ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৫ পৃষ্ঠা ৩
  • অপরের প্রতি বিবেচনা দেখান—দ্বিতীয় ভাগ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অপরের প্রতি বিবেচনা দেখান—দ্বিতীয় ভাগ
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবাকে অনুকরণ করে বিবেচনা ও দয়া দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • এটা আমাদের উপাসনার স্থান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অপরের প্রতি বিবেচনা দেখান—প্রথম ভাগ
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উত্তম আচরণ—ঈশ্বরীয় লোকেদের এক বিশেষ গুণ
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৫ পৃষ্ঠা ৩

অপরের প্রতি বিবেচনা দেখান—দ্বিতীয় ভাগ

১ যুক্তিসঙ্গতভাবে যতদূর সম্ভব, আমরা চাই আমাদের সমাজের সকল লোকেদের সঙ্গে এক উত্তম সম্পর্ক বজায় রাখতে। সেইজন্য প্রয়োজন হল আমরা যেন তাদের অধিকার এবং অনুভূতিগুলির প্রতি বিবেচনা দেখাই।

২ উত্তম আচরণের জন্য যিহোবার সাক্ষীরা পরিচিত। প্রতিবেশী, বিদ্যালয়, কর্মস্থল এবং আমাদের অধিবেশনগুলিতে যোগ্য আচরণের জন্য আমরা এক অনুকূল মন্তব্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছি।—দেখুন জুন ১৫, ১৯৮৯, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২০.

৩ অবশ্যই, উত্তম আচরণের অন্তর্ভুক্ত অনেক কিছু, যেমন সততা, অধ্যাবসায় এবং উত্তম নৈতিক মানসকল। আমাদের কিংডম হলের চারিপাশের এলাকার বাসিন্দাদের প্রতি সশ্রদ্ধ ভাব প্রদর্শনও তার অন্তর্ভুক্ত। আমরা যদি আমাদের প্রতিবেশীদের প্রতি বিবেচনা দেখাতে ব্যর্থ হই, তাহলে আমাদের ঐশিক আচরণ অন্যান্য ক্ষেত্রে উপেক্ষিত হতে পারে। পৌল আমাদের অনুপ্রাণিত করেছেন “সুসমাচারের যোগ্যরূপে. . . আচরণ” করতে।—ফিলি. ১:২৭.

৪ কিংডম হলের আশেপাশের বাসিন্দাদের থেকে মাঝে মাঝে অভিযোগ শোনা যায়, কারণ তারা মনে করে যে সভাতে যোগদানকারীরা তাদের প্রতি বিবেচনা দেখায় না। ভাইবোনেদের উচিত কিংডম হলের সামনের ফুটপাতে ভিড় না করা এবং প্রাণচাঞ্চল্যকর আলাপ-আলোচনা না করা, যা আশপাশের গৃহ থেকে শুনতে পাওয়া যায়। শিশুসন্তানদের কিংডম হলের ভিতরে ও বাইরে হুড়োহুড়ি করতে দেওয়া উচিত নয়। অবিবেচকের মত গাড়ির দরজা সশব্দে বন্ধ করা, অথবা স্কুটারের হর্ন বাজানো প্রতিবেশীদের বিব্রত করতে পারে। এইধরনের আচরণ মণ্ডলীর উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে। এছাড়াও, গুরুত্বপূর্ণ যে আমরা যেন পথ চলাচলের সকল নিয়ম মেনে চলি।—রোমীয় ১৩:১, ২, ৫.

৫ গাড়ি রাখাকে কেন্দ্র করে অনুরূপ সমস্যার খবর পাওয়া গেছে। গাড়ি, স্কুটার, অথবা এমনকি সাইকেলও যেন কারও ব্যক্তিগত জায়গায়, কারও দোকান বা বাড়িতে ঢোকার পথে, কিংবা এমন স্থানে রাখা না হয় যা রাস্তার যানবাহন চলাচলকে বিঘ্নিত করে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি তাদের খরিদ্দারদের গাড়ি রাখবার জন্য যে জায়গা নির্দিষ্ট করে রেখেছে, সেই জায়গা তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। যেখানে তিনটি অথবা চারটি মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, সেখানে প্রায় প্রতিদিনই সভা হয়ে থাকে এবং এইজন্য প্রাচীনগোষ্ঠীর মধ্যে একান্ত সহযোগিতার প্রয়োজন।—প্রহরীদুর্গ (ইংরাজি) অক্টোবর ১, ১৯৮৮, পৃষ্ঠা ১৭, অনুচ্ছেদ ১৩ দেখুন।

৬ বাইবেল উৎসাহ দেয় যে আমরা যেন “সকলই ঈশ্বরের গৌরবার্থে,” করি আর এর অন্তর্ভুক্ত হল বাইরের লোকেদের প্রতি বিবেচনা দেখানো। (১ করি. ১০:৩১-৩৩) আমরা যদি ‘প্রত্যেক জন পরের বিষয়ে লক্ষ্য রাখি,’ তাহলে অমরা অবিবেচকের মত তাদের সম্পত্তিতে অনধিকার প্রবেশ করব না। (ফিলি. ২:৪) আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাজকর্মের ব্যাঘাত ঘটানোও এড়িয়ে চলতে পারবো।

৭ অপরের প্রতি বিবেচনা দেখানো—মণ্ডলীর ভিতরে ও বাইরে—আমরা অন্তরস্থ ব্যক্তি হিসাবে কেমন, তারই বহিঃপ্রকাশ মাত্র। আমাদের উচিত, আমরা যা বলি ও করি, তার দ্বারা প্রমাণ করা যে আমরা সত্য সত্যই ‘আমাদের প্রতিবেশীদের নিজেদের মত প্রেম করি।’—মথি ৭:১২; ২২:৩৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার