স্কুলের জন্য আগে থেকে প্রস্তুতি করুন
১ যদিও আমরা সকলে দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, আমাদের ছোট ছেলেমেয়েরা স্কুলে বিভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবিলা করে। স্কুলে অনেক উপভোগ্য জিনিস আছে, তবুও কয়েকটি জিনিস বিচলিত করতে পারে। প্রতি বছরে যুবক-যুবতীদের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকার কাছে পড়াশুনা করতে, নতুন পাঠ্যসূচী গ্রহণ করতে, ঘনিষ্ঠভাবে ছাত্রদের সঙ্গে মিশতে হয় যারা সম্পূর্ণ অচেনা। আমাদের যুবক-যুবতীরা স্কুলের আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করতে আর সহপাঠিদের সঙ্গে সদ্ভাব রাখতে চায়, কিন্তু তারা মনে রাখবে যে যা কিছু আধ্যাত্মিকরূপে ক্ষতি করতে পারে তার থেকে তাদের দূরে থাকতে হবে।—১ করি. ১৫:৩৩.
২ সাক্ষী ছেলেমেয়েদের ও যুবক-যুবতীদের জন্য এটি বিশেষ চিন্তার বিষয় জগতের কলুষিত প্রভাবকে এড়িয়ে চলা যা অনেক দেশের শিক্ষা ব্যবস্থাকে দূষিত করেছে। খ্রীষ্টীয় যুবক অথবা বয়স্ক যাই হোক না কেন সাহসী হয়ে নৈতিক বিষয়গুলির মান এবং চিন্তাধারা যা জগতে উন্নীত করা হচ্ছে, তা তাদের প্রত্যাখান করতে হবে, আর তারা ‘সাবধান হবে’ যিহোবার বাক্য পড়ে আর সেই অনুসারে চলে। (গীত. ১১৯:৯) চিন্তিত অভিভাবকদের জানা উচিত যে স্কুলের বিষয়গুলির মধ্যে কী অন্তর্ভুক্ত, যাতে তারা ছেলেমেয়েদের উপযুক্ত পরিচালনা দিতে পারেন। যদি স্কুলে অথবা অন্যথা এমন কিছু পড়ানো হচ্ছে যা যিহোবার সেবকদের মান হিসাবে পবিত্র ও মার্জিত বলা যায় না তাহলে সেটি এড়িয়ে চলা উচিত।—১ পিতর ১:১৫, ১৬.
৩ সাধারণত এই বিষয়গুলির সম্মুখীন হতে হয়, যেমন জাতীয় অনুষ্ঠান, ছুটির দিন, খেলাধূলা অথবা সামাজিক অনুষ্ঠান। স্কুল ও যিহোবার সাক্ষী ব্রোশার খ্রীষ্টীয় যুবক-যুবতীদের এই বিষয়ে সাহায্য করতে পারে। যদি পিতামাতারা নিজে উদ্যোগী হয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছে এই প্রকাশনার একটি কপি নিয়ে যান, যে পরিস্থিতি সম্ভবত সমস্যার সৃষ্টি করতে পারে তা অতিক্রম অথবা কমানো যেতে পারে। তারা বুঝাতে পারে শিক্ষক-শিক্ষিকাদের কাছে গিয়ে যে কেন যিহোবার সাক্ষীরা এই বিষয়গুলিতে অংশগ্রহণ করে না। যদি আমরা এই তথ্যগুলি শিক্ষক-শিক্ষিকাদের জানাই তাহলে আমরা সহযোগিতার মনোভাব গড়ে তুলতে পারি।
৪ আরও ভাল হবে যদি খ্রীষ্টীয় ছাত্র-ছাত্রীরা সবসময় তাদের ব্যাগে স্কুল ব্রোশারের নিজস্ব কপি অন্য বইয়ের সাথে রাখে। অন্য ছাত্রেরা আমাদের বিশ্বাস সম্বন্ধে প্রশ্ন তোলার ফলে অনেকসময় পরিস্থিতি আসে সাক্ষ্য দেওয়ার। এছাড়াও, সাক্ষী ছেলেমেয়েরা সবসময় তাদের সঙ্গে চিকিৎসা-বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা অথবা আইডেনটিটি কার্ড রাখবে তাতে বর্তমান তথ্য, সাক্ষ্যদান আর সাক্ষর করা থাকবে। এই নির্দেশনা যারা মেনে চলে তারা হল ‘সতর্ক লোক যারা বিপদ দেখিয়া আপনাকে লুকায়।’—হিতো. ২২:৩.