ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৬ পৃষ্ঠা ৮
  • ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অকৃত্রিমভাবে অন্যদের প্রতি চিন্তা করার দ্বারা যিহোবাকে অনুকরণ করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন ব্রোশার অর্পণ করা হবে!
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সান্ত্বনা খুঁজে পেতে অন্যদের সাহায্য করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৬ পৃষ্ঠা ৮

ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা

১ সত্যকে জানা এবং যারা উদ্যমের সাথে সুসমাচার ঘোষণা করে তাদের মধ্যে থাকা কতই না আনন্দের! যে সকল লোকেরা ঈশ্বরের সংগঠনের বাইরে রয়েছে, তাদের অত্যন্তভাবে রাজ্যের সুসমাচার শোনার প্রয়োজন। আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি” এই ব্রোশারগুলিতে সরলভাবে রাজ্য সম্বন্ধীয় সত্যকে ব্যাখ্যা করা হয়েছে। সেগুলি স্পষ্টভাবে ঈশ্বরের রাজ্যের অধীনে পৃথিবীতে জীবন সম্বন্ধে প্রাণবন্ত বর্ণনা দেয় আর সেগুলি রাজ্যের বাস্তবতার প্রতি পাঠককে পরিচালিত করে যা ঈশ্বরের বাক্যে ব্যাখ্যা করা হয়েছে। অবশ্য, একজন আগ্রহী ব্যক্তির কাছে কোন একটি ব্রোশার অর্পণ করা হল আমাদের কাজের সূচনামাত্র। (১ করি. ৯:২৩) আসুন তৎপরতার সাথে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটির সাহায্যে অধ্যয়নের প্রস্তাব করার লক্ষ্য নিয়ে সমস্ত অর্পণগুলিকে অনুসরণ করি। আগস্ট মাসে এটি আমরা কিভাবে সম্পাদন করতে পারি?

২ “আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?,” ব্রোশারটি অর্পণের সময়ে আপনি এটি বলে চেষ্টা করতে পারেন:

◼“যে সমস্ত লোকের সাথে আমি কথা বলেছি তাদের অধিকাংশই উপলব্ধি করে যে আজকের জগতে বৃহৎ সমস্যা সকল রয়েছে আর তারা বলে যে তারা সেগুলির সমাধান দেখতে চায়। [আঞ্চলিক সমস্যাগুলির বিষয় উল্লেখ করুন, যেমন বেকারত্ব, অপরাধের বৃদ্ধি অথবা ড্রাগের অপব্যবহার।] এই বিষয়গুলি আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের জন্য ভবিষ্যৎ সম্বন্ধে খুবই নিরাপত্তাহীন বলে অনুভব করায়। আপনি কি মনে করেন কখনও এমন সময় হবে যখন আমাদের এই সমস্যাগুলির কোনটাই আর থাকবে না? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] সম্ভবত আপনার বাইবেলের অংশগুলি পড়ার সুযোগ হয়েছে। যদি হয়ে থাকে, তাহলে আপনি কি ভবিষ্যতের জন্য এটি কী প্রতিজ্ঞা করে তা পড়েছেন?” আমাদের সমস্যাগুলি ব্রোশারটির ১৯ ও ২০ পৃষ্ঠা খুলুন এবং নতুন জগৎ সম্বন্ধে সেখানে উদ্ধৃত উৎসাহজনক শাস্ত্রপদগুলির কয়েকটি পড়ুন, যেমন যিশাইয় ৩৩:২৪; ৩৫:৫, ৬, ৭ এবং গীতসংহিতা ৪৬:৯ অথবা ৭২:১৬. ব্রোশারটি অর্পণ করুন।

৩ যদি “আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?” ব্রোশারটি অর্পণ করা হয়ে থাকে, তাহলে পুর্নসাক্ষাতের সময়ে আপনি এই বলে আলোচনা শুরু করতে পারেন:

◼“গতবারে আমরা আমাদের সমস্যা সমাধান করার এবং এক উত্তম জগৎ প্রতিষ্ঠিত করার জন্য ঈশ্বর যে প্রতিজ্ঞাগুলি করেছেন সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। যে ব্রোশারটি আমি আপনার কাছে ছেড়ে গিয়েছিলাম, আমরা বাইবেলে বিশ্বাস করতে পারি কি না এবং কিভাবে আমরা জানি যে উত্তম পরিস্থিতি আমাদের দিনে আসতে চলেছে সেই বিষয়ে আলোচনা করে। উদাহরণস্বরূপ, এটি দেখায় যে হাজার হাজার বছর আগে বাইবেল সঠিকভাবে ভাববাণী করেছিল আমাদের দিনে পরিস্থিতি কিরূপ হবে এবং জানিয়েছিল যে জগতের পরিবর্তন যে আসন্ন এই মন্দ পরিস্থিতি হবে তার চিহ্ন।” আমাদের সমস্যাগুলি ব্রোশারটির ১২ পৃষ্ঠা খুলুন এবং “চিহ্ন” নামক শিরোনামের নিচে প্রথম অনুচ্ছেদটি পড়ুন। তারপর বলুন: “আজকে আমরা কি এইধরনের পরিস্থিতি দেখতে পাই না? আপনি কি জানেন সেগুলি কিসের পূর্বাভাস?” উত্তরের জন্য অপেক্ষা করুন। ২ পিতর ৩:৯, ১৩ পদ পড়ুন। গৃহ বাইবেল অধ্যয়নের মাধ্যমে আরও শেখার জন্য উৎসাহ দিন।

৪ খুব সংক্ষিপ্ত একটি উপস্থাপনা দিয়ে “পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!,” ব্রোশারটি অর্পণ করা যেতে পারে। এর প্রচ্ছদ পৃষ্ঠাটি দেখানোর সময়ে আপনি হয়ত বলতে পারেন:

◼“আমি আপনাকে এমন কিছু দেখাতে চাই যেটি এক অপূর্ব বার্তা বহন করে।” পৃথিবীতে জীবন নামক ব্রোশারটি খুলুন এবং ভূমিকার প্রথম অনুচ্ছেদটি পড়ুন। তারপর আরও বলুন: “এটি এই প্রশ্নটিরও উত্তর দেয় [চিত্র নম্বর ৮ এর উপরে শিরোনামটি খুলুন]: ‘মানুষ কেন মরে?’ ছবিগুলির দ্বারা অধ্যয়ন করা এবং এই ব্রোশারের মধ্যে যে উদ্ধৃতিগুলি রয়েছে তা পড়া আপনি আগ্রহজনক বলেই মনে করবেন। আপনি যদি তা করতে চান, তাহলে আপনি হয়ত এই কপিটি নিতে পারেন।” যদি ব্রোশারটি গৃহীত হয়, তাহলে গৃহকর্তার কাছে এইধরনের একটি প্রশ্ন রেখে যান যেমন: “এইধরনের পরিস্থিতিতে বাস করতে হলে আপনাকে কী করতে হবে বলে আপনি মনে করেন?” আর বলুন প্রশ্নটির উত্তর দিতে আপনি পুনরায় ফিরে আসবেন।

৫ “পৃথিবীতে জীবন” ব্রোশারটি অর্পণের ক্ষেত্রে পুনর্সাক্ষাৎ করার সময়ে আপনি কী বলবেন? আপনি এটি উপস্থিত করার চেষ্টা করতে পারেন:

◼পৃথিবীতে জীবন ব্রোশারটির ৪৯ নম্বর চিত্রটি দেখান এবং জিজ্ঞাসা করুন, “এটি কি একটি সুন্দর চিত্র নয়? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] এটি সেই ব্রোশারটির মধ্যে রয়েছে, গতবারের সাক্ষাতে আপনার কাছে আমি যেটি ছেড়ে গিয়েছিলাম। পরবর্তী পৃষ্ঠার প্রশ্নটি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই।” চিত্র নম্বর ৫০ খুলুন এবং প্রশ্নটি পড়ুন: “‘আপনি কি ঐ সুন্দর পরমদেশে অনন্তকাল বাস করতে চান?’ [উত্তরের জন্য অপেক্ষা করুন।] যদি সেটি আপনার ইচ্ছা হয়ে থাকে, তাহলে লক্ষ্য করুন আপনার কি করা উচিত বলে এটি বলে: ‘তাহলে ঈশ্বর কি বলেন তা আরও শিখুন।’ [যোহন ১৭:৩ পদ পড়ুন।] আমি আপনার সাথে বিনামূল্যে বাইবেল অধ্যয়ন করতে পারলে খুশি হব। আপনি কি তা চান?” পুনরায় ফিরে যাওয়ার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করুন।

৬ “দেখ! আমি সকলই নূতন করিতেছি” ব্রোশারটি অর্পণের সময়ে সমগ্র প্রচ্ছদ পৃষ্ঠার ছবিটি দেখিয়ে শুরু করে আপনি জিজ্ঞাসা করতে পারেন:

◼“সমগ্র জগৎ দেখতে এইরকম হওয়ার জন্য কিসের দরকার বলে আপনি মনে করেন?” উত্তরের জন্য অপেক্ষা করুন। চিত্রটির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করুন যেটি ৩ পৃষ্ঠার সাথে সম্বন্ধযুক্ত। তারপর বলুন: “অধিকাংশ লোকই জগৎকে এই অবস্থায় পরিণত করা অসম্ভব বলে মনে করে। কিন্তু ঈশ্বরের পক্ষে তা সম্পাদন করা অসম্ভব নয়। [অনুচ্ছেদ ৪৩-এ বিষয়গুলি দেখুন; তারপর যিশাইয় ৯:৬, ৭ পদ পড়ুন।] ঈশ্বর এক নতুন জগৎ আনার সম্বন্ধে প্রতিজ্ঞা করেছেন যার মধ্যে বিভিন্ন জাতির লোকেরা এক অপূর্ব পরমদেশ উপভোগ করবে। আমি চাই আপনি এই ব্রোশারটি পড়ুন। এটি দেখাবে কিভাবে আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের তৈরি এক অপূর্ব ভবিষ্যৎ উপভোগ করতে পারেন।”

৭ বাইবেল সম্বন্ধে কেন আরও শেখার প্রয়োজন আছে তা ব্যাখ্যা করতে পুনর্সাক্ষাৎ করার সময়ে আপনি “দেখ!” ব্রোশারটি ব্যবহার করতে পারেন। সম্ভবত পুনরায় প্রচ্ছদ পৃষ্ঠাটি দেখিয়ে বলতে পারেন:

◼“যখন প্রথম এই চিত্র আমি আপনাকে দেখিয়েছিলাম, আমরা একমত হয়েছিলাম যে এইধরনের এক অপূর্ব পৃথিবীতে বাস করতে আমরা পছন্দ করব। এটিকে সম্ভবপর করার জন্য আমাদের সকলেরই কিছু করা প্রয়োজন।” “দেখ!” ব্রোশারের অদুচ্ছেদ ৫২ খুলুন; অনুচ্ছেদ এবং যোহন ১৭:৩ পদটি পড়ুন। উপযুক্ত বাইবেল শিক্ষা সম্বন্ধে ৫৩ অনুচ্ছেদের উদাহরণটির সাথে এই তথ্যটিকে সম্বন্ধযুক্ত করুন এবং তারপর ব্যাখ্যা করুন যে যিহোবার সাক্ষীরা বিনামূল্যে গৃহেতে এইধরনের শিক্ষা প্রদান করে থাকে। জ্ঞান বইটি ব্যবহার করে আমাদের অধ্যয়ন পদ্ধতির নমুনাটি প্রদর্শন করুন।

৮ যদি আপনি অন্য ব্রোশারগুলি ব্যবহার করেন, তাহলে উপরে যেগুলির প্রস্তাব করা হয়েছে সেগুলিকে আদর্শ হিসাবে ব্যবহার করে আপনি আপনার নিজস্ব উপস্থাপনা প্রস্তুত করতে পারেন। যেখানে আগ্রহ দেখা গিয়েছে, সেখানে গৃহকর্তার নাম ও ঠিকানা লিখে রাখতে এবং যে প্রসঙ্গটি আলোচিত হয়েছে তার নোট নিতে নিশ্চিত হোন যাতে করে পুনর্সাক্ষাতের সময়ে আপনি ফলপ্রদ আলোচনা করতে পারেন। ভালভাবে প্রস্তুত করুন এবং যিহোবার আশীর্বাদের অন্বেষণ করুন যখন আপনি রাজ্যের সুসমাচার ঘোষণা করেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার