জাগতিক শিক্ষা এবং তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলো
১ ছোটবেলা থেকেই ভাল বুনিয়াদি শিক্ষা নেওয়া তোমার মধ্যে সেই শিক্ষাগত যোগ্যতা এনে দেবে যা তোমাকে ভালভাবে পড়তে, লিখতে ও সেইসঙ্গে ইতিহাস, ভূগোল, গণিত ও বিজ্ঞান সম্বন্ধে এক সাধারণ জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। আর এই শিক্ষা তোমাকে স্পষ্টভাবে চিন্তা করতে, ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে, সমস্যার সমাধান করতে এবং সৃজনশীল ধারণার জন্ম দিতে শেখাবে। এইরকম শিক্ষা সারা জীবন তোমার উপকারে আসবে। কিন্তু তোমার জাগতিক শিক্ষা কীভাবে তোমার জীবনের আধ্যাত্মিক লক্ষ্যগুলোর ওপর প্রভাব ফেলতে পারে আর কীভাবে তা তোমাকে “সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা” লাভ করতে সাহায্য করতে পারে?—হিতো. ৩:২১, ২২.
২ ঈশ্বরকে সেবা করার জন্য তৈরি হও: স্কুলে পড়াশুনা করার সময়, ক্লাসের পড়া মন দিয়ে শোন আর বাড়ির কাজ করায় অবহেলা করো না। তোমার যদি ভাল পড়ার অভ্যাস থাকে ও তুমি যদি ভাল করে পড়তে পার, তাহলে ঈশ্বরের বাক্য পরীক্ষা করা তোমার জন্য অনেক সহজ হবে আর তুমি আধ্যাত্মিকভাবে শক্তিশালী থাকবে। (প্রেরিত ১৭:১১) নানা বিষয়ে ভাল জ্ঞান তোমাকে প্রচারে নানা ধরনের যেমন বিভিন্ন পটভূমির, বিভিন্ন রুচির ও বিভিন্ন ধর্মের লোকেদের কাছে দক্ষতার সঙ্গে কথা বলতে সাহায্য করবে। আর তোমার স্কুলের শিক্ষা, ঈশ্বরের সংগঠনে তোমার খ্রীষ্টীয় দায়িত্বগুলো পালন করার জন্য তোমাকে তৈরি করবে।—২ তীমথিয় ২:২১; ৪:১১ পদগুলোর সঙ্গে তুলনা করুন।
৩ নিজের পায়ে দাঁড়াতে শেখো: যদি তোমার নিজের চেষ্টা থাকে, তাহলে উচ্চ বিদ্যালয় থেকে পাশ করার পর জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহজেই তুমি কোন বৃত্তি বা পেশাগত শিক্ষা নিতে পার। (১ তীমথিয় ৫:৮ পদের সঙ্গে তুলনা করুন।) খুব ভেবেচিন্তে পড়ার বিষয়গুলো বেছে নাও। যে ক্ষেত্রগুলোতে চাকরি পাওয়ার সুযোগ কম সেরকম কিছু পড়ার বদলে বরং এমন কোন বৃত্তি বা পেশার কথা ভাবো যা তোমাকে যে কোন জায়গায় একটা ভাল চাকরি পেতে সাহায্য করবে। (হিতো. ২২:২৯) এমনকি তুমি যদি যেখানে বেশি দরকার সেখানে গিয়ে প্রচার কাজ করার সিদ্ধান্ত নাও, তখনও এই শিক্ষা তোমাকে সাহায্য করবে।—প্রেরিত ১৮:১-৪ পদের সঙ্গে তুলনা করুন।
৪ স্কুলে পড়ার সময় ভাল মৌলিক শিক্ষা নেওয়া তোমাকে আরও বেশি করে প্রচার করতেও সাহায্য করবে। তাই যিহোবার সেবায় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার জন্য পরিশ্রম করো। এইভাবে শিক্ষা তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য তোমাকে তৈরি করবে।