ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৬ পৃষ্ঠা ৩
  • শ্রবণে ইচ্ছুক ব্যক্তিকে কিভাবে আমি পেতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শ্রবণে ইচ্ছুক ব্যক্তিকে কিভাবে আমি পেতে পারি?
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রেমের সঙ্গে শোনার দক্ষতা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মহান শিষ্যকরণকারীকে অনুকরণ করুন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শুনুন এবং শিখুন
    ২০০২ সচেতন থাক!
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৬ পৃষ্ঠা ৩

শ্রবণে ইচ্ছুক ব্যক্তিকে কিভাবে আমি পেতে পারি?

১ ফিলিপীয় শহরে “লুদিয়া নাম্নী একটী . . . স্ত্রীলোক, যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন, আমাদের কথা শুনিতেছিলেন; আর প্রভু [“যিহোবা,” NW] তাঁহার হৃদয় খুলিয়া দিলেন, যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (প্রেরিত ১৬:১৪) এই বিবরণটি আমাদের কী শিক্ষা দেয়? শ্রবণ একজন ব্যক্তির কাছে সত্য শেখার পথ উন্মুক্ত করে দেয়। রাজ্যের বার্তায় অংশ গ্রহণে আমাদের সফলতা মূলতঃ শোনার প্রতি গৃহকর্তার ইচ্ছার উপর নির্ভর করে। একবার শ্রবণে ইচ্ছুক কর্ণ পেলে আমাদের বার্তা উপস্থিত করার ক্ষেত্রে তা কিছুটা সহজ হবে। কিন্তু শ্রবণে ইচ্ছুক কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া চ্যালেঞ্জস্বরূপ হতে পারে। তাহলে আমরা কী করতে পারি?

২ পরিচর্যায় অংশ নেওয়ার আগে, আমাদের বেশভূষা এবং যে সরঞ্জাম আমরা ব্যবহার করব তার প্রতি মনোযোগ দেওয়া উচিত। কেন? যে ব্যক্তি নিজেকে যথোচিত সম্মানের সাথে উপস্থিত করে তার কাছ থেকে লোকেরা শুনতে বেশি আগ্রহী হয়। আমরা কি রুচিসম্মত অথচ মার্জিতভাবে পোশাক পরি? যদিও অমার্জিত পোশাক জগতে জনপ্রিয় হতে পারে, তবুও আমরা এইধরনের অমনোযোগিতাকে এড়িয়ে চলব কারণ আমরা হলাম পরিচারক যারা ঈশ্বরের রাজ্যের প্রতিনিধিত্ব করছে। আমাদের পরিষ্কার ও পরিপাটি পোশাক, আমরা রাজ্যের যে বার্তা প্রচার করি তার উত্তম সাক্ষ্য দেবে।

৩ বন্ধুত্বপরায়ণ ও সম্মানজনক হোন: বর্তমান-দিনের পরিবর্তনশীল মনোভাব থাকা সত্ত্বেও অনেকের বাইবেলের প্রতি শ্রদ্ধা আছে আর তাই বাইবেল যা বলে সেই সম্বন্ধে সম্মানজনক ও বন্ধুত্বপরায়ণ কথাবার্তার প্রতি অনুকূলভাবে সাড়া দেবে। উষ্ণ, আন্তরিক হাসি গৃহকর্তাকে কোমল করতে এবং মনোরম আলোচনার জন্য সুযোগ খুলে দিতে পারে। আমাদের কথাবার্তায় ও ব্যবহারে আমাদের আন্তরিকতা এবং উত্তম আচরণ প্রতিফলিত হওয়া উচিত, যার অন্তর্ভুক্ত সম্মানের সাথে গৃহকর্তার মন্তব্যগুলি শোনা।

৪ আমাদের উদ্দেশ্য হল অন্যদের সাথে বাইবেলের আশা বন্টন করা। এটি মনে রেখে, আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমাদের আলোচনা আকর্ষণীয় ও দক্ষতাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতামূলক অথবা চ্যালেঞ্জজনক নয়। স্পষ্টরূপে বিরোধী ব্যক্তির সাথে তর্ক করে সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই। তর্কে জেতা অথবা যারা আমাদের কাজ পছন্দ করে না সেই লোকেদের উপর আমাদের বিশ্বাসগুলি চাপিয়ে দেওয়া আমাদের লক্ষ্য নয়। (২ তীম. ২:২৩-২৫) আমরা আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় এবং যুক্তি (ইংরাজি) বইয়ে প্রদত্ত উৎসাহদানের জন্য বিভিন্ন বিষয় ও সময়োপযোগী উপস্থাপনাগুলি বেছে নিতে পারি। অবশ্যই, এগুলি আমাদের ভালভাবে প্রস্তুত করা প্রয়োজন, যাতে করে আমরা আন্তরিকতা ও দৃঢ়তার ভঙ্গিতে কথা বলতে পারি।—১ পিতর ৩:১৫.

৫ আমাদের প্রথম সাক্ষাতের পর পুনর্সাক্ষাতে অল্পই গৃহকর্তা মনে করতে পারেন প্রকৃতপক্ষে আমরা কী বলেছিলাম। কিন্তু, ফলতঃ তাদের সকলেই যে ভঙ্গিতে কথা বলা হয়েছিল তা মনে করতে পারেন। মঙ্গলভাব এবং সদয়তার ক্ষমতাকে আমাদের কখনও কম গুরুত্ব হিসাবে দেখা উচিত নয়। অবশ্যই আমাদের এলাকায় অনেক মেষতুল্য ব্যক্তিরা আছে যারা সত্য শোনার প্রতি কর্ণপাত করবে, ঠিক যেমন প্রথম শতাব্দীতে লুদিয়া করেছিল। আমাদের বেশভূষা ও কথাবার্তা বলার ভঙ্গির প্রতি যত্নপূর্বক মনোযোগ দেওয়া সহৃদয় ব্যক্তিদের কাছে ঈশ্বরের বাক্য শোনার ও অনুকূলভাবে তা গ্রহণ করার জন্য উৎসাহের হতে পারে।—মার্ক ৪:২০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার