প্রতিদিন যিহোবার প্রশংসা করুন
১ আমাদের ঈশ্বর, যিহোবা হলেন একজন আশ্চর্য, প্রেমময় সৃষ্টিকর্তা, সকল জীবন ও আনন্দের উৎস। তাঁর মহানতার পরিপ্রেক্ষিতে, তাঁর সকল সৃষ্টির কাছ থেকে তিনি সত্যই প্রশংসা পাওয়ার যোগ্য। গীতরচকের মত ব্যক্তিগতভাবে আমরাও বলতে চাই: “উত্তর উত্তর তোমার আরও প্রশংসা করিব। আমার মুখ তোমার ধর্ম্মশীলতা বর্ণনা করিবে, তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিবে।” (গীত. ৭১:১৪, ১৫) এটি করতে, আমাদের অবশ্যই উত্তরোত্তর যিহোবার প্রশংসা করতে উপায় খুঁজে নিতে হবে এবং তাঁর সম্বন্ধে, তাঁর ধার্মিকতা সম্বন্ধে এবং পরিত্রাণের জন্য তাঁর ব্যবস্থা সম্বন্ধে প্রশংসা করতে প্ররোচিত হতে হবে।
২ যিহোবাকে প্রশংসা করার ক্ষেত্রে প্রাথমিক খ্রীষ্টানেরা এক অপূর্ব উদাহরণ স্থাপন করেছিল। পঞ্চাশত্তমীর দিনে যে ৩,০০০ জন ব্যক্তি বাপ্তাইজিত হয়েছিল, তাদের কথা উল্লেখ করতে গিয়ে আমরা প্রেরিত ২:৪৬, ৪৭ পদে পড়ি: “তাহারা প্রতিদিন একচিত্তে ধর্ম্মধামে নিবিষ্ট থাকিয়া . . . ঈশ্বরের প্রশংসা করিত, এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন।” তারা যিহোবা ও তাঁর মশীহ সম্বন্ধে অপূর্ব সত্যগুলি শিখছিল। তাদের আনন্দ সংক্রামক ছিল যা অন্যদের শুনতে ও শিখতে এবং যিহোবার প্রশংসা করার ক্ষেত্রে উৎসাহিত করেছিল।
৩ প্রত্যহ যে সুযোগগুলি পাওয়া যায়: আজকের দিনে অনেকেই মনে করেন যে রীতিবহির্ভূত সাক্ষ্যদানের দ্বারা তারা প্রতিদিন যিহোবার প্রশংসা করতে পারেন। আগে থেকে পরিকল্পনা করা তাদের আরও ফলপ্রদ হতে সাহায্য করে। একজন বোন যিনি রীতিবহির্ভূত সাক্ষ্যদানে অংশ নিতে অটল ছিলেন, দেখেছিলেন যে কেউ দুটো জানালা ভেঙে জোর করে তার গাড়ির ভিতরে ঢুকেছে। তিনি একটি গ্যারেজে ফোন করেন এবং তারপর মেকানিককে সাক্ষ্যদান করার জন্য প্রস্তুত হন। তার প্রস্তুতির অন্তর্ভুক্ত ছিল যিহোবার নির্দেশনার জন্য প্রার্থনা করা। পরিণাম এই হয় যে, তিনি এক ঘন্টা যাবৎ মেকানিকটিকে সাক্ষ্য দেন এবং তাকে অনন্তকাল বইটি অর্পণ করেন।
৪ আরেকটি বোন নিয়মিতভাবে প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতেন যখন তারা তাদের কুকুর নিয়ে ভ্রমণ করতেন। এইরকম একটি সাক্ষাৎকালে, তাদের মধ্যে জীবনের সমস্যাগুলি সম্বন্ধে গম্ভীর কথোপকথন হয় এবং তা আরও আলোচনা করতে পরিচালিত করে। কালক্রমে, একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়। আগ্রহের বিষয় এই যে, প্রতিবেশীটি পরে স্বীকার করেছিলেন যে যিহোবার সাক্ষীরা যদি তার দরজায় আসত, তাহলে তিনি তাদের কথা শুনতেন না, কারণ তিনি ঈশ্বরে অথবা বাইবেলে বিশ্বাস করতেন না।
৫ কেউ কেউ মনে করেন তাদের বাড়িতে যখন জিনিসপত্র বিক্রয়কারী অথবা অন্যেরা আসে তখন তাদের কাছে সাক্ষ্য দেওয়া সম্ভব। আয়ারল্যাণ্ডের একজন বোনের এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় যিনি জীবনবীমার প্রকল্প নিয়ে পরিদর্শনে আসেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি অনন্ত জীবন লাভ করার জন্য অপেক্ষা করে আছেন। এই ব্যক্তির কাছে, যিনি একজন রোমান ক্যাথলিক হিসাবে বড় হয়ে উঠেছিলেন, এটি সম্পূর্ণরূপে এক নতুন চিন্তাধারা ছিল। তিনি অনন্তকাল বইটি গ্রহণ করেন, পরের সপ্তাহে একটি সভায় যোগদান করেন এবং বাইবেল অধ্যয়ন করতে সম্মত হন। এখন এই বিক্রয়কারী হলেন একজন বাপ্তিস্মিত ভাই।
৬ প্রতিদিন যিহোবার প্রশংসা করতে সুযোগগুলি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কিছু পত্রিকা অথবা ট্র্যাক্ট সঙ্গে রাখা সাহায্যকারী, যেখানে সেগুলিকে দেখানো যেতে কিংবা পরিদর্শনকারীদের তৎক্ষণাৎ অর্পণ করা যেতে পারে। কিছু এলাকায় পার্কের বেঞ্চে অল্প সময় ব্যয় করা হয়ত আপনাকে অন্যদের কাছে যারা কিছু সময়ের জন্য বিনোদন করতে সেখানে কাটায়, সাক্ষ্যদানের কয়েকটি সুযোগ দান করতে পারে। কিছু তরুণতরুণী সাক্ষী স্কুলে তাদের ডেক্সের উপর এমনভাবে বাইবেল সাহিত্যাদি রাখে যাতে করে যারা তা দেখে ও প্রশ্ন করে তাদের সাথে সহজেই কথোপকথন শুরু করা যেতে পারে। আপনি ব্যবহার করতে পারেন এমন একটি অথবা দুটি শাস্ত্রপদ মনের মধ্যে রাখুন। আপনাকে সাহায্য করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন। তা করার জন্য আপনি আশীর্বাদপ্রাপ্ত হবেন।—১ যোহন ৫:১৪.