ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ মার্চ: যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে বইটি (ইংরাজি, মালায়ালাম ও তামিল ভাষায় পাওয়া যাচ্ছে) ২৫·০০ টাকা মূল্যে। অন্যান্য ভাষায় ১৯২-পৃষ্ঠার যে কোন নতুন বই নিয়মিত মূল্য ১৫·০০ টাকায় অর্পণ করা যেতে পারে। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের এবং পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। জুন: জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি) বইটি ৪৫·০০ টাকা মূল্যে। আঞ্চলিক ভাষায় ১৯২-পৃষ্ঠার যে কোন নতুন বই নিয়মিত মূল্য ১৫·০০ টাকায় অর্পণ করা যেতে পারে।
◼ ১৯৯৫ সালের জানুয়ারি থেকে গুজরাটি, নেপালী, বাংলা ও হিন্দী ভাষায় প্রহরীদুর্গ এর পর্যায়ক্রমে মাসিক থেকে পাক্ষিক পরিবর্তনের ফলে এই ভাষাগুলিতে চলতে থাকা গ্রাহকভুক্তিগুলি নির্ধারিত সময়ের আগে শেষ হবে। তবুও গ্রাহকেরা তাদের প্রত্যাশিত সংখ্যাগুলির পুরোটাই পাবে।
◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত অন্য কেউ ১লা মার্চের মধ্যে অথবা তারপর যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। যখন তা করা হয়ে যাবে মণ্ডলীতে একটি ঘোষণার ব্যবস্থা করুন।