ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৫ পৃষ্ঠা ১
  • অনেক দেওয়া হয়েছে—অনেক চাওয়া হচ্ছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অনেক দেওয়া হয়েছে—অনেক চাওয়া হচ্ছে
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রত্যেকটি উত্তম কাজের জন্য স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৫ পৃষ্ঠা ১

অনেক দেওয়া হয়েছে—অনেক চাওয়া হচ্ছে

১ আমাদের কাছে সত্য আছে তা আমাদের জন্য কতই না অনুগ্রহ! যেহেতু আমরা যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করেছি, তাই আমাদের উপরে ‘সুসমাচারের ভার অর্পণ করা’ হয়েছে। (১ থিষল. ২:৪) এটি আমাদের বিরাট দায়িত্বের অধীনে নিয়ে আসে। যীশু বলেছিলেন: “যে কোন ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকটে অধিক দাবি করা যাইবে।”—লূক ১২:৪৮খ।

২ ওই কথাগুলি কতই না সত্য! যেহেতু আমরা সকলে ঈশ্বরের বাক্যের জ্ঞান, ভাইদের এক অপূর্ব সান্নিধ্য এবং এক অপূর্ব আশার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়েছি, তাই সত্য সত্যই বলা যেতে পারে যে আমাদিগকে অনেক দেওয়া হয়েছে। সুতরাং যুক্তিযুক্তরূপে, বিনিময়ে অনেক আশা করা হচ্ছে।

৩ প্রয়োজনগুলির প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা: কেউ কেউ এই সিদ্ধান্তে পৌঁছায় যে আমাদের কাছ থেকে খুব বেশি আশা করা হচ্ছে। খ্রীষ্টীয় মণ্ডলীর মস্তকরূপে, যীশু খ্রীষ্ট নির্ধারণ করেন “যেটি প্রয়োজনীয়” সেই কাজটিকে সঠিকভাবে করতে। (ইফি. ৪:১৫, ১৬, NW) তিনি আমাদের আশ্বাস দেন যে ‘তাঁর যোঁয়ালি সহজ ও তাঁর ভার লঘু।’ (মথি ১১:২৮-৩০) যাদের বাধা আছে প্রেমের সাথে তিনি তাদের অনুমোদন করেন। (লূক ২১:১-৪) পরিমাণ যাইহোক না কেন যদি আমরা আমাদের সর্বোত্তম দিই তাহলে আমরা আশীর্বাদপ্রাপ্ত হব।—কল. ৩:২৩, ২৪.

৪ নিজেকে জিজ্ঞাসা করুন, ‘আমার জীবনে রাজ্যের আগ্রহ কি প্রথম স্থানে আছে? আমি কি আমার সময় ও আমার সম্পত্তি সেইভাবে ব্যবহার করছি যার ফল যিহোবাব নামের প্রশংসা ও অন্যদের উপকার আনে? আমি কি দেখেছি যে সবচেয়ে বেশি আনন্দ আসে স্বার্থপরভাবে বস্তুগত জিনিসগুলি উপভোগ করা থেকে নয় বরং যিহোবার সেবা করা থেকে?’ এই প্রশ্নগুলির সততাপূর্ণ উত্তর আমাদের হৃদয়ের অভ্যন্তরের উদ্দেশ্যকে প্রকাশ করে।—লূক ৬:৪৫.

৫ যা মন্দ তা করতে প্রলোভিত হওয়াকে এড়িয়ে চলা: আত্ম-আগ্রহ, লোভ এবং যৌন আনন্দের প্রতি প্রেম, এইধরনের প্রলোভন ও চাপগুলি আগে কখনও দেখা যায়নি। প্রতিদিন আমরা প্রলোভনগুলির দ্বারা নৈতিক চ্যালেঞ্জগুলির সাথে আপোশ করতে মুখোমুখি হই। সফলতার সাথে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে আমদের অবশ্যই সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করা প্রয়োজন। (মথি ২৬:৪১) তাঁর আত্মার মাধ্যমে তিনি আমাদের শক্তিশালী করতে পারেন। (যিশা. ৪০:২৯) ঈশ্বরের বাক্য প্রতিদিন পড়া হল একটি বড় সাহায্য। (গীত. ১:২, ৩) আত্ম-শাসন এবং আত্ম-নিয়ন্ত্রণও এক বিরাট ভূমিকা পালন করে।—১ করি. ৯:২৭.

৬ যা উত্তম সেটিকে ভালোবাসাই যথেষ্ট নয়—কিন্তু আমাদের অবশ্যই যা মন্দ সেটিকেও ঘৃণা করতে হবে। (গীত. ৯৭:১০) এর অর্থ, যে জিনিসগুলি মন্দ সেগুলির প্রতি আকাঙ্খা গড়ে না তোলা। হিতোপদেশ ৬:১৬-১৯ পদে সাতটি জিনিসের তালিকা দেয় যা যিহোবা ঘৃণা করেন। স্পষ্টতই, যে ব্যক্তি যিহোবাকে খুশি করতে চায় তাকে অবশ্যই এইধরনের জিনিসগুলি ঘৃণা করতে হবে। উত্তম বিষয়গুলিতে আমাদের মন স্থাপন করে, সত্যের যথার্থ জ্ঞানের দ্বারা আশীর্বাদপ্রপ্ত হয়ে আমাদের সেই জ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে কাজ করা উচিত।

৭ “প্রভুর কার্য্যে সর্ব্বদা উপচিয়া” পড়ার অনুকূল পরিস্থিতির জন্য প্রার্থনা করা উপযুক্ত। (১ করি. ১৫:৫৮) অনেকেই দেখেছেন যে যিহোবার পরিচর্যায় এক ব্যস্ত তালিকা হল এক সুরক্ষা, কারণ এটি মন্দ বিষয়গুলিকে অনুধাবন করতে খুব অল্পই সময় দেয়।

৮ বিবেচ্য সকল বিষয়, যা যিহোবা আমাদের কাছ থেকে চান তা খুবই যুক্তিযুক্ত। (মীখা ৬:৮) পরিচর্যার প্রত্যেকটি সুযোগের জন্য কৃতজ্ঞ হওয়ার আমাদের যথেষ্ট কারণ আছে। (ইফি. ৫:২০) সেইজন্য, আমরা “পরিশ্রম ও প্রাণপণ করিতেছি,” এই নিশ্চয়তায় যে আমাদের কাছ থেকে চাওয়া যে কোন জিনিসের থেকে আমাদের পুরস্কার সীমাহীনভাবে মহান হবে।—১ তীম. ৪:১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার