এপ্রিল মাসে পত্রিকা নিয়ে কাজ করার জন্য প্রস্তুত হোন
আমাদের ১৯৯৬ সালের ক্যালেনডার-এ যেমন উল্লেখ করা হয়েছে, সেইমত প্রভুর সান্ধ্যভোজ এই বছরে ২রা এপ্রিল উদ্যাপিত হবে। এই মহান উপলক্ষটির দ্বারা উৎসাহিত হয়ে সমগ্র এপ্রিল মাসে উদ্যোগী হয়ে পত্রিকা বিতরণে সকলে যেন অংশ নিই। সময়োপযোগী কোন্ পত্রিকাগুলি আমরা ব্যবহার করব! ১লা এপ্রিলের প্রহরীদুর্গ গত বছরের জেলা সম্মেলনের “অনন্তকালীন রাজার প্রশংসা করুন!” জনসাধারণের জন্য বক্তৃতাটি তুলে ধরবে। ১৫ই এপ্রিলের প্রহরীদুর্গ গত বছরের বিশেষ জনসাধারণের বিষয়বস্তু “মিথ্যা ধর্মের শেষ নিকট” এটিকে তুলে ধরবে। এই বছর ২১শে এপ্রিলের “এক কুটিল বংশের মাঝে নিষ্কলঙ্ক থাকা” নামক বিশেষ বক্তৃতাটি রাজ্যের কাজে অতিরিক্ত উদ্দীপনা যোগাবে। এপ্রিল ২২ সচেতন থাক! (ইংরাজি) এর “যখন যুদ্ধ আর থাকবে না” নামক প্রসঙ্গটি আমরা তুলে ধরব।
গত এপ্রিলের রাজ্য সংবাদ অভিযানের অনুসরণকারী হিসাবে এই এপ্রিলও পত্রিকা বিতরণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাস হবে। এখনই পরিকল্পনা করার সময়। অনেকেই সহায়ক অগ্রগামী হিসাবে তালিকায় নাম লেখাতে চাইবে। যদি প্রয়োজন হয়, এপ্রিল মাসের পত্রিকাগুলির অতিরিক্ত কপি অর্ডার দেওয়া উচিত। অংশগ্রহণ করা সম্ভব এমন প্রত্যেককেই নিয়ে পত্রিকা দিবসগুলির জন্য পরিকল্পনা করা যেতে পারে—সকালবেলা, দুপুরবেলা ও সন্ধ্যায়। আসুন আমরা সকলে ‘বাক্যের কার্য্যকারী হই।’ গীতসংহিতা ৬৯:৯ পদে মশীহ সম্বন্ধে যেমন ভাববাণী করা আছে, সেইমত আমরাও যেন বলতে সমর্থ হই: “তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে।”—যাকোব ১:২২; যোহন ২:১৭.