ করে যা অনন্ত জীবনে পরিচালিত করে।” বই থেকে একটা নির্দিষ্ট উদাহরণ দেখান এবং সেটা পড়ার জন্য ব্যক্তিকে উৎসাহ দিন।

অন্যান্য প্রকাশনাগুলো

অন্যান্য বই এবং ব্রোশার উপস্থাপনার জন্য ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্স-এ এই শিরোনামের নিচে প্রস্তাব পাওয়া যাবে:

উপস্থাপনাগুলো

প্রকাশনার তালিকা

সরাসরি আমন্ত্রণ

বাইবেল অধ্যয়নের জন্য সরাসরি আমন্ত্রণ জানাতে এই উপস্থাপনাগুলোর একটা ব্যবহার করুন:

“আপনি কি জানেন যে মাত্র কয়েক মিনিট সময় দিলে, আপনি বাইবেলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে পারেন? উদাহরণ হিসেবে, . . .।” তারপর, একটা প্রশ্ন করুন যেটা চান ব্রোশারের কোন একটা পাঠের আরম্ভে দেখা যায় এবং যেটা ব্যক্তির হৃদয় স্পর্শ করবে বলে আপনি মনে করেন।

“আমরা কীভাবে বিনা পয়সায় লোকেদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করি, তা আমি আপনাকে দেখাতে চাই। এর জন্য আমি মাত্র পাঁচ মিনিটের মতো সময় নেব। আপনি কি পাঁচ মিনিট সময় দিতে পারবেন?” যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কীভাবে অধ্যয়ন করা হয় সেটা দেখানোর জন্য চান ব্রোশারের ১ম পাঠটা ব্যবহার করুন আর কেবল একটা অথবা দুটো বেছে নেওয়া শাস্ত্রপদ পড়ুন। এরপর জিজ্ঞেস করুন: “কখন আপনি ১৫ মিনিটের মতো সময় দিতে পারবেন, যাতে আমরা পরের পাঠটা আলোচনা করতে পারি?”

“অনেকের কাছে বাইবেল আছে কিন্তু তারা জানেন না যে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বাইবেল দিয়ে থাকে। এই অধ্যয়ন সহায়কটা থেকে [চান ব্রোশার অথবা জ্ঞান বই] সপ্তায় একদিন এক ঘন্টা আলোচনা করে আপনি অল্প কয়েক মাসের মধ্যে বাইবেল সম্বন্ধে মৌলিক ধারণা পেতে পারেন। কীভাবে আমরা বাইবেল অধ্যয়ন করি সেটা আপনাকে দেখাতে পেরে আমি খুশি হব।”

“আমি আপনার সঙ্গে বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য সাক্ষাৎ করছি। অনুমতি পেলে, আমি মাত্র কয়েক মিনিটে আপনাকে দেখাতে চাই যে, কীভাবে দ্বীপ ও দেশ মিলিয়ে প্রায় ২০০টা জায়গায় লোকেরা পরিবারগতভাবে বাইবেল আলোচনা করে থাকে। এখান থেকে যে কোন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। [জ্ঞান বইয়ের সূচিপত্রটা দেখান।] কোন্‌ বিষয়টা বিশেষভাবে আপনাকে আগ্রহী করে?” বেছে নেওয়ার জন্য অপেক্ষা করুন। যে বিষয়টা বাছাই করেছেন, সেই অধ্যায় খুলুন এবং প্রথম অনুচ্ছেদ থেকে অধ্যয়ন আরম্ভ করুন।

“আমি বিনামূল্যে বাইবেল থেকে শিক্ষা দিচ্ছি এবং আরও ছাত্রদের জন্য আমার তালিকায় সময় আছে। বাইবেল অধ্যয়নের জন্য আমরা এই সহায়কটা ব্যবহার করি। [জ্ঞান বইটা দেখান।] মাত্র কয়েক মাসে আপনি এইধরনের প্রশ্নের উত্তর পেতে পারেন: কেন ঈশ্বর কষ্টভোগের অনুমতি দিয়েছেন? কেন আমরা বৃদ্ধ হই ও মারা যাই? আমাদের মৃত প্রিয়জনদের কী অবস্থা? আর কীভাবে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি? আমি কি একটা পাঠ অধ্যয়ন করে দেখাতে পারি?”

আপনি যদি এমন কোন কার্যকারী উপস্থাপনা খুঁজে পান যা আগ্রহ জাগিয়ে তোলে, তাহলে সেটা ব্যবহার করে চলার সর্বাত্মক চেষ্টা করুন! চলতি মাসে অর্পণের জন্য যে সাহিত্য রয়েছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার