ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৩ পৃষ্ঠা ৩-৫
  • আসুন আমাদের উপাসনার স্থানকে আমরা ভাল অবস্থায় রাখি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আসুন আমাদের উপাসনার স্থানকে আমরা ভাল অবস্থায় রাখি
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ◻ বাইরে: ছাদ, সাইডিং, রং, জানালাগুলো এবং কিংডম হল লেখা বোর্ডটি কি ভাল অবস্থায় আছে?
  • এটা আমাদের উপাসনার স্থান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে আমরা আমাদের কিংডম হল দেখাশোনা করায় সাহায্য করতে পারি?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • কিংডম হল রক্ষণাবেক্ষণের কাজ
    যেভাবে আপনার দান ব্যবহার করা হয়
  • প্রশ্নবাক্স
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৩ পৃষ্ঠা ৩-৫

আসুন আমাদের উপাসনার স্থানকে আমরা ভাল অবস্থায় রাখি

১ পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিদের ৯৪,০০০টিরও বেশি মণ্ডলী রয়েছে। বেশির ভাগ মণ্ডলী বাইবেল অধ্যয়ন ও খ্রিস্টীয় মেলামেশার জন্য একটা কিংডম হলে সমবেত হয়, যেটি বিশুদ্ধ উপাসনার এক স্থানীয় কেন্দ্র হিসেবে কাজ করে।

২ নিয়মিতভাবে তালিকা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন করা: কিংডম হল রক্ষণাবেক্ষণ করার জন্য যে-কাজ সম্পাদিত হয়, তা আমাদের পবিত্র সেবার এক অত্যাবশ্যকীয় অংশ। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৬১-২ পৃষ্ঠা জানায়: “কিংডম হলকে শুধু আর্থিকভাবে সমর্থন করাকেই নয় কিন্তু এটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও ভাল অবস্থায় রাখার জন্য ভাইদের তাদের স্বেচ্ছাকৃত সেবাকে এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত। কিংডম হলের ভিতরে ও বাইরে উভয় জায়গাই যিহোবার সংগঠনকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করা উচিত।” প্রতি সপ্তাহে বেশ কয়েকবার কিংডম হল ব্যবহার করায় সেটাকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। সাধারণত কিংডম হলে মিলিত হওয়া মণ্ডলীর(গুলোর) স্বেচ্ছাসেবকরা এই বিষয়গুলোর দেখাশোনা করে। বাইবেলের সময়ের মতো, আজকে যিহোবার দাসদের তাদের উপাসনার স্থানকে “সারিবার ও মেরামৎ করিবার” ব্যাপারে অধ্যবসায়ী হওয়া উচিত।​—⁠২ বংশা. ৩৪:⁠১০.

৩ কিংডম হল পরিষ্কারের সাপ্তাহিক একটা তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখা উচিত। কী কী করতে হবে সেটার একটা তালিকা অনুসরণ করে, সমস্ত বই অধ্যয়নের দলকে পালা করে প্রতি সপ্তাহে কিংডম হল পরিষ্কার করা উচিত। যারা সমর্থ তাদের সকলেরই কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার ব্যাপারে সাপ্তাহিক বিশেষ সুযোগে অংশ নেওয়া দরকার। বাবামার তত্ত্বাবধানে, ছোট ছেলেমেয়েরাও এতে অংশ নিতে পারে আর এভাবে এই সুযোগের জন্য উপলব্ধি দেখাতে তাদের শিক্ষা দেওয়া যায়। বিশেষ করে যখন একাধিক মণ্ডলী একটা কিংডম হল ব্যবহার করে, তখন উত্তম সহযোগিতা আবশ্যক যাতে আমাদের উপাসনার এই গুরুত্বপূর্ণ বিষয়টির যত্ন নেওয়ার দায়িত্ব শুধু অল্প কয়েক জনের ওপর গিয়ে না পড়ে।

৪ কী কী কাজ করতে হবে সেটার একটা তালিকা টাঙিয়ে দেওয়া যেতে পারে, সম্ভবত যেখানে সরঞ্জামগুলো রাখা থাকে। সাপ্তাহিক যে-কাজগুলো করা হবে এই তালিকাটি তা জানাবে, এই কাজের অন্তর্ভুক্ত হল, ঝাড়ু দেওয়া, জানালা পরিষ্কার করা, কাউন্টারের ওপরের ধুলো ঝাড়া, আবর্জনার পাত্রগুলো খালি করা, মেঝে মোছা এবং আয়না পরিষ্কার করা। কিছু কিছু কাজ হয়তো এতটা নিয়মিতভাবে করার প্রয়োজন নেই, যেমন কোনো কাঠের আসবাবপত্র পালিশ করা এবং চেয়ার, পর্দা, পাখা ও লাইটগুলোকে খুব ভাল করে পরিষ্কার করা। পরিষ্কার করার জন্য ব্যবহৃত সমস্ত রসায়নিক দ্রব্য বাচ্চাদের থেকে দূরে রাখা ও তাতে স্পষ্টভাবে লেবেল লাগিয়ে রাখা উচিত। প্রতিটা রসায়নিক দ্রব্য কীভাবে ব্যবহার করতে হবে, সংক্ষেপে সেটার ব্যাখ্যা দেওয়া উচিত।

৫ কিংডম হলে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। (দ্বিতী. ২২:⁠৮) এই বিষয়ে, ৪ পৃষ্ঠার বাক্সে কিছু জিনিসের তালিকা দেওয়া রয়েছে যেগুলোকে সময়-সময় পরীক্ষা করে দেখা দরকার, যাতে দুর্ঘটনাগুলোকে প্রতিরোধ করা যেতে পারে।

৬ কিংডম হল রক্ষণাবেক্ষণ করা: কিংডম হল ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব প্রাচীন গোষ্ঠীর। সাধারণত, এই কাজকে সমন্বিত করার জন্য একজন প্রাচীন অথবা একজন পরিচারক দাসকে নিযুক্ত করা হয়। তিনি কিংডম হলের প্রতি দিনকার কাজ সংগঠিত করেন, এই বিষয়ে নিশ্চিত হন যে, এটা পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভাল অবস্থায় আছে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যথেষ্ট সরঞ্জাম রয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে, হলের মধ্যে অথবা হলের আশেপাশে যেন কোনো বিপদজনক অবস্থা না থাকে। যখন দুই বা তার বেশি মণ্ডলী একই হল ব্যবহার করে, তখন প্রাচীন গোষ্ঠী বিল্ডিং ও সম্পত্তি দেখাশোনার জন্য ব্যবস্থাদি সংগঠিত করতে একটা অপারেটিং কমিটি নিযুক্ত করে। এই কমিটি প্রাচীন গোষ্ঠীর নির্দেশনায় কাজ করে।

৭ বাৎসরিকভাবে কিংডম হলকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। মনোযোগ দেওয়া প্রয়োজন এমন যেকোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ যত্ন নেওয়ার জন্য ব্যবস্থাদি করে প্রাচীনরা দায়িত্ব পালন করে। প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করতে প্রকাশকদের আমন্ত্রণ জানানো যেতে পারে। পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন নেওয়ার ব্যাপারে সকলেরই সতর্ক থাকা উচিত এবং মনোযোগ দেওয়া প্রয়োজন এমন বিষয়গুলোর সঙ্গে সঙ্গে যত্ন নেওয়া দরকার।

৮ মণ্ডলীর তহবিল বুদ্ধিপূর্বক ব্যবহার করা: কিংডম হল ও এর আশপাশ দেখাশোনার বেশির ভাগ কাজ স্বেচ্ছাসেবকদের দ্বারা সম্পাদিত হয়। তাদের আত্মত্যাগমূলক প্রচেষ্টাগুলো প্রেমের এক সুন্দর অভিব্যক্তি এবং খরচগুলো কমাতে অনেক সাহায্য করে। কিংডম হলের ভিতরের অথবা বাইরের ব্যাপক মেরামতের জন্য যদি একজন কনট্রাকটর ভাড়া করার দরকার হয়, তা হলে প্রাচীন গোষ্ঠী যে-কাজ সম্পাদিত হবে এবং/অথবা যে-জিনিসগুলো সরবরাহ করা দরকার, প্রথমে সেটার বিস্তারিত এক লিখিত বিবরণ তৈরি করে তা করেন। বিভিন্ন সরবরাহকারীদের কাছে এই তালিকার একটা করে কপি দেওয়া হয়, যাতে সবাই প্রয়োজনগুলোকে মাথায় রেখে একটা দামের প্রস্তাব দেয়। প্রত্যাশিত কয়েক জন সরবরাহকারীর কাছ থেকে লিখিত প্রস্তাবিত দাম পাওয়ার পর, প্রাচীনরা সবচেয়ে ভাল প্রস্তাবটা বেছে নিতে পারে। এমনকি একজন ভাইও যদি কাজ করার প্রস্তাব দেন অথবা নির্দিষ্ট কোনো দামে প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করেন, তবুও এই প্রণালী মেনে চলা উচিত।

