আপনাদের সভার সময় কি পরিবর্তন হবে?
কোন কোন ক্ষেত্রে যেখানে দুই কিংবা তার বেশি মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে বলে পালাক্রমে সভার সময় রদবদল কিংবা পরিবর্তন করতে সম্মত হয়েছে, সেখানে এটি জানুয়ারির শুরুতেই হওয়া উচিত। প্রতিষ্ঠিত ব্যবস্থার সাথে সহযোগিতা করার ইচ্ছা পারস্পরিক প্রেম ও বিবেচনাকে প্রদর্শন করে। অনেক ক্ষেত্রে সভার সময় পরিবর্তন আপনার জন্য সুবিধার হতে পারে যা সভায় উপস্থিত থাকা সুবিধাজনক করতে পারে।
অন্যদিকে, যে পরিবর্তন এই বছরে ঘটছে তা হয়ত আপনার কার্যতালিকার সাথে মানানসই নয়। এতে আপনার সাধারণ তালিকার রদবদলের প্রয়োজন যা হয়ত কিছুটা অব্যবস্থিত হতে পারে। প্রত্যেকের সহযোগিতা করার ইচ্ছা সমগ্র ব্যবস্থার প্রতি উপলব্ধি প্রকাশ করে, যা অন্তর্ভুক্ত সকলের পারস্পরিক উপকারের জন্য কাজ করে।
অবশ্যই, হয়ত সভার সময়ের পরের রদবদলটি আপনার পক্ষে উপযুক্ত হতে পারে। ইতিমধ্যে, আপনাকে উৎসাহিত করা হচ্ছে প্রয়োজনীয় ব্যক্তিগত রদবদল করতে, যাতে করে তালিকা অনুযায়ী মণ্ডলীর দ্বারা পরিকল্পিত সাপ্তাহিক সব সভাগুলিতে আপনি যোগদান করতে পারেন। গীতরচক দায়ূদের দৃষ্টিভঙ্গিটি বজায় রাখতে চেষ্টা করুন, যিনি ঘোষণা করেছিলেন: “আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”—গীত. ১২২:১.