নতুন ব্রোশার অর্পণ করা হবে!
১. নভেম্বর মাসে আমরা কী অর্পণ করব আর এই প্রকাশনাটির উদ্দেশ্য কী?
১ দু-হাজার নয় সালের আমাদের “জেগে থাকুন!” জেলা সম্মেলনে একটি নতুন ব্রোশার প্রকাশ করা হয়েছিল, যেটির শিরোনাম বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? পৃথিবীব্যাপী মণ্ডলীগুলো নভেম্বর মাসে প্রথমবারের মতো এটি অর্পণ করবে। কীভাবে এই প্রকাশনাটি আমাদের এলাকার লোকেদেরকে উপকৃত করবে? অধিকাংশ লোক, বিশেষ করে ন-খ্রিস্টীয় ধর্মগুলোর লোকেরা বাইবেল সম্বন্ধে সামান্যই জানে। তাই, ৩ পৃষ্ঠায় ব্রোশারটি ব্যাখ্যা করে যে, “বাইবেল সম্বন্ধে এক সারাংশ” প্রদান করার জন্য এটি তৈরি করা হয়েছে।
২. আমরা কীভাবে ব্রোশারটি অর্পণ করতে পারি?
২ যেভাবে এটি অর্পণ করা যায়: খ্রিস্টীয়জগতের সদস্য এমন একজন গৃহকর্তার কাছে আমরা এইরকম কিছু বলতে পারি: “এটি যা বলে, সেই বিষয়ে আমরা আপনার মতামত জানতে আগ্রহী। [২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন।] আমরা যাদের সঙ্গে কথা বলছি তাদের অনেকেই এই কথাগুলোর সঙ্গে একমত; অন্যেরা মনে করে যে, বাইবেল একটি ভালো বইয়ের চেয়ে আর বেশি কিছু নয়। বাইবেল সম্বন্ধে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমাদের ধর্মীয় বিশ্বাস যা-ই হোক না কেন, আমাদের নিজেদের জন্য বাইবেল পরীক্ষা করে দেখার উত্তম কারণগুলো রয়েছে। [৩ পৃষ্ঠার ওপরে দেওয়া ভূমিকামূলক অনুচ্ছেদটি পড়ুন।] আপনি যখন এই ব্রোশারে বাইবেল সম্বন্ধীয় রোমাঞ্চকর সারাংশ পড়বেন, তখন আপনি আগ্রহজনক কিছু দেখতে পাবেন: বাইবেলে একটাই সার্বিক বিষয়বস্তু ও বার্তা রয়েছে।”
৩. আরেকটা উপস্থাপনা কী যেটা হয়তো আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে সেই এলাকায় যেখানে অনেকেই ন-খ্রিস্টীয় ধর্মের সদস্য?
৩ এখানে আরেকটা প্রস্তাবনা দেওয়া হল, বিশেষ করে এমন কারো কাছে যখন প্রচার করছেন যিনি ন-খ্রিস্টীয় ধর্মের একজন সদস্য অথচ আপাতদৃষ্টিতে বাইবেলের প্রতি যার কিছুটা সম্মান রয়েছে: “আপনি কি মনে করেন যে, ঈশ্বর সেই মৃদুশীল ব্যক্তিদের সম্বন্ধে চিন্তা করেন, যারা প্রায়ই উৎপীড়ন ও অবিচার ভোগ করে থাকে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] তাদের মুক্তির জন্য তিনি যে-প্রতিজ্ঞাগুলো করেছেন, আমি কি বাইবেল থেকে আপনাকে সেগুলো পড়ে শোনাতে পারি? [গৃহকর্তা যদি অনুমতি দেন, তাহলে গীতসংহিতা ৩৭:১১ পদ পড়ুন।] এই ভবিষ্যদ্বাণীটি যখন পরিপূর্ণ হবে, তখন পৃথিবী কেমন হবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এটা হল বাইবেল থেকে আশা ও সান্ত্বনা সম্বন্ধীয় একটা উদাহরণ, যা সমস্ত সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের লোকেরা লাভ করতে পারে।” ৩ পৃষ্ঠার ওপরে দেওয়া অনুচ্ছেদটি পড়ুন ও ব্রোশারটি অর্পণ করুন।
৪. কীভাবে আমরা একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য ব্রোশারটি ব্যবহার করতে পারি?
৪ একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন: ফিরে গিয়ে আমরা গৃহকর্তাকে আমাদের আগের বারের কথোপকথনের বিষয়ে মনে করিয়ে দিতে পারি ও নির্ধারিত অংশের শেষে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে, যে-বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেটার ওপর এক অথবা দুটো অনুচ্ছেদ বিবেচনা করতে পারি। অথবা তখনই যদি বাইবেল শিক্ষা দেয় বইটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উপযুক্ত বলে মনে হয়, তাহলে আমরা তার সঙ্গে ব্রোশারের শেষ পৃষ্ঠাটি পড়ে তাকে বইটি দিতে পারি ও তাকে জিজ্ঞেস করতে পারি যে, অধ্যায়ের শিরোনামগুলোর কোনটা তার কাছে আগ্রহজনক আর তারপর একসঙ্গে সেই অধ্যায়ের এক অথবা দুটো অনুচ্ছেদ বিবেচনা করতে পারি। নভেম্বর মাসে এই ব্রোশারটি অর্পণ করার ক্ষেত্রে আমরা সকলে যেন পূর্ণরূপে অংশ নিই!