৯ যখন একাধিক মণ্ডলী কিংডম হল ব্যবহার করে, তখন অপারেটিং কমিটি একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখে এবং প্রত্যেক প্রাচীন গোষ্ঠীর কাছে প্রতি মাসের খরচের লিখিত রিপোর্ট দেয় আর এইভাবে প্রাচীনরা অবগত থাকে যে কীভাবে তহবিল ব্যবহার করা হচ্ছে। মণ্ডলীর তহবিলের সঠিক খরচ দেখাশোনার দায়িত্ব প্রাচীনদের।

১০ ব্যাপক রক্ষণাবেক্ষণ এবং মেরামত: অপারেটিং কমিটি যখন মনে করে যে, কিংডম হল চালনা অথবা রক্ষণাবেক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত বড় কোনো কাজের দরকার, তখন কমিটি নির্দেশনার জন্য এই বিষয়টা প্রাচীন গোষ্ঠীকে জানায়। যদি স্থির করা হয় যে, ব্যাপক রক্ষণাবেক্ষণ অথবা মেরামতের প্রয়োজন হবে অথবা যে-মণ্ডলী(গুলো) সেই কিংডম হলে মিলিত হয় তারা ছাড়াও বাইরে থেকে সেই সাহায্য নেওয়ার প্রয়োজন হবে, তা হলে পরামর্শের জন্য প্রাচীনদের শাখা দপ্তরের সঙ্গে যোগাযোগ করা উচিত। যেখানে সম্ভব, একাধিক মণ্ডলীর তাদের টাকাপয়সা ও অন্যান্য জিনিস একত্রিত করা আরও ভাল। হয়তো যে-হলটা রয়েছে সেটাকে তারা একসঙ্গে বাড়াতে পারে অথবা একটা বড় হল তৈরি করতে পারে, যা বেশ কিছু মণ্ডলীকে এখনই এবং ভবিষ্যতে উপকৃত করতে পারে।

১১ কিংডম হলে মিলিত হওয়ার ব্যাপারে আমাদের বিশেষ সুযোগকে আমরা কতই না উপলব্ধি করি! আমরা কখনও সভাগুলোকে উপেক্ষা করতে অথবা সেগুলোকে হালকাভাবে নিতে চাইব না। আমাদের কিংডম হলের যত্নের ব্যাপারে পুরোপুরিভাবে অংশ নিয়ে আমাদের উৎসাহের জন্য আমরা সকলেই এই ব্যবস্থার সফলতায় অবদান রাখতে পারি। এটি বিশুদ্ধ উপাসনাকে মহিমান্বিত করে এবং যিহোবার নামের প্রশংসা আনে। আসুন আমরা আমাদের উপাসনার স্থানকে ভাল অবস্থায় রাখার সংকল্প নিই।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. কিংডম হল কী হিসেবে কাজ করে?

২. কেন কিংডম হলকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা গুরুত্বপূর্ণ?

৩. কিংডম হল পরিষ্কার করার কাজকে কীভাবে সংগঠিত করা হয় এবং কারা এই বিশেষ সুযোগে অংশ নিতে পারে?

৪. কিংডম হল পরিষ্কার করার সময় কী করতে হবে তা যাতে মণ্ডলী জানে, এর জন্য কী করা উচিত?

৫. নিরাপত্তা কতখানি গুরুত্বপূর্ণ এবং সময়-সময় কোন বিষয়গুলো পরীক্ষা করে দেখা দরকার? (৪ পৃষ্ঠার বাক্সটি দেখুন।)

৬. কিংডম হল রক্ষণাবেক্ষণের কাজকে কীভাবে সমন্বিত করা হয়?

৭. (ক) কিংডম হল ভাল অবস্থায় আছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হতে প্রতি বছর কী করা হয়? (খ) সময়-সময় কোন বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া দরকার? (৫ পৃষ্ঠার বাক্সটি দেখুন।)

৮. যদি একজন কনট্রাকটর ভাড়া করার দরকার হয়, তা হলে কোন প্রণালী মেনে চলা উচিত?

৯. মণ্ডলীর তহবিল যে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে নিশ্চিত হতে কী করা হয়?

১০. যদি ব্যাপক রক্ষণাবেক্ষণ অথবা মেরামতের দরকার হয়, তা হলে কী করা উচিত?

১১. কিংডম হলের সভাগুলোতে যোগদান করার বিশেষ সুযোগের জন্য আমরা কীভাবে আমাদের উপলব্ধি দেখাতে পারি?

[৪ পৃষ্ঠার বাক্স]

নিরাপত্তা চেকলিস্ট

◻ অগ্নিনির্বাপক যন্ত্রগুলো হাতের কাছেই রাখা ও সেগুলোকে প্রতি বছর পরীক্ষা করতে দেওয়া উচিত যে ঠিক অবস্থায় রয়েছে কি না।

◻ প্রবেশ পথ ও সিঁড়িকে স্পষ্টভাবে চিহ্নিত করা, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সহজে প্রবেশ করা যায় এমন হওয়া উচিত আর হাতলগুলো মজবুত থাকা উচিত।

◻ গুদাম ঘর ও শৌচাগারগুলো পরিষ্কার, সুবিন্যস্ত এবং দাহ্য পদার্থ, ব্যক্তিগত জিনিসপত্র ও আর্বজনামুক্ত হওয়া উচিত।

◻ ছাদ ও নর্দমাগুলো নিয়মিতভাবে পরীক্ষা ও পরিষ্কার করা উচিত।

◻ ফুটপাত ও গাড়ি রাখার এলাকা যেন অবশ্যই আলোকিত থাকে এবং এমন অবস্থায় থাকতে হবে, যাতে পিছলে পড়ার বা পড়ে যাওয়ার কারণ না থাকে।

◻ বৈদ্যুতিক ও বায়ুচলাচলের ব্যবস্থাগুলো পরীক্ষা করা এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত।

◻ গুরুতর আর্দ্রতার সমস্যাকে প্রতিরোধ করতে সঙ্গে সঙ্গে যেকোনো ছিদ্র মেরামত করা উচিত।

◻ বিল্ডিংয়ে যখন কেউ থাকে না, তখন তা তালা দিয়ে রাখা উচিত।

[৫ পৃষ্ঠার বাক্স]

বিল্ডিং ও সম্পত্তির যত্ন নেওয়া

◻ বাইরে: ছাদ, সাইডিং, রং, জানালাগুলো এবং কিংডম হল লেখা বোর্ডটি কি ভাল অবস্থায় আছে?

◻ আশপাশ: আশপাশ কি ভাল করে রক্ষণাবেক্ষণ করা হয়? ফুটপাত, বেড়া এবং হলের এলাকা কি ভাল অবস্থায় রয়েছে?

◻ অভ্যন্তর: কার্পেট, পর্দা, চেয়ার, ফিক্সচারগুলো এবং রঙের প্রলেপ কি ভাল অবস্থায় আছে?

◻ সরঞ্জাম: আলো, সাউন্ড সিস্টেম, পাখা এবং বায়ুচলাচলের ব্যবস্থাগুলো কি সঠিকভাবে কাজ করছে?

◻ শৌচাগার: শৌচাগারগুলো কি পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত আছে এবং সঠিকভাবে কাজ করছে?

◻ মণ্ডলীর কাগজপত্র: করপোরেশনের কাগজপত্রগুলো নতুন হওয়া দরকার ও সঠিকভাবে রাখা প্রয়োজন। সম্পত্তির দলিল, খাজনার রসিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র কি সঠিকভাবে সাজিয়ে রাখা আছে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার