মার্চ মাসের পরিচর্যা সভাগুলি
মার্চ ৬ থেকে যে সপ্তাহ শুরু
২৫ (৩০)
১৩ মি: স্থানীয় ঘোষণাবলী এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। প্রশ্ন বাক্স আলোচনা করুন।
১৫ মি: “অনেক দেওয়া হয়েছে—অনেক চাওয়া হচ্ছে।” প্রশ্নোত্তর। যারা যোগ্য তাদের এপ্রিল ও মে মাসে সহায়ক অগ্রগামী হিসাবে লক্ষ্য স্থাপন করতে উৎসাহ দিন।
১৭ মি: “কিভাবে তারা ‘আনন্দ করতে পারে যুবক-যুবতীদের তা বলা।” মুখ্যবিষয়গুলির পুনরালোচনা করা। যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বইটি ব্যবহার অথবা বিতরণ করে আনন্দ উপভোগ করার অভিজ্ঞতাগুলি শ্রোতাকে বর্ণনা করতে আমন্ত্রণ জানান। যেহেতু এটি যে পরিস্থিতির বিষয়ে প্রত্যেকেই চিন্তিত সেই বিষয়ে আলোচনা করে তাই বইটি অর্পণে আশাবাদী হতে সকলকে উৎসাহ দিন একটি অথবা দুটি নমুনা প্রদর্শন করুন।
গান ৩১ (৫১) এবং সমাপ্তির প্রার্থনা।
মার্চ ১৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ২৪ (৭০)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।
১৫ মি: “সময়োপযোগী রাজ্যের সংবাদ পৃথিবীব্যাপী বিতরণ করা হবে।” একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। এপ্রিল ও মে মাসে আগত এই বিশেষ কার্যাবলীর গুরুত্বতার বিষয়ে জোর দিন। নতুনেরাসহ সকলকে এতে পূর্ণ অংশ নিতে পরিকল্পনা করতে উৎসাহ দিন।
২০ মি: কার্য্যকারিভাবে নতুন ব্রোশার ব্যবহার করা।” শ্রোতাদের সাথে প্রবন্ধটি আলোচনা। ব্রোশারটির বিষয়গুলি তুলে ধরুন এবং কিভাবে এটি শোকসন্তপ্তকে সান্ত্বনা দিতে ব্যবহার করা যেতে পারে তা দেখিয়ে প্রস্তাবনা দিন। মণ্ডলীতে কোন্ ভাষায় এটি পাওয়া যাচ্ছে তা উল্লেখ করুন এবং সভার শেষে কপিগুলি নিতে প্রকাশকদের উৎসাহ দিন।
গান ৩৬ (১৪) এবং সমাপ্তির প্রার্থনা।
মার্চ ২০ থেকে যে সপ্তাহ শুরু
গান ৪০ (৩১)
১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। ১৯৯৫ বর্ষপুস্তক এর পরিবারগত ব্যবহার প্রদর্শন করুন। পরিবারের সকলে বইটির জন্য উপলব্ধি প্রকাশ করে; পিতা ৩-১১ পৃষ্ঠায় ভূমিকামূলক বষয়বস্তুর উপর মুখ্যবিষয়গুলি সংক্ষেপে পুনরালোচনা করেন। তারা আলোচনা করে কিভাবে তারা প্রত্যেক সপ্তাহে একত্রে বর্ষপুস্তক এর কিছু পৃষ্ঠা পড়ার চেষ্টা করতে এবং প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে নির্বাচিত বাইবেল শাস্ত্রপদটির প্রতি তারা প্রতিদিন বিবেচনা দেখাতে ভুলবে না।
১৫ মি: স্থানীয় প্রয়োজন অথবা “যাঁহাকে কর দিতে হয়, কর দেও,” নভেম্বর ১৫, ১৯৯৪ সালের প্রহরীদুর্গ এর পৃষ্ঠা ২৬-৮ এর উপর ভিত্তি করে একটি বক্তৃতা দিন।
১৫ মি: “এখনই, তাদের মহান ‘সৃষ্টিকর্তাকে স্মরণ করতে যুবক-যুবতীদের সাহায্য করা।’ মুখ্যবিষয়গুলির পুনরালোচনা করুন আর তারপর একটি অথবা দুটি পুনর্সাক্ষাত প্রদর্শন করুন।
গান ৫২ (৫৯) এবং সমাপ্তির প্রার্থনা।
মার্চ ২৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ২০৫ (১১৮)
৫ মি: স্থানীয় ঘোষণাবলী।
১৫ মি: “মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।” শ্রোতাদের সাথে আলোচনা। স্মরণার্থের জন্য স্থানীয় আয়োজনগুলির পুনরালোচনা করুন। ব্যাখ্যা করুন কেন আগ্রহী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো এবং যোগদান করতে তাদের সাহায্য করা প্রয়োজন।
১৫ মি: “সমস্যার মোকাবিলা কিভাবে করা যায় সে সম্বন্ধে একটি শিক্ষা।” ফেব্রুয়ারি ১৫, ১৯৯৫ সালের প্রহরীদুর্গ এর ২৬ পৃষ্ঠার প্রবন্ধটির উপর ভিত্তি করে প্রাচীনদের দ্বারা বক্তৃতা। আন্তরিকতার সাথে এটিকে ব্যবহারিক প্রয়োগের উপস্থাপন করতে হবে কিন্তু এমন কঠিন সমস্যাগুলির উল্লেখ করা সম্পর্কে সতর্ক থাকুন যা হয়ত বিদ্যমান বলে পরিচিত অথবা স্থানীয়ভাবে এক সময় বিদ্যমান ছিল।
১০ মি: এপ্রিল মাসে প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রহকভুক্তি অর্পণ। ঘরে ঘরে এবং রীতি-বহির্ভূত সাক্ষদান উভয় ক্ষেত্রে গ্রহকভুক্তি অর্পণে আশাবাদী হওয়া সম্বন্ধে শ্রোতাদের উৎসাহ দিন। গৃহে গৃহে গ্রহকভুক্তির জন্য নিম্নোক্ত প্রস্তাবগুলি পুনরালোচনা করুন: বন্ধুত্বপুর্ণ হাসিখুশি মনোভাব রাখুন। উদ্যমী হোন। ধীরে ধীরে কথা বলুন। একটি পত্রিকা থেকে কেবলমাত্র একটি প্রবন্ধ আলোচনা করুন কিন্তু পত্রিকাটি নিয়মিতভাবে পাওয়ার উপকারিতার বিষয়ে আলেচনা করুন। গৃহকর্তার হাতে পত্রিকাটি দিন। যদি গ্রহকভুক্তি প্রত্যাখ্যান করা হয় তাহলে প্রহরীদুর্গ ও সচেতন থাক! প্রত্যেকটির এক বা একাধিক কপি অর্পণ করতে ভুলবেন না। যদি পত্রিকাগুলিও প্রত্যাখ্যান করা হয়, তবুও আশাবাদী উপসংহার করুন। যদি একটি করে কপি গ্রহণ করা হয় তাহলে জানিয়ে দিন যে আপনি পুনরায় পরবর্তী সংখ্যাগুলি নিয়ে আসবেন। সকল আগ্রহী ব্যক্তিদের এবং পত্রিকা বিতরণের একটি তালিকা রাখুন। পুনর্সাক্ষাত পুনরায় গ্রহকভুক্তি অর্পণ করুন। পরিশেষে, গ্রাহকভুক্তি অর্পণে পত্রিকাগুলির সম্প্রতি সংখ্যা ব্যবহার করে একটি অথবা দুটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করুন।
গান ১৭৬ (১৬) এবং সমাপ্তির প্রার্থনা।