মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা
১ যীশু তাঁর পিতার নির্দেশে পৃথিবীতে এসেছিলেন সত্যের পক্ষে সাক্ষ্য দিতে যা আমাদের অনন্ত জীবনের পথে পরিচালিত করবে। (যোহন ১৮:৩৭) মৃত্যু পর্যন্ত তাঁর বিশ্বস্ততা যিহোবার প্রতি সম্মান এনেছিল, ঈশ্বরের নামকে পবিত্র করেছিল এবং একটি মুক্তির মূল্য প্রদান করেছিল। (যোহন ১৭:৪, ৬) এটাই হল সেই যা যীশুর মৃত্যুকে সমগ্র মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে চিহ্নিত করেছিল।
২ আদমের সৃষ্টি থেকে, পৃথিবীতে কেবলমাত্র দুই জনই সিদ্ধ ব্যক্তি ছিল। তার অজাত বংশধরদের জন্য অপূর্ব আশীর্বাদগুলি আনতে আদম অধিষ্ঠানকারী ছিল। কিন্তু পরিবর্তে, সে স্বার্থপরভাবে বিদ্রোহ করে, সেগুলিকে অগ্রাহ্য করে এক দুর্দশাগ্রস্ত অবস্থায় নিয়ে আসে, মৃত্যুতে যার শেষ। কিন্তু যখন যীশু আসেন, তিনি নিখুঁত আনুগত্য ও বাধ্যতা প্রদর্শন করেন এবং যারা বিশ্বাস প্রদর্শন করে তাদের সকলের জন্য অনন্ত জীবনের পথ খুলে দেন।—যোহন ৩:১৬; রোমীয় ৫:১২.
৩ যীশুর এই বলিদান-মূলক মৃত্যুর সাথে কোন ঘটনাকেই তুলনা করা যায় না। এটি মানব ইতিহাসের গতিগথকে পাল্টে দেয়। এটি কোটি কোটি ব্যক্তিকে মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার ভিত্তি প্রদান করে। এটি অনন্তকালস্থায়ী এক রাজ্যের জন্য ভিত্তি স্থাপন করেছিল যা দুষ্টতার শেষ আনবে এবং পৃথিবীকে একটি পরমদেশে পরিণত করবে। এটি সমগ্র মানবজাতিকে উৎপীড়ন ও দাসত্বের সব রকম অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দেবে।—গীত. ৩৭:১১; প্রেরিত ২৪:১৫; রোমীয় ৮:২১, ২২.
৪ এই সমস্ত কিছুই আমাদের উপলব্ধি করতে সাহায্য করে যে কেন যীশু তাঁর শিষ্যদের প্রতি বছর তাঁর মৃত্যুকে স্মরণার্থক হিসাবে উদ্যাপন করতে নির্দেশ দিয়েছিলেন। (লূক ২২:১৯) এর তাৎপর্যকে উপলব্ধি করে, আমরা শুক্রবার, ১৪ই এপ্রিল, সূর্যাস্তের পর বিশ্বব্যাপী যিহোবার সাক্ষীদের মণ্ডলীগুলির সাথে সম্মিলিত হওয়ার জন্য তাকিয়ে আছি। কিন্তু তার আগে, পরিবারগতভাবে পৃথিবীতে যীশুর শেষ দিনগুলির এবং সত্যের প্রতি তাঁর সাহসী স্থিরতা সম্বন্ধে বাইবেলের বিবরণগুলি একত্রে পড়া ভালো হবে। (সুপারিশ করা অংশগুলি আমাদের ১৯৯৫ সালের ক্যালেণ্ডার-এ এপ্রিল ৯-১৪ তারিখে উল্লেখিত আছে।) আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভক্তি প্রদর্শনে তিনি আমাদের জন্য এক আদর্শ স্থাপন করেন। (১ পিতর ২:২১) তাই আসুন এই গুরুত্বপূর্ণ সমাবেশে আমাদের বন্ধুবান্ধবদের এবং পরিবারকে আর সেইসঙ্গে বাইবেল ছাত্র ও অন্যান্য আগ্রহী ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে প্রচেষ্টা করি। কী অনুষ্ঠিত হবে তা ও প্রতীকগুলির তাৎপর্যের বিষয়ে আগে থেকে ব্যাখ্যা করুন।—১ করি. ১১:২৩-২৬.
৫ কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্নের ব্যাপারে নিশ্চিত হতে প্রাচীনদের আগে থেকে ভালোভাবে পরিকল্পনা করা উচিত। প্রতীকগুলিকে নিয়ে যাওয়ার জন্য কাউকে নির্বাচন করা প্রয়োজন। প্রতীকগুলিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা ভালোভাবে হওয়া উচিত। কিভাবে আমরা প্রভুর সান্ধ্যভোজে সম্মান দেখাতে পারি সেই বিষয়ে ফেব্রুয়ারি ১৫, ১৯৮৫ সালের প্রহরীদুর্গ (ইংরাজি) এর পৃষ্ঠা ১৯-এ সাহায্যকারী পরামর্শ দেওয়া হয়েছিল। উদ্যাপনের কিছুদিন আগে এবং তার কয়েকদিন পরে ক্ষেত্র পরিচর্যার কাজকর্ম বাড়ানোর ব্যবস্থা করা মণ্ডলীর জন্য খুবই উপযুক্ত হবে।
৬ গত বছর, এই গুরুত্বপূর্ণ দিন উদ্যাপনের জন্য বিশ্বব্যাপী মোট ১,২২,৮৮,৯১৭ জন উপস্থিত ছিল। যেহেতু এটি হল আমাদের ক্যালেণ্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তাই আমাদের সকলে এর তাতে উপস্থিত থাকা উচিত।