ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৬ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৬ পৃষ্ঠা ৩

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ

ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা।) এর বিকল্পে, আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ১৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন এই বইয়ের তেলুগু সংস্করণটি বিশেষ মূল্য ৮·০০ টাকায় অর্পণ করা যেতে পারে।

মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ১৫·০০ টাকা মূল্যে। যদি এটি এখনও মণ্ডলীতে পাওয়া না যায় তাহলে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা) অর্পণ করা যেতে পারে।

এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৯০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৪৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয় তাহলে পত্রিকাগুলির একটি করে কপি ৪·০০ টাকা মূল্যে অর্পণ করা উচিত। যেখানে উপযুক্ত, সেখানে পারিবারিক বইটি অর্পণ করা যেতে পারে।

বিজ্ঞপ্তি: সংবাদপত্রের কাগজের মূল্য বেড়ে যাওয়ার ফলে ১লা মার্চ, ১৯৯৬ সাল থেকে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা এবং গ্রাহকভুক্তির মূল্যও বেড়ে যাবে। নতুন মূল্য হল:

প্রতিটি সংখ্যা: অগ্রগামীদের জন্য: ২·৫০ টাকা; প্রকাশকদের ও জনসাধারণের জন্য: ৪·০০ টাকা।

এক বছরের পাক্ষিক গ্রাহকভুক্তি: অগ্রগামীদের জন্য: ৬০·০০ টাকা; প্রকাশক ও জনসাধারণের জন্য: ৯০·০০ টাকা।

এক বছরের মাসিক ও ছয় মাসের পাক্ষিক গ্রাহকভুক্তি: অগ্রগামীদের জন্য ৩০·০০ টাকা; প্রকাশক ও জনসাধারণের জন্য: ৪৫·০০ টাকা।

◼ সচিব এবং পরিচর্যা অধ্যক্ষের সকল নিয়মিত অগ্রগামীর কর্মতৎপরতা সম্বন্ধে পুনরালোচনা করা উচিত। যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে কারও অসুবিধা হয়, তাহলে সাহায্য প্রদান করতে প্রাচীনদের ব্যবস্থা করা উচিত। অক্টোবর ১৯৯৬ সালের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ইনসার্টের অনুচ্ছেদ ১২-২০-তে বিষয়গুলি পুনরালোচনা করুন।

◼ স্মরণার্থক দিবস মঙ্গলবার, ১৯৯৬ সালে ২রা এপ্রিল উদ্‌যাপন করা হবে। যদিও বা বক্তৃতা আগে থেকে শুরু হতে পারে, কিন্তু দয়া করে স্মরণে রাখবেন যে স্মরণার্থক রুটি ও দ্রাক্ষারস যেন সূর্যাস্তের আগে দেওয়া শুরু না হয়। স্থানীয় কেন্দ্র থেকে জেনে নিন যে আপনার এলাকায় কখন সূর্যাস্ত হবে। সেই দিন ক্ষেত্র পরিচর্যার জন্য সভা ছাড়া আর অন্য কোন সভা হবে না। যদি আপনার মণ্ডলীতে সাধারণত মঙ্গলবার সভা হয়, যদি কিংডম হল পাওয়া যায়, তাহলে সেই সভাগুলি অন্য দিনে করা যেতে পারে।

◼ যে সকল প্রকাশকেরা মার্চ, এপ্রিল এবং মে মাসে সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করতে চান তাদের এখনই পরিকল্পনা করা উচিত এবং শীঘ্রই আবেদনপত্র দেওয়া দরকার। এটি ক্ষেত্র পরিচর্যার জন্য ব্যবস্থা করতে ও যথেষ্ট পত্রিকা ও অন্যান্য সাহিত্যাদি রাখতে সাহায্য করবে।

◼ যে নতুন প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

যিহোবার সাক্ষীবৃন্দ এবং শিক্ষা—ইংরাজি

এই নতুন ব্রোশারটি যেটি “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলনে প্রকাশিত হয়েছিল, সেটি অগ্রগামীদের জন্য ৩·০০ টাকা এবং প্রকাশক ও জনসাধারণের জন্য ৫·০০ টাকা। এছাড়া এটি ইংরাজি ব্রেইলয়েতেও একটি খণ্ডে পাওয়া যাচ্ছে।

জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে—ইংরাজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, বাংলা, মালায়ালাম, মারাঠি, হিন্দী

এই নতুন বইটি যেটি “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলনে প্রকাশিত হয়েছিল, সেটি অগ্রগামীদের জন্য ৮·০০ টাকা এবং প্রকাশক ও জনসাধারণের জন্য ১৫·০০ টাকা। এছাড়া এটি ইংরাজি ব্রেইলয়েতেও দুটি খণ্ডে পাওয়া যাচ্ছে।

ঐশিক পরিচর্যা বিদ্যালয় নির্দেশ পুস্তক—তামিল

যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে? ট্র্যাক্ট নং. ১৪—উর্দু

শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, ট্র্যাক্ট নং. ১৫—উর্দু

মৃত প্রিয়জনদের জন্য কী আশা? ট্র্যাক্ট নং. ১৬—উর্দু

জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?—নেপালি

◼যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:

মহান শিক্ষকের কাছ থেকে শোনা—তামিল, মালায়ালাম

“দেখ! আমি সকলই নূতন করিতেছি”—ইংরাজি, কান্নাড়া, তামিল, নেপালি, মালায়ালাম, হিন্দী

আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন (ছোট)—তামিল

◼ নতুন যে ভিডিও ক্যাসেটগুলি পাওয়া যাচ্ছে:

বাইবেল—বাস্তব ও ভবিষ্যদ্বাণীর একটি পুস্তক খণ্ড ১: বাইবেল—সঠিক ইতিহাস, নির্ভরযোগ্য ভবিষ্যদ্বাণী—ইংরাজি

বাইবেল—বাস্তব ও ভবিষ্যদ্বাণীর একটি পুস্তক খণ্ড ২: বাইবেল—মানবজাতির প্রাচীনতম আধুনিক পুস্তক—ইংরাজি

ঐশিক শিক্ষার দ্বারা ঐক্যবদ্ধ—ইংরাজি

এই ভিডিও ক্যাসেটগুলি নিয়মিত সাহিত্য আবেদন ফর্ম (S-AB-14)-এ অর্ডার করা যেতে পারে। প্রত্যেকটির মূল্য অগ্রগামীদের জন্য ১৫০·০০ টাকা এবং প্রকাশক ও জনসাধারণের জন্য ২০০·০০ টাকা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার