অপরের প্রতি বিবেচনা দেখান—প্রথম ভাগ
১ যিহোবার লোকেদের উত্তমাবস্থা দেখে আমরা আনন্দিত হই যার ফলস্বরূপ মণ্ডলীর সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। কয়েকটি শহরে কিছু মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে থাকে। যারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের বিশেষ বিবেচনা দেখানোর প্রয়োজন রয়েছে।
২ প্রতিটি মণ্ডলী যারা কিংডম হল ব্যবহার করছে তারা যেন পরে যে ভাইরা আসবে তাদের জন্য পরিষ্কার ও সুবিন্যস্ত রেখে যায়। চেয়ার যেন ঠিক সারিতে সাজানো থাকে, কাউন্টারের উপর রাখা সাহিত্যাদি যেন সঠিক জায়গায় রেখে দেওয়া হয় এবং ব্যক্তিগত কোন জিনিসপত্র যদি কিংডম হলের যে কোন জায়গায় রাখা থাকে তা যেন সংগ্রহ করা হয়। শৌচাগার যেন পরিষ্কার ও সুন্দর থাকে, সাবান, তোয়ালে এবং অন্যান্য জিনিসগুলি পুনরায় পূর্ণ আছে তা নিশ্চিত করে নেওয়া উচিত এবং নোংরা ফেলার পাত্রগুলি যেন খালি করে দেওয়া হল। এমনকি শুধু একটি মাত্র মণ্ডলী কিংডম হলটি ব্যবহার করলেও এটি করা ভাল। অনেক মণ্ডলী বেশি পরিষ্কার ও পরিচ্ছন্ন সভার শেষে করতে পছন্দ করে, একটু আধটু ঝাড়পোঁছ পরের সভার শুরুতে করবার জন্য রেখে দেওয়া হয়। এটি তারা পছন্দ করে বড় ধরনের পরিষ্কার করা সভার শুরুতে করতে কারণ সবাই অনেক আগে সভাতে উপস্থিত হতে পারে না ও সেটিকে সভার কুড়ি মিনিট আগে প্রস্তুত রাখতেও পারে না। আরও, যারা যোগদানকারী তারা পরিষ্কার-পরিচ্ছন্ন হতে চাইবে, বিশেষকরে যদি তাদের সভায় অংশ থাকে, যেজন্য তারা হয়ত সভার আগে সম্পূর্ণ পরিষ্কারের কাজে অংশ নিতে ইচ্ছুক হবে না।
৩ ঠিক একই সময়ে, যখন শীঘ্রই আরেকটি সভা শুরু হবার সময় হয়ে যায়, যারা আগের সভার যোগদানকারী, তারা যেন পরের সভার বিঘ্ন ঘটিয়ে অপ্রয়োজনীয়ভাবে বিলম্ব না করে। দীর্ঘ সামাজিক কথাবার্তা হয়ত লবিতে ভিড় বাড়াতে পারে এবং ভাইদের পরের সভার জন্য প্রস্তুতি করতে ব্যাঘাত ঘটাতে পারে। কিছু ক্ষেত্রে কিংডম হলের গাড়ি পার্ক করার জায়গা হয়ত সীমিত হতে পারে এবং সেটি সদাশয়তা হবে যদি সে তৎক্ষণাৎ চলে যায়, যাতে করে যারা পরবর্তী সভার জন্য আসছে তারা পার্ক করতে পারে। অপরপক্ষে, যারা পরের সভাতে যোগদান করবে তারা যেন খুব তাড়াতাড়ি চলে না আসে বা হয়ত লবিতে, টয়লেটে ও গাড়ি পার্কিং এলাকাতে অপ্রয়োজনীয় ভিড় বাড়তে পারে।
৪ যেখানে বিভিন্ন মণ্ডলী জড়িত আছে, সেখানে বিশেষ প্রয়োজন রয়েছে ঘনিষ্ঠ সহযোগিতার, যাতে করে সাপ্তাহিক কিংডম হল পরিষ্কার করার ব্যবস্থা করা যেতে পারে। সাধারণত, মণ্ডলীগুলি নির্ধারিত সময়ের জন্য একের পর এক করে থাকে। যখন আপনার মণ্ডলীর এই দায়িত্ব থাকে, তখন নিশ্চিত হয়ে নিন যাতে করে পরিষ্কার পুঙ্খানুপুঙ্খরূপে ও তৎক্ষণাৎ হয়। তাহলে অন্যান্য মণ্ডলীগুলি, যারা সেই হল ব্যবহার করছে, তাদের নালিশ করার কোন কারণ থাকবে না।
৫ মাঝে মাঝে, উদাহরণস্বরূপ যেমন, যখন সীমা অধ্যক্ষ আসেন প্রত্যেক মণ্ডলীর সভার সময় পরিবর্তন করার প্রয়োজন হয়, যদি আরেকটি মণ্ডলী প্রভাবিত হয় তাহলে প্রাচীনেরা যেন সেই অন্য মণ্ডলীকে আগে জানিয়ে দেয় যাতে করে তারা তাদের প্রকাশকদের যত শীঘ্র সম্ভব জানাতে পারে। এছাড়াও, কোন অনুমোদনপ্রাপ্ত কাজ যেমন, অগ্রগামী পরিচর্যা স্কুল, সীমা প্রাচীনদের সভা কিংবা যদি বিবাহ হয়, তাহলে অন্যান্য মণ্ডলী এবং কোন সীমা অধ্যক্ষ যদি প্রভাবান্বিত হয়, তাহলে তাদের সঙ্গে যেন অনেক আগে আলোচনা করে নেওয়া হয়; ফলে তারা সেই একই সময়ে কিংডম হলের ব্যবহার করবে না।
৬ অপরের প্রতি প্রেমপূর্ণ বিবেচনা, উত্তম আদান প্রদান, আগে থেকে প্রস্তুতি এবং সহযোগিতা, মণ্ডলীগুলির মধ্যে এক মনোরম সম্বন্ধ বজায় রাখতে সাহায্য করবে এবং “সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে করা” নিশ্চিত করবে।—১ করি. ১৪:৪০.