বাইবেলের বার্তা ব্রোশারটি ব্যবহার করার একটা উপায়
আমাদের এলাকায় অনেকেই, বিশেষ করে ন-খ্রিস্টীয় ধর্মের ব্যক্তিরা, বাইবেলের সঙ্গে পরিচিত নয়। এই ধরনের ব্যক্তিদের সঙ্গে বাইবেল শিক্ষা দেয় বইটি নিয়ে অধ্যয়ন করার সময়, কিছু প্রকাশক তাদের ছাত্র-ছাত্রীদেরকে বাইবেলের সারাংশ সম্বন্ধে জানতে সাহায্য করার জন্য বাইবেলের বার্তা ব্রোশারটিও ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ, একজন ভাই বাইবেল শিক্ষা দেয় বইয়ের ৩ অধ্যায়টি আলোচনা করার সময় ব্রোশারটির প্রথম খণ্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে, তিনি প্রত্যেকবার অধ্যয়নের শেষে একটা করে খণ্ড আলোচনা করেন। আপনি কি এমন কারো সঙ্গে অধ্যয়ন করছেন যিনি বাইবেল সম্বন্ধে খুব কম জানেন অথবা একেবারেই জানেন না? ‘পবিত্র শাস্ত্রকলাপ যা পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্ করিতে পারে’ তা জানতে তাকে সাহায্য করার জন্য বাইবেল শিক্ষা দেয় বইয়ের বিষয়বস্তুর সঙ্গে অতিরিক্ত তথ্য হিসেবে বাইবেলের বার্তা ব্রোশারটি আলোচনা করুন।—২ তীম. ৩:১৫.