সেপ্টেম্বরের পরিচর্যা সভাগুলি
সেপ্টেম্বর ৫ থেকে যে সপ্তাহ শুরু
গান ৫ (২৮)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী এবং আমাদের রাজ্যের পরিচর্য থেকে উপযুক্ত ঘোষণাবলী।
২০ মি: “আপনার রাজ্যের পরিচর্যার ধন বাড়িয়ে তুলুন।” পরিচর্যা অধ্যক্ষ এবং আরেকজন প্রাচীন প্রবন্ধ থেকে প্রধান বিষয়গুলি আলোচনা করবেন। গত বছরে মণ্ডলীর কার্যাবলী পুনরালোচনা করে, প্রশংসা করুন, সাথে সাথে উন্নতি করার বিষয় বলুন। পরিচর্যায় আমাদের ব্যক্তিগত অংশ বাড়িয়ে তোলার লক্ষ্যের প্রতি জোর দিন।
১৫ মি: “অনন্তকাল বইটির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন।” তিন কিংবা চারজন প্রকাশক যার অন্তর্ভুক্ত একজন যুবক অথবা যুবতী, এই প্রবন্ধটি আলোচনা করে ও তারপরে তারা একটি অভ্যাস পর্ব রাখে। তারা দুটো কিংবা তিনটে নমুনা প্রদর্শন করে এবং তারপরে তা পুনরালোচনা করে, একে অপরকে কার্যকারী প্রস্তাব দেয় আর প্রশংসা করে।
গান ৩২ (১০) এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ১২ থেকে যে সপ্তাহ শুরু
গান ৫৪ (১৮)
৭ মি: স্থানীয় ঘোষণাবলী।
২০ মি: “অনন্তকাল বইটির সাহায্যে বাইবেল অধ্যয়ন শুরু করা।” শ্রোতাদের সাথে আলোচনা করুন। প্রস্তাবিত উপস্থাপনার উপর নির্ভর করে দুটো নমুনার ব্যবস্থা করুন।
১৮ মি: “তারা সাক্ষ্যদানের কাজ করা বন্ধ করে দেয়নি।” প্রশ্নোত্তর। জোর দিন যদিও সবাই একই সময় ব্যয় করতে পারে না পরিচর্যায় তবুও আমরা যেন আনন্দ খুঁজে পাই আর যেন সমগ্র মনপ্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করি।
গান ৬০ (৮৬) এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ১৯ থেকে যে সপ্তাহ শুরু
গান ৩৬ (১৪)
৭ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট পড়ুন এবং দানের স্বীকারপ্রাপ্তি উল্লেখ করুন।
১৩ মি: “স্কুলের জন্য আগে থেকে প্রস্তুতি করুন।” প্রশ্নোত্তর। যুবক-যুবতীরা যে সমস্যার সম্মুখীন হয় আর পিতামাতারা কী করে তাদের ছেলেমেয়েদের সাহায্য করতে পারে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করুন।
২৫ মি: “১৯৯৪ সালের ‘ঈশ্বরীয় ভয়’ জেলা সম্মেলন।” ইনসার্ট। অনুচ্ছেদ থেকে ১-১১, প্রাচীনের দ্বারা প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা। বিশেষ করে “জেলা সম্মেলন অনুস্মারক” পুনরালোচনা করুন।
গান ৬৭ (৩৮) এবং সমাপ্তির প্রার্থনা।
সেপ্টেম্বর ২৬ থেকে যে সপ্তাহ শুরু
গান ৪৪ (৪১)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। “নতুন সীমা অধিবেশন কার্যক্রম” প্রবন্ধটি পুনরালোচনা করুন।
২০ মি: “১৯৯৪ সালের ‘ঈশ্বরীয় ভয়’ জেলা সম্মেলন।” ইনসার্ট। অনুচ্ছেদ ১২-২৫ উপর নির্ভর করে মণ্ডলীর সচিব দ্বারা বক্তৃতা।
১৫ মি: অক্টোবরে প্রহরীদুর্গ এবং আওয়েক!-এর গ্রাহকভুক্তি অর্পণ করা। আমাদের পত্রিকাগুলি জগদ্ব্যাপী প্রচার কাজে বৃহৎ অংশগ্রহণ করে; এই পত্রিকাগুলির মাধ্যমে লক্ষ লক্ষ ব্যক্তি প্রথমবার সত্য সম্বন্ধে শুনেছে। অনবরত ঘরে ঘরে প্রচার করার ক্ষেত্রে এগুলিকে ব্যবহার করার গুরত্বের উপর জোর দিন এমনকি যখন অন্য সাহিত্য অর্পণ করা হচ্ছে তখনও। সাপ্তাহিক পত্রিকা দিবসের উপকারগুলি বলুন। আলোচনা করুন রাস্তায় এবং দোকানে দোকানে সাক্ষ্যদান কিভাবে আরও পত্রিকা অর্পণ করার অনেক সুযোগ খুলে দেয়। ভাইদের মনে করিয়ে দিন তাদের অর্পণের রেকর্ড রাখতে যাতে করে পত্রিকা রুট শুরু করা যেতে পারে। গ্রাহকভুক্তির অর্পণ করার বিষয়ে প্রকাশকদের আশাবাদী হতে উৎসাহ দিন। আগে থেকে উত্তম প্রস্তুতির উপরে জোর দিন। তিনজন প্রকাশক যার অন্তর্ভুক্ত একজন যুবক তাদের দ্বারা, দুটি সংক্ষিপ্ত পত্রিকা উপস্থাপনা ও একটি গ্রাহকভুক্তির প্রস্তাবের নমুনা প্রদর্শন করুন।
গান ৭৬ (৭২) এবং সমাপ্তির প্রার্থনা।