ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৪ পৃষ্ঠা ১
  • ঈশ্বরের গৃহের প্রতি উপলব্ধি দেখান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের গৃহের প্রতি উপলব্ধি দেখান
  • ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের পবিত্র সমাবেশগুলোর প্রতি সম্মান দেখানো
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন সময়ানুবর্তী হবেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খ্রীষ্টীয় সমাবেশগুলির প্রতি উপলব্ধি প্রদর্শন করা
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সুসমাচারের যোগ্যরূপে আচরণ করুন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৪ পৃষ্ঠা ১

ঈশ্বরের গৃহের প্রতি উপলব্ধি দেখান

১ বাইবেলের সময়ে যিহোবা তাঁর লোকেদের আদেশ দিয়েছিলেন নিয়মিতভাবে তাঁর গৃহেতে সম্মিলিত হতে। (লেবীয়. ২৩:২) এই সম্মেলনগুলি ঈশ্বরের বাক্যের উপর তাদের মন রাখতে সাহায্য করেছিল এবং চিন্তা করতে, মেলামেশা করতে ও যিহোবার নিয়মগুলিকে আলোচনা করতে সময় যুগিয়েছিল। তাদের মন ঈশ্বরের চিন্তাধারায় পূর্ণ হয়ে গিয়েছিল, যা প্রচুর আধ্যাত্মিক আশীর্বাদ এনেছিল। এগুলি সত্যই আনন্দের উপলক্ষ ছিল। এই আয়োজন একতা ও বিশুদ্ধ উপাসনাকে তুলে ধরেছিল। আজকের দিনে ঈশ্বরের গৃহে সম্মিলিত হওয়া কম গুরুত্বপূর্ণ নয়।

২ কিভাবে আমরা দেখাতে পারি সভাগুলিকে আমরা উপলব্ধি করি? কিছু মণ্ডলী সভায় কম উপস্থিতি রিপোর্ট করে। মাঝে মাঝে একজন ব্যক্তির পরিস্থিতি তাকে সভায় উপস্থিত হতে হয়ত বাধা দিতে পারে। কিন্তু আপনি কি আপেক্ষিকভাবে ছোটখাট সমস্যাকে সভায় উপস্থিত হওয়ার অন্তরায় হতে দেন? কেউ কেউ হয়ত সামান্য মাথাব্যথা কিংবা সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত হওয়ায় বাড়িতে থেকে যান। অন্যেরা অবিশ্বাসী আত্মীয়-স্বজন যারা সাক্ষাৎ করতে চায়, তাদের আতিথ্য প্রদর্শন করতে দায়বদ্ধ বলে মনে করেছেন। এমনকি কেউ কেউ টিভিতে প্রিয় অনুষ্ঠান অথবা কিছু খেলাধূলা দেখতে সভাগুলিতে অনুপস্থিত থেকেছেন। কোরহের সন্তানদের দ্বারা যে আন্তরিক ইচ্ছা প্রকাশিত হয়েছিল: “আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গনের জন্য আকাঙ্ক্ষা করে, এমন কি মূর্চ্ছিত হয়”, এই পরিস্থিতিগুলিতে উপলব্ধির মাত্রা স্পষ্টত কম প্রদর্শিত হয়েছিল।—গীত. ৮৪:২.

৩ যদিও সভাগুলিতে প্রচুর আধ্যাত্মিক খাদ্য যোগান হয়, তবুও যারা যোগদান করে, তাদের কারও কারও পক্ষে তাতে মনোযোগ দিতে কষ্টকর হয়ে উঠে। তারা হয়ত দৈনন্দিন ভাবনাগুলি সম্বন্ধে চিন্তায় মগ্‌ন হয়ে দিবাস্বপ্ন দেখেন, অথবা এমনকি ঘুমিয়ে পড়েন। অনেকে দেখেছেন সজাগ রাখতে এবং কী বলা হয়েছিল তাতে দৃষ্টিপাত করতে সংক্ষিপ্ত নোট তাদের সাহায্য করে। বিষয়গুলি লিখে রাখলে তথ্যটি মনের উপরও ছাপ ফেলে। এছাড়াও, সম্পূর্ণরূপে উপকৃত হতে আগে থেকে প্রস্তুতি হল এক সহায়ক। যদি আমরা ভালোভাবে প্রস্তুতি করি, তাহলে আমরা “অধিক আগ্রহের সহিত মনোযোগ” দিতে সক্ষম হব।—ইব্রীয় ২:১.

৪ সভাগুলিতে যে নির্দেশনা যোগান হয় তাতে বাচ্চা, বড় সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। যদি পিতামাতারা বাচ্চাদের বশে রাখতে এবং শান্ত করতে খেলনা অথবা রং করার বই ধরিয়ে দেন তাহলে সভা থেকে তারা খুব কমই শিখবে। যখন বাচ্চাকে খেলতে, কথা বলতে, কাঁদতে অথবা অন্যান্য বিষয়গুলি করতে দেওয়া হয় যারা কাছাকাছি বসে থাকেন তাদের অসুবিধা সৃষ্টি করে, তখন সেক্ষেত্রে উপযুক্ত শাসনের অভাব আছে। যদি শিশু জানে যে তার পিতামাতার একজন সব সময়ই তার সঙ্গে থাকবে, সেখানে সভা চলাকালীন বারবার অপ্রয়োজনীয়ভাবে জল খেতে যাওয়া অথবা শৌচাগারে যাওয়া সাধারণভাবে কমে যায়।

৫ সময়ানুবর্তিতা হল গুরুত্বপূর্ণ: মাঝে মাঝে, এড়ানো যায় না এমন পরিস্থিতি আমাদের সভায় সময়মত পৌঁছাতে বিরত করে, কিন্তু অভ্যাসগতভাবে দেরিতে—সভা আরম্ভের গান ও প্রার্থনার পর পৌঁছানো—সভাগুলির পবিত্র উদ্দেশ্যের প্রতি সম্মানের এবং অন্যদের অসুবিধা সৃষ্টি এড়ানোর ক্ষেত্রে আমাদের দায়িত্ববোধের অভাব দেখায়। মনে রাখবেন যে মণ্ডলীর সভাগুলিতে আমাদের ভাইদের সাথে গান গাওয়া ও প্রার্থনা করা হল আমাদের উপাসনার অংশ। অভ্যাসগত দেরি হল সুবিন্যস্ততার অভাবের অথবা আগে থেকে পরিকল্পনা করতে ব্যর্থতার এক ফল। সময়ানুবর্তি হওয়া দেখায় যে আমরা আমাদের সভাগুলিকে সম্মান ও উপলব্ধি করি।

৬ যেহেতু দিন ক্রমাগত নিকটবর্তী হচ্ছে, তাই সম্মিলিত হওয়া আরও জরুরি হয়ে পড়ছে। (ইব্রীয় ১০:২৪, ২৫) আসুন নিয়মিত যোগদান, আগে থেকে প্রস্তুতি, সময়ানুবর্তিতা, সম্পূর্ণ মনোযোগ এবং তারপর আমরা যা শিখি তা প্রয়োগের দ্বারা আমরা আমাদের উপলব্ধি দেখাই।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার