বিদ্যালয় থেকে সর্বোত্তম বিষয়টি লাভ কর
১ এটি হচ্ছে বছরের সেই সময় যখন অনেক অল্পবয়স্কেরা বিদ্যালয়ে একটি নতুন শ্রেণীতে উত্তীর্ণ হবে। যদিও এই নতুন বিদ্যালয় পর্ব শুরু হওয়ার সাথে হয়ত কিছু প্রতিদ্বন্দ্বিতা এবং উদ্বেগ আসতে পারে, তবুও অনেক উপকারগুলিও আছে যা সেই অল্পবয়স্কেরা অর্জন করতে পারবে যারা তাদের শিক্ষা থেকে সর্বোত্তম লাভ করার জন্য নিজেদের নিযুক্ত করে।
২ এক উত্তম মৌলিক শিক্ষা একজনের আধ্যাত্মিক অগ্রগতিতে অবদান রাখতে পারে। এক ব্যক্তি তার কিশোর অবস্থায় যা করে সেটি একজন প্রাপ্তবয়স্ক হিসাবে সে কী সম্পাদন করতে পারে সেক্ষেত্রে এক বড় ভূমিকা রাখে। এমনকি বিদ্যালয় শিক্ষার ব্যাপারেও “মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।” (গালা. ৬:৭) অল্পবয়স্কেরা যারা তাদের বিদ্যালয়ের পাঠ অধ্যবসায়ের সাথে করে থাকে, সেই দক্ষতাগুলি অর্জন করতে পারে যা তাদের যিহোবার কাজে আরও বেশি কার্যকারী করে তুলবে।
৩ বিদ্যালয় পর্বের সঠিক নির্বাচনের জন্য একজনের মনোযোগপূর্ণ পূর্বচিন্তা প্রয়োজনীয়। পিতামাতাদের তাদের সন্তানদের সেই বিষয়গুলি নির্বাচন করতে সাহায্য করা উচিত যা জীবনের আধ্যাত্মিক লক্ষ্যগুলিতে পৌঁছানোর জন্য তাদের সর্বাপেক্ষা ব্যবহারিক প্রশিক্ষণ দেবে। তাদের দক্ষতার উন্নতি করার দ্বারা, অল্পবয়স্কদের অগ্রগামীর কাজে নিজেদের সমর্থন করার সুযোগ থাকবে। যে ক্ষেত্রেই তারা সেবা করুক না কেন তাদের মৌলিক শিক্ষার যিহোবার প্রশংসা করায় তাদের সাহায্য করা উচিত।
৪ অল্পবয়স্কেরা, তোমাদের বিদ্যালয়ের বছরগুলি থেকে সর্বোত্তম লাভ করার চেষ্টা কর। এটি করে এক জাগতিক বৃত্তি অনুধাবন করার চাইতে পবিত্র পরিচর্যায় এক সম্পূর্ণ জীবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ কর। যিহোবার ইচ্ছা পালন করতে তোমার জীবন ব্যবহার করার জন্য প্রচেষ্টা কর। তাহলে, যিহোবার প্রশংসা করতে তুমি তোমার পথকে সফল করতে পারবে।—গীত. ১:৩.