ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা মূল্যে)। গৃহ বাইবেল অধ্যয়ন আরম্ভ করার জন্য প্রচেষ্টা করা উচিত। অক্টোবর: সচেতন থাক! (ইংরাজি) অথবা প্রহরীদুর্গ পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের এবং পাক্ষিক সংস্করণের ছয় মাসের গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। নভেম্বর: যেখানে সম্ভব, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলী স্ক্রীপচার্স এর সাথে বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য (ইংরাজি) একসঙ্গে ৭৫·০০ টাকায় অর্পণ করা উচিত। এর বিকল্পরূপে, ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরাজি) বইটি ৪৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। যেখানে গৃহকর্তা ইংরাজি জানিনা না, সেখানে বিগত আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় বিশেষ অর্পণ হিসাবে তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার যে কোন বই ৮·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। বইগুলি তালিকা যেগুলি এখনও আমাদের কাছে পাওয়া যাচ্ছে তা জানার জন্য আগস্ট ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় ঘোষণাবলী। বিভাগটি দেখুন। যেহেতু কোন নির্দিষ্ট ভাষার এই তালিকার সেই বইগুলি আমাদের কাছে নেই, তাই যারা বাংলা অথবা পাঞ্জাবী জানে তাদের আমাদের সমস্যা অথবা “দেখ!” ব্রোশারটি এবং যারা নেপালি জানে তাদের জীবন উপভোগ করুন ব্রোশারটি অর্পণ করা যেতে পারে। তোমার যৌবন—এর থেকে সর্বোত্তম উপকার পাওয়া! (ইংরাজি) বইটি ১৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই বইটি বিশেষ রেটে অর্পণ করা হবে না। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি ৪৫·০০ টাকা মূল্যে। বিকল্পরূপে, আমাদের বইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি একই মূল্যে দিতে পারেন (ছোট সাইজ অনন্তকাল বই ২৫·০০ টাকা।) টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী মাসিক সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) যেন তা করে।
◼ পরিচারক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত অন্য কেউ ১লা সেপ্টেম্বরের মধ্যে অথবা তারপর যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। যখন তা করা হয়ে যাবে মণ্ডলীতে একটি ঘেষণার ব্যবস্থা করুন।
◼ অক্টোবরে যারা সহায়ক অগ্রগামী কাজের পরিকল্পনা করেছেন, শীঘ্রই তাদের আবেদনপত্র জমা দিন। এটি প্রচীনদের প্রয়োজনীয় সাহিত্য ও কাজ করার এলাকার ব্যবস্থা করতে সাহায্য করবে।
◼ সমাজচ্যুত অথবা স্বেচ্ছায় সংসর্গত্যাগী ব্যক্তিরা যারা হয়ত পুনর্স্থাপিত হতে চায় তাদের সম্পর্কে ১৯৯১ সালের এপ্রিল ১৫, প্রহরীদুর্গ এর (ইংরাজি), পৃষ্ঠা ২১-৩-এ দেওয়া নির্দেশাবলীর উপর মনোযোগ দিতে প্রাচীনদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।
◼ পুণাতে “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলনের প্রধান ঠিকানা পরিবর্তন করে হয়েছে: Mr. P. Suryavanshi, Flat F-28, Pimple Apartments, Near Post Office, Kasarwadi, Pune, MAH 411034.