ঐশিক সংবাদ
কামেরুণ: জুলাই মাসে একটি নতুন শাখা অফিস এখানে খোলা হয়েছে এবং সেই মাসেই প্রকাশকদের সংখ্যার সর্বোচ্চ শিখর হল ২১,৩২৩.
ভারতবর্ষ: জানুয়ারি ১, ১৯৯৫ সাল থেকে কেরালায় অষ্টম সীমার কাজ শুরু হয়েছে। ফলে এখন মোট ২৩টি সীমা হয়েছে, যার মধ্যে ৪টি সীমা ‘ক’ এবং ‘খ’ বিভাগে ভাগ করা হয়েছে।
ফিলিপাইনস্: ফেব্রুয়ারি মাসের রিপোর্ট সেখানে ১,১৭,৫১৯ জন প্রকাশকের এক নতুন শিখর দেখায়। এই প্রথমবার বাইবেল অধ্যয়নের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১,০০,০০০ ছাড়িয়ে গিয়ে ১,০০,১৪৬ জনের রিপোর্ট করা হয়। রঙ্গিন পত্রিকা ছাপা শুরু হওয়ার ফলে নভেম্বর ১৯৯৩ সালের তুলনায় প্রায় ১,০০,০০০ পত্রিকা অর্পণ বেড়ে গেছে।
নিউ জীল্যাণ্ড: আগস্টের রিপোর্ট দেখায় যে সেখানে ১২,৮৬৭ জন প্রকাশকের এক নতুন শিখর হয়েছে।
থাইল্যাণ্ড: ১৯৯৪ সালের পরিচর্যা রিপোর্ট ১,৪৮৭ জন প্রকাশকের এক নতুন শিখর দেখায়। গত বৎসরের তুলনায় গড়ে প্রায় ১১ শতাংশের বেশি বৃদ্ধি।
ট্রিনিদাদ: আগষ্ট মাসে এখানে ৬,৬০১ জন প্রকাশকের শীর্ষ সংখ্যা হয়েছে।