ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৮ পৃষ্ঠা ২
  • আগস্ট মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আগস্ট মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • আগস্ট ৩ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ১০ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ১৭ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ২৪ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ৩১ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৮ পৃষ্ঠা ২

আগস্ট মাসের পরিচর্যা সভাগুলি

আগস্ট ৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ২১৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। দেশের ও স্থানীয় মণ্ডলীর এপ্রিল মাসের পরিচর্যা রিপোর্টের উপর মন্তব্য করুন।

১৫ মি: “আগস্ট কি একটি স্বতন্ত্র মাস হবে?” প্রশ্নোত্তর। আগস্টে ও নতুন পরিচর্যা বছরের প্রত্যেকটি মাসে পরিচর্যায় অংশ নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করুন।

২০ মি: “মন ও হৃদয় উভয়ই স্পর্শ করার জন্য ব্রোশারগুলি ব্যবহার করুন।” শ্রোতাদের সঙ্গে আলোচনা। সংক্ষেপে সেই ব্রোশারগুলি পুনরালোচনা করুন যেগুলি লোকেদের গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় বিষয়গুলি সম্বন্ধে অবগত করার জন্য বহু বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। (প্রহরীদুর্গ প্রকাশনার বর্ণানুক্রমিক সূচি (ইংরাজি) ১৯৮৬-১৯৯৫ এর পৃষ্ঠা ৬৫২-৩ দেখুন।) সাম্প্রতিক ব্রোশারগুলি তুলে ধরুন এবং কারা এর প্রত্যেকটির একটি প্রতিলিপি পেতে আগ্রহী হবেন সেটি আলোচনা করুন। একটি অথবা দুটি নমুনা প্রদর্শন করুন।

গান ১৯১ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ১০ থেকে যে সপ্তাহ শুরু

গান ১২৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। আগস্ট মাসে ক্ষেত্রের পরিচর্যায় সমস্ত প্রকাশকদের অংশ নেওয়ার জন্য লক্ষ্য রাখার বিষয়টি সম্পর্কে উল্লেখ করুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: “অল্পবয়স্কেরা​—⁠তোমাদের বিদ্যালয় শিক্ষার সুযোগের সদ্ব্যবহার কর।” প্রশ্নোত্তর। এপ্রিল ৮, ১৯৯২, সচেতন থাক! (ইংরাজি), পৃষ্ঠা ১৭-১৯ এবং জুলাই ১৫, ১৯৯১, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২৩-৬ থেকে উপযুক্ত মন্তব্যগুলি অন্তর্ভুক্ত করুন।

গান ৩৭ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ১৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৬৩

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। রাস্তায়, পার্কে অথবা অন্যত্র যাদের কাছে সাক্ষ্য দেওয়া হয়েছে তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার জন্য কিভাবে নাম ও ঠিকানা সংগ্রহ করা যেতে পারে সে বিষয়ে সংক্ষেপে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান।

৩৫ মি: “শিষ্যকরণের জরুরি কাজের প্রতি এক প্রগতিশীল দৃষ্টি।” প্রশ্নোত্তর। অনুচ্ছেদ ৫, ১০ এবং ১১ পড়ুন। স্থানীয়ভাবে বাইবেল অধ্যয়নের কাজ কীরকম অগ্রগতি লাভ করছে সেটি পুনরালোচনা করুন। যারা অধ্যয়ন পরিচালনা করছেন তাদের সকলকে পুনরায় ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটি পড়ার জন্য উৎসাহিত করুন যাতে করে তারা তাদের শিক্ষাদানের কৌশলকে উন্নত করতে পারেন। এই ইনসার্টের অনুচ্ছেদ ৫ ও ২৫ আলোচনা করুন।

গান ১০৮ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ২৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ২১৩

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া “কুড়ি হাজার!” নামক বাক্সটি আলোচনা করুন। আগস্ট মাসে আর মাত্র একটি সপ্তাহশেষ বাকি থাকায়, মাস শেষ হওয়ার আগে পরিচর্যায় অংশ নিতে সকলকে উৎসাহিত করুন। ৩০শে আগস্ট অথবা সর্বশেষ ৩১শে আগস্টের মধ্যে আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা সকলকে মনে করিয়ে দিন। ৩রা সেপ্টেম্বরের মধ্যে সচিবকে সমস্ত রিপোর্ট গণনা করতে সাহায্য করার জন্য মণ্ডলীর বুকস্টাডি পরিচালকদের তাদের দলের প্রত্যেকে তাদের রিপোর্ট জমা দিয়েছেন কি না সেটি পরীক্ষা করে দেখা উচিত। “নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম” পুনরালোচনা করুন।

১৮ মি: অগ্রগামীর পরিচর্যায় কিভাবে লেগে থাকা যায়। সেপ্টেম্বর ১৫, ১৯৯৩, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২৮-৩১ এর উপর ভিত্তি করে বক্তৃতা। এমন একজন অগ্রগামীর সাক্ষাৎকার নিন যিনি গুরুতর সমস্যাগুলির সঙ্গে মোকাবিলা করেছেন ও নিয়মিতভাবে অগ্রগামীর কাজ করে চলেছেন।

১৫ মি: আমাদের রাজ্যের পরিচর্যা-র সদ্ব্যবহার করুন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। সাম্প্রতিক উদাহরণগুলি ব্যবহার করে, আমাদের রাজ্যের পরিচর্যা-র পৃষ্ঠাগুলি থেকে যে সময়োপযোগী তথ্যগুলি আমরা পাই এবং তা থেকে যে উপকারগুলি আমরা লাভ করি সেটি বর্ণনা করুন যেমন: (১) যে প্রবন্ধগুলি আমাদের পরিচর্যায় নিয়মিতভাবে অংশগ্রহণ করতে প্রণোদিত করে; (২) সেই অভিজ্ঞতাগুলি যা পবিত্র সেবায় আমাদের উৎসাহিত করে; (৩) সেই প্রস্তাবনাগুলি যা সুসমাচারকে কার্যকারীভাবে উপস্থিত করতে আমাদের সাহায্য করে; (৪) এখন পাওয়া যাচ্ছে এমন নতুন প্রকাশনাদি সম্বন্ধীয় ঘোষণাগুলি যা স্থানীয় এলাকায় উপকারী; (৫) পরিচর্যা রিপোর্টগুলি, যা রাজ্যের কাজের গতিকে নির্দেশ করে; (৬) ঐশিক সংবাদগুলি, যা জগদ্ব্যাপী রাজ্যের কাজের অগ্রগতি সম্বন্ধে বিবৃতি প্রদান করে; (৭) ঘোষণাবলি ও তালিকাগুলি যা আমাদের আসন্ন ঘটনাগুলি সম্বন্ধে ভালভাবে অবগত করে; (৮) প্রশ্ন বাক্সগুলি যা গুরত্বপূর্ণ বিষয়গুলির উত্তর দিয়ে থাকে; এবং (৯) ইনসার্টগুলি যা আমাদের সম্মেলন, বিশেষ অভিযান এবং আরও অন্যান্য বিষয়গুলি সম্বন্ধে জানিয়ে আমাদের আধ্যাত্মিক প্রয়োজনগুলির প্রতি আমাদের সচেতন রাখে। প্রত্যেকটি সংখ্যা পড়ার জন্য সকলকে উৎসাহিত করুন, এর প্রস্তাবনাগুলি প্রয়োগ করুন, পরিচর্যা সভা ও ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলিতে সেটি আনুন এবং ভবিষ্যতে নজির হিসাবে ব্যবহারের জন্য এটিকে যত্ন করে ব্যক্তিগত ফাইলে গুছিয়ে রাখুন।

গান ২১০ এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ৩১ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬৫

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। সেপ্টেম্বরের জন্য সাহিত্য অর্পণ আলোচনা করুন। সংক্ষেপে একটি নমুনা প্রদর্শন করুন যেটি এই প্রশ্নটি উত্থাপন করে “কেন আমাদের ঈশ্বরের নাম ব্যবহার করা উচিত?” জ্ঞান বইয়ের ৩ অধ্যায়ের অনুচ্ছেদ ৬ ব্যবহার করে এর উত্তর দিন।

১৫ মি: “নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা​—⁠পরিচালক অধ্যক্ষ।” পরিচালক অধ্যক্ষ বিষয়টির উপর বক্তৃতা দেবেন। তার দায়িত্বাদির বিষয়টি পুনরালোচনা করার পর তিনি মণ্ডলীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন কারণ তারা প্রাচীনদের সঙ্গে সহযোগিতা করেন যারা পালকে প্রতিপালন করে থাকেন।

১৮ মি: বিদ্যালয়ের সমস্যাগুলির সঙ্গে মোকাবিলা করার জন্য আপনার সন্তানদের সাহায্য করুন। একজন প্রাচীন এমন দুই অথবা তিনজন পিতামাতার সঙ্গে আলোচনা করবেন যাদের সন্তানেরা বিদ্যালয়ে যায়। যেমন আগস্ট ৮, ১৯৯৪, সচেতন থাক! (ইংরাজি), পত্রিকার পৃষ্ঠা ৫-৭-এ উল্লেখ করা হয়েছে, অতি সাধারণ কিছু সমস্যার বিষয়ে সংক্ষেপে মন্তব্য করুন সন্তানেরা যেগুলির সম্মুখীন হয়ে থাকে। তারপর, পৃষ্ঠা ৮-১০ থেকে, পিতামাতারা কিভাবে তাদের সন্তানদের রক্ষা করতে এবং উত্তম পিতামাতা-শিক্ষক সম্পর্ক বজায় রাখতে পারেন সে বিষয়ে আলোচনা করুন।

গান ২৪ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার