অল্পবয়স্কেরা—তোমাদের বিদ্যালয় শিক্ষার সুযোগের সদ্ব্যবহার কর
১ গ্রীষ্মের ছুটির পর আবার বিদ্যালয়ে যাওয়া শুরু করতে তোমার কেমন লাগে? বিদ্যালয়ের আর একটি বছর থেকে তুমি কি উপকার লাভ করছো? তোমার সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে সত্যকে বন্টন করে নেওয়ার যে সুযোগগুলি বিদ্যালয় তোমাকে দিয়ে থাকে তুমি কি সেই সুযোগের সদ্ব্যবহার কর? আমরা প্রত্যয়ী যে বিদ্যালয়ে তুমি তোমার সর্বোত্তমটাই করতে চাইবে।
২ ভাল ছাত্র হও: যদি তুমি ভালভাবে প্রস্তুত হয়ে ক্লাসে আস আর মন দিয়ে পড়াশোনা কর, তাহলে তুমি স্থায়ী উপকারগুলি লাভ করবে। বাড়ির কাজ করার জন্য অধ্যবসায়ী হও কিন্তু তোমার বিদ্যালয়ের কাজকর্মের দ্বারা ঐশিক কাজগুলিকে ব্যাহত হতে দিও না।—ফিলি. ১:১০.
৩ বিদ্যালয় বছরের শুরুতেই যিহোবার সাক্ষীরা এবং শিক্ষা (ইংরাজি) ব্রোশারটি পড়ে ফেলো। এরপর, তুমি অথবা তোমার বাবামা, তোমার শিক্ষকদের প্রত্যেককে এই ব্রোশারটির একটি করে প্রতিলিপি দাও। তাদের জানতে দাও যে তাদের যে কোন প্রশ্নের উত্তর তারা পেতে পারেন। এটি তাদের তোমার নীতিগুলি ও বিশ্বাস সম্পর্কে আরও ভালভাবে বুঝতে এবং তুমি যা শিখেছো তা যখন তুমি প্রয়োগ কর তখন তোমার সঙ্গে সহযোগিতা করতে সাহায্য করবে। অধিকন্তু এটি তোমার শিক্ষকদের এ বিষয়েও নিশ্চিত করবে যে যখন তারা তোমাকে মূল্যবান শিক্ষা অর্জন করার জন্য সাহায্য করেন, তুমি ও তোমার বাবামা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে ইচ্ছুক।
৪ ভাল সাক্ষী হও: বিদ্যালয়কে তোমার রীতিবহির্ভূত সাক্ষ্যদানের জন্য ব্যক্তিগত এলাকা হিসাবে মনে কর না কেন? বিদ্যালয়ে আগামী বছরটায়, সাক্ষ্যদানের জন্য তুমি অনুপম সুযোগগুলি পাবে। তোমার কাছে অপূর্ব আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার রয়েছে যা বন্টন করে নিলে, তুমি “আপনাকে ও যাহারা তোমার কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ” করতে পারবে। (১ তীম. ৪:১৬) আদর্শ খ্রীষ্টীয় আচরণ বজায় রেখে এবং যখনই সাক্ষ্যদান করা উপযুক্ত তখনই তা করে তুমি নিজেকে এবং অন্যদের উপকৃত করবে।
৫ একজন যুবক ভাই রীতিবহির্ভূতভাবে বিদ্যালয়ের সহছাত্রদের কাছে সাক্ষ্যদান করেছিল। অনুকূলভাবে যারা সাড়া দিয়েছিল তাদের মধ্যে ছিল একজন ক্যাথলিক, একজন নাস্তিক, যে যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদের উপহাস করত আর এক যুবক যে বিরামহীনভাবে সিগারেট খেত ও অত্যধিক মদ্যপান করত। সর্বসাকুল্যে, এই যুবক ভাইটি তার ১৫ জন সহপাঠীকে উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছিল!
৬ তাই অল্পবয়স্কেরা, শিক্ষাগ্রহণ এবং তোমাদের অনুপম সাক্ষ্যদানের এলাকায় কাজ করার জন্য যথাসাধ্য কর। আর তাহলেই বিদ্যালয় জীবন থেকে তোমরা সবচেয়ে বেশি উপকার উপভোগ করবে।