ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৫ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৫ পৃষ্ঠা ৩

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে। (বড় বই ৪৫·০০ টাকা মূল্যে)। এই বইটি অর্পণের সাথে সাথে পুনর্সাক্ষাৎ এবং বাইবল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা করা উচিত। মার্চ: যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে বইটি ২৫·০০ টাকা মূল্যে (এই বইটি ইংরাজি, মালায়ালাম ও তামিল ভাষায় পাওয়া যাচ্ছে)। অন্যান্য ভাষায় ১৯২-পৃষ্ঠার যে কোন নতুন বই নিয়মিত মূল্য ১৫·০০ টাকায় অর্পণ করা যেতে পারে। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি! এক বছরের পাক্ষিক সংস্করণের গ্রাহকভুক্তি! ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই।

টীকা: যে সব মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের পুস্তকগুলি এখনও অর্ডার দেয়নি, তারা যেন তাদের পরবর্তী সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) তা পাঠায়।

◼ সচিব ও পরিচর্যা অধ্যক্ষ সকল নিয়মিত অগ্রগামীর কর্মতৎপরতা সম্বন্ধে পুনরালোচনা করবেন। যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে কারও অসুবিধা দেখা দেয়, তাহলে সাহায্য প্রদান করতে প্রাচীনদের ব্যবস্থা করা উচিত। পরামর্শের জন্য, অক্টোবর ১, ১৯৯৩ এবং অক্টোবর ১, ১৯৯২ সালের সমিতির চিঠিগুলি (S-201) পুনরালোচনা করুন। এছাড়াও, অক্টোবর ১৯৮৬ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১২-২০ অনুচ্ছেদগুলি দেখুন।

◼ স্মরণার্থক সভা উদ্‌যাপন করা হবে শুক্রবার, এপ্রিল ১৪, ১৯৯৫ সালে। দয়া করে স্মরণে রাখবেন যে বক্তৃতা আগে শুরু হলেও স্মরণার্থক রুটি ও দ্রাক্ষারস কিন্তু সূর্যাস্ত না হওয়া পর্যন্ত পরিবেশন করা উচিত হবে না। স্থানীয় কোন কেন্দ্র হতে জেনে নিন যে আপনার এলাকায় ঠিক কখন সূর্যাস্ত হবে। ক্ষেত্রের পরিচর্যা ছাড়া আর কোন সভা সেদিন অনুষ্ঠিত হবে না। আপনার মণ্ডলীর সভা যদি সাধারণত শুক্রবারে অনুষ্ঠিত হয়, তাহলে সপ্তাহের অন্য কোন দিনে যখন কিংডম হল পাওয়া যাবে, তখন সেই সভার আয়োজন করা যেতে পারে।

◼ মণ্ডলীর সভাগুলির শেষে ও সেইসঙ্গে সীমা অধিবেশন এবং এপ্রিল ২৩, ১৯৯৫ সালের বিশেষ অধিবেশন দিনের অনুষ্ঠানে একটি বিশেষ কাজের উদ্দেশ্যে ব্যাপকভাবে বিতরণের জন্য সময়পযোগী বার্তার চার পৃষ্ঠার একটি ট্র্যাক্টের বিষয় ঘোষণা করা হবে। প্রকাশকদের উৎসাহ দেওয়া হবে সেইসব সহৃদয়সম্পন্ন ব্যক্রিদের প্রতি বিশেষ মনোযেগ দিতে যারা গুরুত্বতার সাথে বিভ্রান্তকর সমস্যাগুলির কথা চিন্তা করে ও তার নির্ভরযোগ্য সমাধান পেতে চায়। নতুনেরাসহ প্রতিটি প্রকাশক, যারা মার্চ, এপ্রিল ও মে মাসে পরিচর্যা শুরু করবে, তারাও পুরোদমে এতে অংশ নিতে চাইবে ও এই বিশেষ অভিযানকে দৃঢ়ভাবে সমর্থন করবে।

◼ যে সব প্রকাশকেরা মার্চ, এপ্রিল ও মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে চায়, তাদের উচিত এখনই পরিকল্পনা করা এবং শীঘ্রই তাদের আবেদনপত্র জমা দেওয়া। তা প্রাচীনদের সাহায্য করবে ক্ষেত্রের পরচর্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে ও সেইসঙ্গে যথেষ্ট সাহিত্যাদি রাখতে। আমরা উৎসাহ জানাই যত বেশি সংখক সম্ভব যেন এপ্রিল মাসে এই কাজে অংশ নেয়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার