ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৯ পৃষ্ঠা ৭
  • প্রশ্নবাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্নবাক্স
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আসুন আমাদের উপাসনার স্থানকে আমরা ভাল অবস্থায় রাখি
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কীভাবে আমরা আমাদের কিংডম হল দেখাশোনা করায় সাহায্য করতে পারি?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • এটা আমাদের উপাসনার স্থান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অপরের প্রতি বিবেচনা দেখান—প্রথম ভাগ
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৯ পৃষ্ঠা ৭

প্রশ্নবাক্স

◼ কিংডম হল পরিষ্কার করা কাদের কাজ?

কিংডম হল যদি পরিষ্কার এবং সুন্দর থাকে, তাহলে তা আমাদের সংবাদের ওপর ভাল প্রভাব ফেলে। (১ পিতর ২:১২ পদের সঙ্গে তুলনা করুন।) কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি আর প্রত্যেকেই এই কাজে অংশ নিতে পারেন। আমাদের কখনও ভেবে নেওয়া উচিত নয় যে শুধু অল্প কয়েকজনই কিংডম হল পরিষ্কার করবে। পরিষ্কার করার দায়িত্ব   সাধারণত মণ্ডলীর বুকস্টাডি দলগুলোকে দেওয়া হয় এবং অধ্যয়ন পরিচালক অথবা তার সহকারী এতে নেতৃত্ব নেন। যে হলগুলোতে একটার বেশি মণ্ডলী সভা করে সেখানে প্রাচীনেরা এমন কিছু ব্যবস্থা করবেন যাতে সব মণ্ডলী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে পারে।

কীভাবে আমরা এই দায়িত্ব ভালভাবে পালন করতে পারি? তালিকা মেনে ঠিকমতো কিংডম হল পরিষ্কার করা উচিত। পরিষ্কারের কাজের জন্য দরকারী জিনিসপত্র হাতের কাছে থাকা উচিত। কী কী করতে হবে তার একটা তালিকা তৈরি করে নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া উচিত যেন সবাই সেটা পড়তে পারেন। দুটো তালিকা তৈরি করা যেতে পারে, একটা হল প্রত্যেকটা সভার পর হালকাভাবে পরিষ্কার করা এবং আরেকটা হল সপ্তায় একদিন ভাল করে পরিষ্কার করা। বুকস্টাডি পরিচালক সবকিছু ভাল করে পরিষ্কার করার জন্য এমন একটা দিন বা সময় ঠিক করবেন যাতে সেই দলের সবার জন্য তা সুবিধাজনক হয়।। এছাড়াও গাছপালা ও ফুল গাছের দেখাশোনাও করা দরকার। কিংডম হলের সামনের রাস্তা এবং গাড়ি পার্কিং এর জায়গায়ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বছরে একবার কিংডম হলকে খুব ভালভাবে পরিষ্কার করা উচিত আর তা প্রত্যেক বছর স্মরণার্থক দিবসের আগে করা যেতে পারে। আর এইসময় জানালা-দরজার পর্দা, জানালা ও দেওয়াল ধোওয়া যেতে পারে।

আর হ্যাঁ, হলের বাইরে এবং ভিতরে কোন ময়লা না ফেলে আমরা সবাই পরিষ্কারের কাজকে অনেক হালকা করে দিতে পারি। টয়লেট ব্যবহারের পর তা পরিষ্কার করে দেওয়া দরকার যেন পরেরজন তা ব্যবহার করতে পারেন। হলে যে জিনিসপত্র এবং আসবাবপত্র রয়েছে সেগুলো যত্ন করে ব্যবহার করা দরকার যাতে তা ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায়। আপনি যদি দেখেন যে কোন চেয়ার ভেঙে গিয়েছে, কল খারাপ হয়ে গিয়েছে, লাইট ফিউজ হয়ে গিয়েছে এবং এরকম আরও অন্য কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তাহলে যে ভাই কিংডম হল রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাকে সঙ্গে সঙ্গে জানান।

আসুন আমরা কিংডম হল পরিষ্কার রাখার জন্য সবাই নিজে নিজের অংশটুকু করি। তা করলে আমাদের উপাসনা গৃহ সুন্দর দেখাবে আর পরিচ্ছন্ন লোক হিসেবে আমাদের এক আলাদা পরিচয় থাকবে যা যিহোবার সম্মান নিয়ে আসবে।​—⁠১ পিতর ১:⁠১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার